নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্যালিকা হত্যার অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুল গনি নাগেশ্বরী উপজেলার আশকর নগর গ্রামের বাসিন্দা। নিহত শ্যালিকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হাফছা আকতার খুশি একই গ্রামের বাবু মিয়ার কন্যা।
খুশির পরিবারের অভিযোগ, গতকাল রোববার বিকেলে খুশির শয়নকক্ষে তাকে হত্যা করা হয়। পরে নাগেশ্বরী থানা-পুলিশ রাতে মরদেহ উদ্ধার ও দুলাভাই আব্দুল গনিকে আটক করে থানায় নিয়ে যায়। আজ সোমবার সকালে খুশির বাবা বাদী হয়ে আব্দুল গনিকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এর আগে পুলিশের কাছে এ হত্যার দায় স্বীকার করেন আব্দুল গনি।
মামলা সূত্রে জানা গেছে, আব্দুল গনির সঙ্গে ৪ সেপ্টেম্বর খুশির চাচাতো বোন আঞ্জুয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুল গনি। শ্বশুরবাড়িতে রাতে ঘুমানোর জায়গা কম থাকায় তিনি তাঁর স্ত্রীকে নিয়ে খুশিদের বাড়িতে থাকতেন। এ সময় একদিন স্বামী-স্ত্রীকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলায় রাগে খুশিকে মারধরের পরিকল্পনা করেন গনি। পরিকল্পনামোতাবেক রোববার বিকেলে খুশিকে একা পেয়ে ঘরে ডেকে নিয়ে বিছানায় ফেলে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে বিষয়টি ভিন্ন খাতে পরিচালিত করতে খুশির মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন গনি।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, ‘সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার আব্দুল গনিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, খুশির বাবা বাবু মিয়া ঢাকায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন। পারিবারিক কলহের জেরে তিন মাস আগে খুশির মা বাবার বাড়ি চলে যান। সেই থেকে আশকরনগর গ্রামের ফুফুর বাড়িতে তিন বোনসহ থাকত খুশি।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্যালিকা হত্যার অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুল গনি নাগেশ্বরী উপজেলার আশকর নগর গ্রামের বাসিন্দা। নিহত শ্যালিকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হাফছা আকতার খুশি একই গ্রামের বাবু মিয়ার কন্যা।
খুশির পরিবারের অভিযোগ, গতকাল রোববার বিকেলে খুশির শয়নকক্ষে তাকে হত্যা করা হয়। পরে নাগেশ্বরী থানা-পুলিশ রাতে মরদেহ উদ্ধার ও দুলাভাই আব্দুল গনিকে আটক করে থানায় নিয়ে যায়। আজ সোমবার সকালে খুশির বাবা বাদী হয়ে আব্দুল গনিকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এর আগে পুলিশের কাছে এ হত্যার দায় স্বীকার করেন আব্দুল গনি।
মামলা সূত্রে জানা গেছে, আব্দুল গনির সঙ্গে ৪ সেপ্টেম্বর খুশির চাচাতো বোন আঞ্জুয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুল গনি। শ্বশুরবাড়িতে রাতে ঘুমানোর জায়গা কম থাকায় তিনি তাঁর স্ত্রীকে নিয়ে খুশিদের বাড়িতে থাকতেন। এ সময় একদিন স্বামী-স্ত্রীকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলায় রাগে খুশিকে মারধরের পরিকল্পনা করেন গনি। পরিকল্পনামোতাবেক রোববার বিকেলে খুশিকে একা পেয়ে ঘরে ডেকে নিয়ে বিছানায় ফেলে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে বিষয়টি ভিন্ন খাতে পরিচালিত করতে খুশির মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন গনি।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, ‘সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার আব্দুল গনিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, খুশির বাবা বাবু মিয়া ঢাকায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন। পারিবারিক কলহের জেরে তিন মাস আগে খুশির মা বাবার বাড়ি চলে যান। সেই থেকে আশকরনগর গ্রামের ফুফুর বাড়িতে তিন বোনসহ থাকত খুশি।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৭ ঘণ্টা আগে