দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ভারত পেঁয়াজ রপ্তানি করবে না এমন খবরে সারা দেশের মতো কুষ্টিয়ার দৌলতপুরেও পেঁয়াজের দাম বেড়ে যায়। এক দিনের ব্যবধানে গতকাল শনিবার দৌলতপুরের বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছিল কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা। তবে রাত পোহাতেই আজ রোববার দাম কমেছে কেজিপ্রতি ২০ টাকা।
উপজেলার বড় পাইকারি বাজার তারাগুনিয়া ঘুরে জানা গেছে, গতকাল শনিবার পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ টাকায়, যা আজ সকালে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আজ রোববার সকালে তারাগুনিয়ার খুচরা বাজারে পেঁয়াজ ১৩০-১৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। তবে সবজি ফেরিওয়ালারা আগের দাম ১৬০ টাকায়ই বিক্রি করছেন।
এদিকে উপজেলা কৃষি বিভাগ বলছে, বাজারে নতুন দেশি পেঁয়াজ উঠতে শুরু করেছে। পেঁয়াজের দাম বেশি হওয়ার কোনো কারণ নেই। তা ছাড়া সরকারি নীতিমালা অনুসারে বাজারদর নিয়ন্ত্রণের আশ্বাস দিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ।
গতকাল শনিবার বিকেলে উপজেলার হোসেনাবাদের সবজি বাজারে পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে ১৬০ টাকা দরে। পেঁয়াজ বিক্রেতা হাসিবুরসহ একাধিক ব্যবসায়ী জানান, এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৫০ টাকা। তাঁরা ১৫৫ থেকে ১৬০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন। তাঁরা আরও জানান, দাম বেশির কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ কমেছে, ক্রেতারাও কিনছেন কম।
তারাগুনিয়া বাজারে বাজার করতে আসা রতন মিয়া বলেন, গতকালের তুলনায় আজ পেঁয়াজের বাজার কমে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন তাঁরা। আতিয়ার নামের আরেকজন বলেন, ‘পেঁয়াজের দাম আজ কমেছে। অন্যান্য এলাকার তুলনায় আমাদের এখানে পেঁয়াজের দাম কম।’
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দৌলতপুরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি জমিতে এবার পেঁয়াজের চাষ হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৫০০ হেক্টর। ইতিমধ্যে বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। স্থানীয় পর্যায়ে পেঁয়াজের কোনো সংকট তৈরি হবে না। কিছু অসাধু ব্যবসায়ী দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ভারত পেঁয়াজ রপ্তানি করবে না এমন খবরে সারা দেশের মতো কুষ্টিয়ার দৌলতপুরেও পেঁয়াজের দাম বেড়ে যায়। এক দিনের ব্যবধানে গতকাল শনিবার দৌলতপুরের বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছিল কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা। তবে রাত পোহাতেই আজ রোববার দাম কমেছে কেজিপ্রতি ২০ টাকা।
উপজেলার বড় পাইকারি বাজার তারাগুনিয়া ঘুরে জানা গেছে, গতকাল শনিবার পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ টাকায়, যা আজ সকালে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আজ রোববার সকালে তারাগুনিয়ার খুচরা বাজারে পেঁয়াজ ১৩০-১৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। তবে সবজি ফেরিওয়ালারা আগের দাম ১৬০ টাকায়ই বিক্রি করছেন।
এদিকে উপজেলা কৃষি বিভাগ বলছে, বাজারে নতুন দেশি পেঁয়াজ উঠতে শুরু করেছে। পেঁয়াজের দাম বেশি হওয়ার কোনো কারণ নেই। তা ছাড়া সরকারি নীতিমালা অনুসারে বাজারদর নিয়ন্ত্রণের আশ্বাস দিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ।
গতকাল শনিবার বিকেলে উপজেলার হোসেনাবাদের সবজি বাজারে পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে ১৬০ টাকা দরে। পেঁয়াজ বিক্রেতা হাসিবুরসহ একাধিক ব্যবসায়ী জানান, এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৫০ টাকা। তাঁরা ১৫৫ থেকে ১৬০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন। তাঁরা আরও জানান, দাম বেশির কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ কমেছে, ক্রেতারাও কিনছেন কম।
তারাগুনিয়া বাজারে বাজার করতে আসা রতন মিয়া বলেন, গতকালের তুলনায় আজ পেঁয়াজের বাজার কমে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন তাঁরা। আতিয়ার নামের আরেকজন বলেন, ‘পেঁয়াজের দাম আজ কমেছে। অন্যান্য এলাকার তুলনায় আমাদের এখানে পেঁয়াজের দাম কম।’
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দৌলতপুরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি জমিতে এবার পেঁয়াজের চাষ হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৫০০ হেক্টর। ইতিমধ্যে বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। স্থানীয় পর্যায়ে পেঁয়াজের কোনো সংকট তৈরি হবে না। কিছু অসাধু ব্যবসায়ী দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
১৮ মিনিট আগে
শিশু সাফায়াত বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর আর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের গর্তের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
২৮ মিনিট আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ‘ফরজে কিফায়া’ (দায়িত্ব পালনের বাধ্যবাধকতা) বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গণভোট নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা...
১ ঘণ্টা আগে