প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছে। ৫০ শয্যার হাসপাতালটিতে নিয়মিত চিকিৎসা চলছে ৩০ জনের মতো রোগীর। করোনা আক্রান্ত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে ভর্তি আছেন ১৬ জন।
গতকাল শুক্রবার বিকেলে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন আজকের পত্রিকাকে দেওয়া এক বক্তব্যে বলেন, ৪৮টি সিলিন্ডার দিয়ে সেবা দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতি সামাল দিতে আরও অন্তত ১০০টি সিলিন্ডারসহ সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জাম প্রয়োজন।
এই কর্মকর্তা আরও জানান, অবস্থা খুবই খারাপ। রোগী যেভাবে বাড়ছে, আমরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি। এভাবে সম্ভব না। চোখের সামনেই অক্সিজেনের অভাবে রোগী মারা গেলেও কিছু করার থাকবে না বলে উল্লেখ করে তিনি বলেন, আপনারা দয়া করে পদক্ষেপ নেন, মিডিয়া এবং বিত্তবানদের সহায়তা প্রয়োজন। এখানে মেডিসিন কনসালট্যান্ট নেই। চিকিৎসকেরা পজিটিভ হচ্ছে।
এদিকে উপজেলাটিতে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ২৫ জনের। বর্তমানে আক্রান্তদের অধিকাংশই নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
গতকাল শুক্রবার রাতে হাসপাতালে অক্সিজেন না থাকায় সাময়িক অক্সিজেন সেবা চালু করেছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এদিকে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সংকট থাকায় শনিবার সকালে ২০টি অক্সিজেন সিলিন্ডার পাঠান স্থানীয় সংসদ আ কা ম সারওয়ার জাহান বাদশাহ্।
জেলায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বাড়তে থাকা দৌলতপুর উপজেলায় করোনা চিকিৎসায় চিকিৎসক ও সরঞ্জামের ব্যাপক সংকট বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছে। ৫০ শয্যার হাসপাতালটিতে নিয়মিত চিকিৎসা চলছে ৩০ জনের মতো রোগীর। করোনা আক্রান্ত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে ভর্তি আছেন ১৬ জন।
গতকাল শুক্রবার বিকেলে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন আজকের পত্রিকাকে দেওয়া এক বক্তব্যে বলেন, ৪৮টি সিলিন্ডার দিয়ে সেবা দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতি সামাল দিতে আরও অন্তত ১০০টি সিলিন্ডারসহ সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জাম প্রয়োজন।
এই কর্মকর্তা আরও জানান, অবস্থা খুবই খারাপ। রোগী যেভাবে বাড়ছে, আমরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি। এভাবে সম্ভব না। চোখের সামনেই অক্সিজেনের অভাবে রোগী মারা গেলেও কিছু করার থাকবে না বলে উল্লেখ করে তিনি বলেন, আপনারা দয়া করে পদক্ষেপ নেন, মিডিয়া এবং বিত্তবানদের সহায়তা প্রয়োজন। এখানে মেডিসিন কনসালট্যান্ট নেই। চিকিৎসকেরা পজিটিভ হচ্ছে।
এদিকে উপজেলাটিতে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ২৫ জনের। বর্তমানে আক্রান্তদের অধিকাংশই নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
গতকাল শুক্রবার রাতে হাসপাতালে অক্সিজেন না থাকায় সাময়িক অক্সিজেন সেবা চালু করেছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এদিকে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সংকট থাকায় শনিবার সকালে ২০টি অক্সিজেন সিলিন্ডার পাঠান স্থানীয় সংসদ আ কা ম সারওয়ার জাহান বাদশাহ্।
জেলায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বাড়তে থাকা দৌলতপুর উপজেলায় করোনা চিকিৎসায় চিকিৎসক ও সরঞ্জামের ব্যাপক সংকট বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মী মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি শেরেবাংলা নগর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় চারটি গুলিও উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার ভুক্তভোগী তরুণী পাঁচজনকে অভিযুক্ত করে পর্নোগ্রাফি আইনে রায়পুরা থানায় মামলা করেন।
২২ মিনিট আগে
মাদারীপুর সদরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ র্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতসহ তিনজন আহত হয়েছেন।
৪০ মিনিট আগে