চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে ষাটোর্ধ্ব নারীকে মারধরের ঘটনায় যুবদল নেতা ও তাঁর অনুসারীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে এলাকাবাসীর অংশগ্রহণে উপজেলার থানাহাট ইউনিয়নের পাম্প মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে তাঁরা মানববন্ধন করেন।
অভিযুক্ত রেজাউল করিম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তাঁর সহযোগীরা হলেন আমিনুল ইসলাম (৪৫), মিজানুর রহমান (৩৮) ও ইসমাইল হোসেন (৩০)।
মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী নারীর ছেলে হাফিজুর বলেন, ‘গত শনিবার রাতে উপজেলা যুবদল নেতা রেজাউল করিম রাস্তা আটকে আমার মাকে মারধর করেন। যে কারণে থানায় মামলা দেওয়া হয়েছে। থানায় মামলা দেওয়ার কারণে আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তাই আজ এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেছে।’
স্থানীয় আকলিমা বেগম বলেন, ‘এক নারীকে মারধর করা মানে সকল নারীকে মারধর করা। আমি বিএনপির নেতা রেজাউল করিম ও ইসমাইল হোসেনের বিচার চাই। আমাদের কোনো নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তা চাই।’
ভুক্তভোগী মালেকা বলেন, ‘আমি আমার ছেলেকে খুঁজতে পাম্পের মোড়ে গিয়েছিলাম। বাড়ি ফেরার পথে রেজাউল আমার পথ রোধ করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। একপর্যায়ে সে আমাকে ধাক্কা মারলে পাশে থাকা বেঞ্চের ওপর পড়ে যাই। এরপর সে আমার গালে চড়থাপ্পড় মারতে থাকে। এ সময় আমার ছেলে ও ছেলের বউ এগিয়ে এলে তাদেরও মারধর করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়।’
এ বিষয়ে জানতে চাইলে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘তারা যেভাবে অভিযোগ দিয়েছে তাতে মামলা হয় না। আমরা অভিযোগটি আদালতে পাঠিয়েছি। এখন আদালত থেকে অনুমতি এলে মামলা হবে।’
এর আগে গত শনিবার বিকেলে উপজেলার থানাহাট ইউনিয়নের মজিদের পাড় এলাকায় ষাটোর্ধ্ব এক নারীকে মারধরের ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম মালেকা বেগম (৬৫)। তিনি ওই এলাকার শহীদুল ইসলামের স্ত্রী। পরদিন রোববার দুপুরে থানায় যুবদল নেতাসহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জানানো হয়।

কুড়িগ্রামের চিলমারীতে ষাটোর্ধ্ব নারীকে মারধরের ঘটনায় যুবদল নেতা ও তাঁর অনুসারীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে এলাকাবাসীর অংশগ্রহণে উপজেলার থানাহাট ইউনিয়নের পাম্প মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে তাঁরা মানববন্ধন করেন।
অভিযুক্ত রেজাউল করিম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তাঁর সহযোগীরা হলেন আমিনুল ইসলাম (৪৫), মিজানুর রহমান (৩৮) ও ইসমাইল হোসেন (৩০)।
মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী নারীর ছেলে হাফিজুর বলেন, ‘গত শনিবার রাতে উপজেলা যুবদল নেতা রেজাউল করিম রাস্তা আটকে আমার মাকে মারধর করেন। যে কারণে থানায় মামলা দেওয়া হয়েছে। থানায় মামলা দেওয়ার কারণে আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তাই আজ এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেছে।’
স্থানীয় আকলিমা বেগম বলেন, ‘এক নারীকে মারধর করা মানে সকল নারীকে মারধর করা। আমি বিএনপির নেতা রেজাউল করিম ও ইসমাইল হোসেনের বিচার চাই। আমাদের কোনো নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তা চাই।’
ভুক্তভোগী মালেকা বলেন, ‘আমি আমার ছেলেকে খুঁজতে পাম্পের মোড়ে গিয়েছিলাম। বাড়ি ফেরার পথে রেজাউল আমার পথ রোধ করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। একপর্যায়ে সে আমাকে ধাক্কা মারলে পাশে থাকা বেঞ্চের ওপর পড়ে যাই। এরপর সে আমার গালে চড়থাপ্পড় মারতে থাকে। এ সময় আমার ছেলে ও ছেলের বউ এগিয়ে এলে তাদেরও মারধর করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়।’
এ বিষয়ে জানতে চাইলে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘তারা যেভাবে অভিযোগ দিয়েছে তাতে মামলা হয় না। আমরা অভিযোগটি আদালতে পাঠিয়েছি। এখন আদালত থেকে অনুমতি এলে মামলা হবে।’
এর আগে গত শনিবার বিকেলে উপজেলার থানাহাট ইউনিয়নের মজিদের পাড় এলাকায় ষাটোর্ধ্ব এক নারীকে মারধরের ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম মালেকা বেগম (৬৫)। তিনি ওই এলাকার শহীদুল ইসলামের স্ত্রী। পরদিন রোববার দুপুরে থানায় যুবদল নেতাসহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জানানো হয়।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৪ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১২ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২১ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৭ মিনিট আগে