কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুক না পেয়ে সোনালী খাতুন (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত স্বামী শফিকুল ইসলাম (২৬) ওই গ্রামের সিরাজ আলীর ছেলে। আর সোনালী খাতুন উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাওতা গ্রামের আনিস উদ্দিনের মেয়ে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শফিকুলকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।
পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় ওই গৃহবধূকে মারধর করতেন স্বামী শফিকুল। সোনালীর বাবা গরিব মানুষ। অভাবের সংসার হলেও মেয়ের মুখের দিকে চেয়ে বহুবার যৌতুকের দাবি পূরণ করেন তিনি। সর্বশেষ যৌতুকের টাকা না পেয়ে শুক্রবার রাতে সোনালীকে নির্মম নির্যাতন করেন তাঁর স্বামী। ভোরের দিকে স্থানীয় লোকজন ওই গৃহবধূকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত ব্যক্তির ভাই উজ্জ্বল বলেন, ‘যৌতুকের দাবিতে আমার বোন সোনালীকে বিয়ের পর থেকেই নির্মমভাবে নির্যাতন করত শফিকুল। সোনালীর মুখের দিকে চেয়ে বহুবার যৌতুকের দাবি পূরণ করা হয়েছে। সর্বশেষ যৌতুকের দাবি পূরণের অপারগতা প্রকাশ করলে শুক্রবার রাতে পিটিয়ে ও শ্বাসরোধ করে সোনালীকে হত্যা করে শফিকুল। শফিকুল একজন মাদকাসক্ত। আমার বোনকে হত্যার জন্য শফিকুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই।’
গৃহবধূর শাশুড়ি হালিমা খাতুন বলেন, ‘ভোরে আমার ছেলের আও আও শব্দ শুনে দরজার কাছে এসে ডাকাডাকি করি। সাড়া পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি ছেলে অজ্ঞান হয়ে শুয়ে আছে। আর আমার পুত্রবধূর নাক দিয়ে রক্ত আর গাল দিয়ে ফ্যানা বের হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমার ছেলে মারে নাই। বউ স্ট্রোক করে মারা গেছে।’
এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, ভোরের দিকে হাসপাতালে আনার আগেই সোনালীর মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে রয়েছে।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘যৌতুক না পেয়ে সোনালী খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।’

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুক না পেয়ে সোনালী খাতুন (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত স্বামী শফিকুল ইসলাম (২৬) ওই গ্রামের সিরাজ আলীর ছেলে। আর সোনালী খাতুন উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাওতা গ্রামের আনিস উদ্দিনের মেয়ে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শফিকুলকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।
পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় ওই গৃহবধূকে মারধর করতেন স্বামী শফিকুল। সোনালীর বাবা গরিব মানুষ। অভাবের সংসার হলেও মেয়ের মুখের দিকে চেয়ে বহুবার যৌতুকের দাবি পূরণ করেন তিনি। সর্বশেষ যৌতুকের টাকা না পেয়ে শুক্রবার রাতে সোনালীকে নির্মম নির্যাতন করেন তাঁর স্বামী। ভোরের দিকে স্থানীয় লোকজন ওই গৃহবধূকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত ব্যক্তির ভাই উজ্জ্বল বলেন, ‘যৌতুকের দাবিতে আমার বোন সোনালীকে বিয়ের পর থেকেই নির্মমভাবে নির্যাতন করত শফিকুল। সোনালীর মুখের দিকে চেয়ে বহুবার যৌতুকের দাবি পূরণ করা হয়েছে। সর্বশেষ যৌতুকের দাবি পূরণের অপারগতা প্রকাশ করলে শুক্রবার রাতে পিটিয়ে ও শ্বাসরোধ করে সোনালীকে হত্যা করে শফিকুল। শফিকুল একজন মাদকাসক্ত। আমার বোনকে হত্যার জন্য শফিকুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই।’
গৃহবধূর শাশুড়ি হালিমা খাতুন বলেন, ‘ভোরে আমার ছেলের আও আও শব্দ শুনে দরজার কাছে এসে ডাকাডাকি করি। সাড়া পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি ছেলে অজ্ঞান হয়ে শুয়ে আছে। আর আমার পুত্রবধূর নাক দিয়ে রক্ত আর গাল দিয়ে ফ্যানা বের হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমার ছেলে মারে নাই। বউ স্ট্রোক করে মারা গেছে।’
এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, ভোরের দিকে হাসপাতালে আনার আগেই সোনালীর মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে রয়েছে।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘যৌতুক না পেয়ে সোনালী খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।’

ঢাকার কলোনি-আশুলিয়া মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল থেকে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১৩ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উপশাখা থেকে অবৈধভাবে বালু তোলায় একজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা এই ভ্রাম্যমাণ আদালত
২৪ মিনিট আগে
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
২৬ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাঁকে এই জরিমানা করেন।
৩০ মিনিট আগে