ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া ভেড়ামারায় তুষার আহমেদ জিম (২২) নামের এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রফেসর পাড়ার একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ওই তরুণ প্রফেসর পাড়ার ফজলুল হকের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার সন্ধ্যার দিকে তুষার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। সকালে তাঁর মোবাইলে কল দিলে কোনো সাড়া মেলেনি।
এদিকে বাড়ির পাশে যে স্থানে বন্ধুরা মিলে আড্ডা দিত সকালে সেখানে তাঁর ফুফু তসলিমা খাতুন খুঁজতে যান। সেখানে গিয়ে দেখেন সিঁড়ির ল্যান্ডিং প্লেসে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায়। পরে থানা থেকে সিআইডি ক্রাইম সিন দলকে খবর দেওয়া হয়।
নিহতের ফুফু তসলিমা খাতুন বুড়ি বলেন, ‘সন্ধ্যায় জিমকে বাড়ির সামনে দেখি। আমি তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলি। পরে আর পাওয়া যায়নি। সকালে পাশের একটি বাড়িতে তার লাশ দেখতে পায়।’
বাড়ির মালিক গোলাম মোস্তফা রুবেল বলেন, ‘আমার বাড়ির সামনের গেট লাগানো থাকে সব সময়। তবে বাড়ির পেছনের অংশের গেট খোলা থাকে। যেটা নির্মাণাধীন অবস্থায় আছে। গত তিন মাস ধরে এ বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই।’
প্রফেসর পাড়ার বাসিন্দা মোস্তফা বলেন, জিম যথেষ্ট শান্ত সৃষ্ট ছেলে। বিভিন্ন রকমের কাজ করত। তার সমবয়সী বন্ধুরা মিলে দীর্ঘদিন ধরে এ বাড়িতে আড্ডা দেয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সিআইডির ক্রাইম সিন টিমকে খবর পাঠানো হয়েছে। তারা এলে কার্যক্রম শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরে মামলার প্রস্তুতি নেওয়া হবে।

কুষ্টিয়া ভেড়ামারায় তুষার আহমেদ জিম (২২) নামের এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রফেসর পাড়ার একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ওই তরুণ প্রফেসর পাড়ার ফজলুল হকের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার সন্ধ্যার দিকে তুষার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। সকালে তাঁর মোবাইলে কল দিলে কোনো সাড়া মেলেনি।
এদিকে বাড়ির পাশে যে স্থানে বন্ধুরা মিলে আড্ডা দিত সকালে সেখানে তাঁর ফুফু তসলিমা খাতুন খুঁজতে যান। সেখানে গিয়ে দেখেন সিঁড়ির ল্যান্ডিং প্লেসে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায়। পরে থানা থেকে সিআইডি ক্রাইম সিন দলকে খবর দেওয়া হয়।
নিহতের ফুফু তসলিমা খাতুন বুড়ি বলেন, ‘সন্ধ্যায় জিমকে বাড়ির সামনে দেখি। আমি তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলি। পরে আর পাওয়া যায়নি। সকালে পাশের একটি বাড়িতে তার লাশ দেখতে পায়।’
বাড়ির মালিক গোলাম মোস্তফা রুবেল বলেন, ‘আমার বাড়ির সামনের গেট লাগানো থাকে সব সময়। তবে বাড়ির পেছনের অংশের গেট খোলা থাকে। যেটা নির্মাণাধীন অবস্থায় আছে। গত তিন মাস ধরে এ বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই।’
প্রফেসর পাড়ার বাসিন্দা মোস্তফা বলেন, জিম যথেষ্ট শান্ত সৃষ্ট ছেলে। বিভিন্ন রকমের কাজ করত। তার সমবয়সী বন্ধুরা মিলে দীর্ঘদিন ধরে এ বাড়িতে আড্ডা দেয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সিআইডির ক্রাইম সিন টিমকে খবর পাঠানো হয়েছে। তারা এলে কার্যক্রম শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরে মামলার প্রস্তুতি নেওয়া হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১৪ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১৬ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২৬ মিনিট আগে