চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে খাদ্য ও অর্থ সহায়তার (জিআর) চাল নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার নয়ারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৩ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন ইউপির ৫ সদস্য।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক অভিযোগ পাওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর নয়ারহাট ইউনিয়নে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের জন্য জিআরের ২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এতে মোট ২০০ পরিবারের প্রত্যেকে ১০ কেজি করে চাল পান।
চাল বিতরণের তালিকায় দেখা গেছে,৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পরিষদটির মোট বরাদ্দের সিংহভাগই বিতরণ করা হয়েছে ৪টি ওয়ার্ডের বিভিন্ন পরিবারের মধ্যে। মোট ২০০ পরিবারের মধ্যে ৪টি ওয়ার্ডের ১৭৭ জন পরিবার পেয়েছেন চাল। ৩ নম্বর ওয়ার্ডের কোনো পরিবারের মধ্যে চাল বিতরণ করা না হলেও বাকি ৪টি ওয়ার্ডের ৩৩ পরিবার জিআরের চাল পেয়েছেন। ১ নম্বর ওয়ার্ডে ৩৭ পরিবার, ২ নম্বর ওয়ার্ডে ৩ পরিবার, ৪ নম্বর ওয়ার্ডে ৩ পরিবার, ৫ নম্বর ওয়ার্ডে ৩৭ পরিবার, ৬ নম্বর ওয়ার্ডে ৪০ পরিবার, ৭ নম্বর ওয়ার্ডে ৬৩ পরিবার, ৮ নম্বর ওয়ার্ডে ৮ পরিবার ও ৯ নম্বর ওয়ার্ডে ৯ পরিবার ১০ কেজি করে চাল পেয়েছেন।
অভিযোগ সূত্রে আরও জানা গেছে, ৩ নম্বর ওয়ার্ডে ৩ জন পরিবারের নাম থাকলেও তারা চাল পায়নি। ৫ নম্বর ওয়ার্ডে একই পরিবারের সব সদস্যের নামে চাল উত্তোলন করা হয়েছে। ৬ নম্বর ওয়ার্ডে একই চিত্র দেখা গেছে। ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যের স্বামী মাইদুল ইসলাম ও তাঁর বোন শাহানাজ বেগম তালিকায় নাম দিয়ে চাল উত্তোলন করেছেন।
৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সানোয়ার হোসেন বলেন, দু-একটি ওয়ার্ড বাদে বাকি সব ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকাটি ভুয়া। মনগড়া তালিকা করে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ পরিষদের আরও কয়েকজন সদস্যের সহযোগিতায় চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহমত আলী জানান, তাঁর ওয়ার্ডের ৩ জনের নামে চাল উত্তোলন করা হয়েছে। কিন্তু তালিকাভুক্ত ওই তিন পরিবার কোনো চাল পাননি।
অভিযোগের বিষয়ে নয়ারহাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মোবাইল ফোনে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।

কুড়িগ্রামের চিলমারীতে খাদ্য ও অর্থ সহায়তার (জিআর) চাল নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার নয়ারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৩ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন ইউপির ৫ সদস্য।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক অভিযোগ পাওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর নয়ারহাট ইউনিয়নে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের জন্য জিআরের ২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এতে মোট ২০০ পরিবারের প্রত্যেকে ১০ কেজি করে চাল পান।
চাল বিতরণের তালিকায় দেখা গেছে,৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পরিষদটির মোট বরাদ্দের সিংহভাগই বিতরণ করা হয়েছে ৪টি ওয়ার্ডের বিভিন্ন পরিবারের মধ্যে। মোট ২০০ পরিবারের মধ্যে ৪টি ওয়ার্ডের ১৭৭ জন পরিবার পেয়েছেন চাল। ৩ নম্বর ওয়ার্ডের কোনো পরিবারের মধ্যে চাল বিতরণ করা না হলেও বাকি ৪টি ওয়ার্ডের ৩৩ পরিবার জিআরের চাল পেয়েছেন। ১ নম্বর ওয়ার্ডে ৩৭ পরিবার, ২ নম্বর ওয়ার্ডে ৩ পরিবার, ৪ নম্বর ওয়ার্ডে ৩ পরিবার, ৫ নম্বর ওয়ার্ডে ৩৭ পরিবার, ৬ নম্বর ওয়ার্ডে ৪০ পরিবার, ৭ নম্বর ওয়ার্ডে ৬৩ পরিবার, ৮ নম্বর ওয়ার্ডে ৮ পরিবার ও ৯ নম্বর ওয়ার্ডে ৯ পরিবার ১০ কেজি করে চাল পেয়েছেন।
অভিযোগ সূত্রে আরও জানা গেছে, ৩ নম্বর ওয়ার্ডে ৩ জন পরিবারের নাম থাকলেও তারা চাল পায়নি। ৫ নম্বর ওয়ার্ডে একই পরিবারের সব সদস্যের নামে চাল উত্তোলন করা হয়েছে। ৬ নম্বর ওয়ার্ডে একই চিত্র দেখা গেছে। ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যের স্বামী মাইদুল ইসলাম ও তাঁর বোন শাহানাজ বেগম তালিকায় নাম দিয়ে চাল উত্তোলন করেছেন।
৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সানোয়ার হোসেন বলেন, দু-একটি ওয়ার্ড বাদে বাকি সব ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকাটি ভুয়া। মনগড়া তালিকা করে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ পরিষদের আরও কয়েকজন সদস্যের সহযোগিতায় চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহমত আলী জানান, তাঁর ওয়ার্ডের ৩ জনের নামে চাল উত্তোলন করা হয়েছে। কিন্তু তালিকাভুক্ত ওই তিন পরিবার কোনো চাল পাননি।
অভিযোগের বিষয়ে নয়ারহাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মোবাইল ফোনে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।

বিএনপির দুই প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার দুজনই নগদ টাকায় কোটিপতি। আর এই আসনে ভোটের মাঠে থাকা জামায়াত প্রার্থী মো. শাহজাহান মঞ্জু ও তাঁর স্ত্রী লুৎফর জাহানের হাতে কোনো নগদ টাকা নেই। জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি বিশাল খরচের উপলক্ষ কীভাবে সামাল দেবেন...
১৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৬ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৯ ঘণ্টা আগে