কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বিত্তিপাড়া বাজারে ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। ঝাউদিয়াসহ আশপাশের ছয় ইউনিয়নের হাজারো মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়।
এদিকে কয়েক ঘণ্টার অবরোধের ফলে কুষ্টিয়ার সঙ্গে যশোর-খুলনার যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। তাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রশাসনের আশ্বাসে সোয়া তিন ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা।
খুলনাগামী গড়াই বাসের চালক নাসির উদ্দিন বলেন, দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চলায় সড়কে আটকে থেকে ভোগান্তি পোহাতে হয়েছে।
বিক্ষোভকারীরা জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তর নিয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবিলম্বে ঝাউদিয়া থানা উদ্বোধন করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় তারা।

ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য শাহরিয়া ইমন রুবেল বলেন, ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউদিয়া। এখানে দীর্ঘদিন ধরে থানা না থাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই, এমনকি হত্যার ঘটনাও ঘটছে। ঝাউদিয়া থানা স্থাপনের সব বিষয় নির্ধারণ হওয়ার পরও পুলিশ সুপার দিনের পর দিন বিষয়টি ঝুলিয়ে রেখেছেন। আজকের আন্দোলনের দায় তাঁকে নিতে হবে।
ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হায়াত আলী বিশ্বাস বলেন, ‘ঝাউদিয়া থানা বাস্তবায়নের সব কার্যক্রম সমাপ্ত হলেও থানা উদ্বোধনে গড়িমসি করা হচ্ছে। তাই আজ আমরা ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।’

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘থানা স্থানান্তরের জন্য বেশ কিছু প্রক্রিয়া আছে। অবকাঠামো নির্মাণের ব্যাপার আছে। সেগুলো সময়সাপেক্ষ কাজ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা হয়েছে। অবরোধ তুলে নিয়েছে তারা।’

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বিত্তিপাড়া বাজারে ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। ঝাউদিয়াসহ আশপাশের ছয় ইউনিয়নের হাজারো মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়।
এদিকে কয়েক ঘণ্টার অবরোধের ফলে কুষ্টিয়ার সঙ্গে যশোর-খুলনার যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। তাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রশাসনের আশ্বাসে সোয়া তিন ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা।
খুলনাগামী গড়াই বাসের চালক নাসির উদ্দিন বলেন, দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চলায় সড়কে আটকে থেকে ভোগান্তি পোহাতে হয়েছে।
বিক্ষোভকারীরা জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তর নিয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবিলম্বে ঝাউদিয়া থানা উদ্বোধন করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় তারা।

ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য শাহরিয়া ইমন রুবেল বলেন, ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউদিয়া। এখানে দীর্ঘদিন ধরে থানা না থাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই, এমনকি হত্যার ঘটনাও ঘটছে। ঝাউদিয়া থানা স্থাপনের সব বিষয় নির্ধারণ হওয়ার পরও পুলিশ সুপার দিনের পর দিন বিষয়টি ঝুলিয়ে রেখেছেন। আজকের আন্দোলনের দায় তাঁকে নিতে হবে।
ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হায়াত আলী বিশ্বাস বলেন, ‘ঝাউদিয়া থানা বাস্তবায়নের সব কার্যক্রম সমাপ্ত হলেও থানা উদ্বোধনে গড়িমসি করা হচ্ছে। তাই আজ আমরা ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।’

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘থানা স্থানান্তরের জন্য বেশ কিছু প্রক্রিয়া আছে। অবকাঠামো নির্মাণের ব্যাপার আছে। সেগুলো সময়সাপেক্ষ কাজ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা হয়েছে। অবরোধ তুলে নিয়েছে তারা।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে