কুষ্টিয়া প্রতিনিধি

বেসরকারি একটি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করে বানিয়েছেন তিন কক্ষবিশিষ্ট দোতলা পাকা বাড়ি। পরিবার–পরিজন নিয়ে চলছিল বেশ। তবে চাকরি থেকে মাদকের কারবার লাভজনক, তাই চাকরি ছেড়ে শুরু করেন মাদকের কারবার।
কিন্তু এই কারবার শুরুর তিন মাসের মধ্যেই যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হলেন তিনি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে আজ বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৬৮টি ইয়াবা জব্দ করা হয়।
ওই যুবকের নাম কামরুজ্জামান কাজল (২৭)। তিনি একই এলাকার হাসান আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় তাঁর বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩৪ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬৮টি ইয়াবা জব্দ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন।
মো. বেলাল হোসেন বলেন, কাজল একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন। লোভে পড়ে প্রায় তিন মাস আগে চাকরি ছেড়ে তিনি মাদকের কারবার শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। পরে কুমারখালী থানায় মামলা করা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল এ কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, কাজলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করে বানিয়েছেন তিন কক্ষবিশিষ্ট দোতলা পাকা বাড়ি। পরিবার–পরিজন নিয়ে চলছিল বেশ। তবে চাকরি থেকে মাদকের কারবার লাভজনক, তাই চাকরি ছেড়ে শুরু করেন মাদকের কারবার।
কিন্তু এই কারবার শুরুর তিন মাসের মধ্যেই যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হলেন তিনি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে আজ বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৬৮টি ইয়াবা জব্দ করা হয়।
ওই যুবকের নাম কামরুজ্জামান কাজল (২৭)। তিনি একই এলাকার হাসান আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় তাঁর বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩৪ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬৮টি ইয়াবা জব্দ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন।
মো. বেলাল হোসেন বলেন, কাজল একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন। লোভে পড়ে প্রায় তিন মাস আগে চাকরি ছেড়ে তিনি মাদকের কারবার শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। পরে কুমারখালী থানায় মামলা করা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল এ কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, কাজলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার কলোনি-আশুলিয়া মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল থেকে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১৬ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উপশাখা থেকে অবৈধভাবে বালু তোলায় একজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা এই ভ্রাম্যমাণ আদালত
২৬ মিনিট আগে
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
২৯ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাঁকে এই জরিমানা করেন।
৩৩ মিনিট আগে