Ajker Patrika

‘বাবার শখ’ পূরণে হেলিকপ্টারে বউ আনলেন পরিচ্ছন্নতাকর্মী

কুড়িগ্রাম ও নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ২৩: ২৩
‘বাবার শখ’ পূরণে হেলিকপ্টারে বউ আনলেন পরিচ্ছন্নতাকর্মী

কুড়িগ্রামে এসে হেলিকপ্টারে বউ নিয়ে গেলেন নেত্রকোনার বর হরিজন অপু বাঁশফোর। প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গেছেন বলে তিনি জানান। জেলা প্রশাসনের চতুর্থ শ্রেণির কর্মচারী অপুর এ জন্য ঘণ্টায় খরচ হয়েছে ৮০ হাজার টাকা। তবে মোট কত টাকা ব্যয় হয়েছে, তা জানা যায়নি।

আজ বুধবার দুপুরে বরযাত্রীসহ হেলিকপ্টারটি জেলা স্টেডিয়ামে নামে। এ সময় হেলিকপ্টার ও বর দেখতে উৎসুক জনতা ভিড় করে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দুপুরে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে নেত্রকোনায় নিজ বাড়িতে ফেরেন বর।

কনে শনিতা রানী কুড়িগ্রাম পৌর শহরের পাওয়ারহাউস পাড়ার (পৌর বাজারসংলগ্ন বস্তি) ভুট্টু হরিজনের মেয়ে। আর বর হরিজন অপু বাঁশফোর নেত্রকোনা সদরের জয়নগর হাসপাতাল কোয়ার্টার এলাকার প্রয়াত দিলীপ বাঁশফোরের ছেলে। তিনি জেলা প্রশাসনের পরিচ্ছন্নতাকর্মী।

অপু বাঁশফোড়ের মা শ্যামলী বাঁশফোড় আজকের পত্রিকাকে বলেন, ‘অপুর বাবার খুব শখ ছিল, হেলিকপ্টারে করে তাঁর ছেলের বউ আনবে। আর এই শখ পূরণ করতেই ছেলে তাঁর বউকে হেলিকপ্টারে নিয়ে আসে। যাবতীয় খরচ তার বড় ভাই দীপু বাঁশফোড় বহন করেছেন।’

হেলিকপ্টারে কনে নিতে যাওয়ার বিষয়ে অপু বাঁশফোর বলেন, ‘আমার বাবা দুই বছর আগে মারা যান। তাঁর ইচ্ছে ছিল বেশ বড় আয়োজন করে আমার বিয়ে দেবেন।’ তিনি বলতেন, তাঁর বউমাকে যেন হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে আসা হয়। তাই বাবার স্বপ্ন পূরণ ও তাঁর আত্মার শান্তির জন্য হেলিকপ্টারে করে বউকে নিয়ে যাচ্ছি।’ এতে ঘণ্টাপ্রতি ৮০ হাজার টাকা ভাড়া গুনতে হয়েছে বলে জানান অপু। 

এমন আড়ম্বরের বিষয়ে কনে শনিতা রানীর বাবা ভুট্ট বাঁশফোর বলেন, ‘আমরা গরিব মানুষ। বর পক্ষ আমাদের মেয়েকে পছন্দ করেছে। মেয়েকে বউ করে কেউ হেলিকপ্টারে নিয়ে যাবে, এটা কখনো চিন্তাও করি নাই। আজ যখন সত্যি সত্যি হেলিকপ্টারে করে মেয়ে গেল, তখন আনন্দে বুকটা ভরে গেছে।’ 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, নিরাপদে হেলিকপ্টারটি অবতরণ করে কনেসহ বরযাত্রীকে নিয়ে আবার চলে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ