কুড়িগ্রাম প্রতিনিধি

‘অবস্থা এমন খারাপ যে সামলায় যায় না! কোনটা ধরি কোনটা সরাই! গাছপালা, খড়ের পালা সউগ (সব) শ্যাষ! খালি ঘরের চালটা করি সরাবার পাছি। এলা যে কোটাই যায়া থাকমো সেটায় কবার পাই না।’
কুড়িগ্রামে ধরলা নদীর পাড়ে আকস্মিক ভাঙনে এভাবেই ভিটেমাটি হারানোর বর্ণনা দিচ্ছিলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বাসিন্দা দেওয়ান আলী।
গতকাল রোববার রাতে ধরলার তীব্র ভাঙনে বসতভিটা হারিয়েছেন এই দিনমজুর। শুধু দেওয়ান আলী নন, তাঁর গ্রামের অনেকের এখন এমন সঙিন অবস্থা।
সরেজমিন জানা যায়, উজান থেকে নেমে আসা ঢলে পানির সঙ্গে তাল মিলিয়ে কুড়িগ্রামে হঠাৎ ধরলা নদী খরস্রোতা হয়ে ওঠে। গতকাল রাতে উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নে নদীর পাড়ের তীব্র ভাঙনে বসতভিটাসহ শতাধিক বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে কমিউনিটি ক্লিনিক, বন্যা আশ্রয়কেন্দ্র, মাধ্যমিক বিদ্যালয়, ভূমি অফিসসহ বসতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
ভাঙনের শিকার পরিবারগুলো বলছে, গতকাল রাতে ধরলার তীরবর্তী বেগমগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খুদিরকুটি ব্যাপারীপাড়া গ্রামে ভাঙন শুরু হয়। ভাঙনের তীব্রতায় মানুষ রাত জেগে বাড়িঘর সরিয়ে নিতে শুরু করেন। এরই মধ্যে করিম বাদশা, লুৎফর মুন্সি, দেওয়ান আলী, মোহাম্মদ আলী ও রোস্তমের বসতভিটা নদীতে বিলীন হয়। কোনো রকমে তাঁরা ঘরের চালসহ জিনিসপত্র সরিয়ে নিতে পেরেছেন। এ ছাড়াও এক রাতেই অন্তত শতাধিক বিঘা আবাদি জমি, শত শত গাছপালা নদীগর্ভে চলে গেছে। এখনো ভাঙন হুমকিতে শতাধিক পরিবার ও প্রতিষ্ঠান।
ভাঙনের শিকার দিনমজুর রোস্তম আজকের পত্রিকাকে বলেন, ‘কপাল ভালো ভাঙন টের পাইছি। না হইলে মানুষ সুদ্দায় নদীতে ভাসি গেইলাম হয়। কোনোমতে ঘরগুলা সরবার পাছি। কিন্তু এলা কোটাই যায়া কেমন করি থাকমো, সেই কিনারা পাইতেছি না।’
রাতের ভাঙনের পর সারা দিনে লোকালয়ের দিকে স্রোত অগ্রসর ছিল ধরলার। এর বাঁ তীরের নিকটবর্তী বসতভিটা ভাঙন হুমকিতে দাঁড়িয়ে আছে।
কথা হয় ভাঙনের শিকার আরেক দিনমজুর সামেদ আলীর সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চারটা ঘরের চাল সরে নিয়া স্কুল মাঠত থুচি। ভিটার অর্ধেক গেইছে। এখন বাকিকোনাও বুঝি যায়! একজনের কাছত ঘর তুলি থাকার জন্য জমি চাছি। না দিলে কোটেই থাকমো সে উপায় নাই।’
ধরলার ভাঙনে হুমকিতে আছে ওই ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় খুদির কুটি আব্দুল হামিদ উচ্চবিদ্যালয়। তৎসংলগ্ন বন্যা আশ্রয়কেন্দ্র, ভূমি অফিস ও ৪ নম্বর ওয়ার্ডের আক্কেল মামুদ কমিউনিটি ক্লিনিক। এ ছাড়া আবাদি জমিসহ বিভিন্ন বসতি ভাঙন হুমকিতে রয়েছে।
এ বিষয়ে বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ধরলার ভাঙনে এক রাতেই ইউনিয়নের বেশ কয়েকটি পরিবার ভিটামাটি হারিয়েছে। অনেক আবাদি জমি ও গাছপালা নদীগর্ভে চলে গেছে। আমার নিজের বাড়িও ভাঙন হুমকিতে রয়েছে। অনেকে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। ভাঙন থেকে রক্ষা পেতে অন্তত এক হাজার মিটার প্রতিরক্ষা কাজ করা প্রয়োজন। তা নাহলে কোনো কিছুই রক্ষা করা যাবে না।’
ভাঙনের খবরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ তাৎক্ষণিক দুই হাজার বস্তা জিও ব্যাগ ফেলার অনুমতি দিয়েছে জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘জেলা প্রশাসন ও পাউবো থেকে জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে জিও ব্যাগ ডাম্পিংয়ের ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘বেগমগঞ্জে ধরলার বাম তীরে প্রায় দেড় কিলোমিটার অংশজুড়ে ভাঙন হয়েছে। এত বড় অংশে জরুরি প্রতিরক্ষা কাজ করার বরাদ্দ নেই। ভাঙনের খবরে আমরা তাৎক্ষণিক দুই হাজার জিও ব্যাগ সরবরাহের উদ্যোগ নিয়েছি। স্কুল, কমিউনিটি ক্লিনিকসহ স্থাপনাগুলো রক্ষায় আমরা অগ্রাধিকার দিচ্ছি।’

‘অবস্থা এমন খারাপ যে সামলায় যায় না! কোনটা ধরি কোনটা সরাই! গাছপালা, খড়ের পালা সউগ (সব) শ্যাষ! খালি ঘরের চালটা করি সরাবার পাছি। এলা যে কোটাই যায়া থাকমো সেটায় কবার পাই না।’
কুড়িগ্রামে ধরলা নদীর পাড়ে আকস্মিক ভাঙনে এভাবেই ভিটেমাটি হারানোর বর্ণনা দিচ্ছিলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বাসিন্দা দেওয়ান আলী।
গতকাল রোববার রাতে ধরলার তীব্র ভাঙনে বসতভিটা হারিয়েছেন এই দিনমজুর। শুধু দেওয়ান আলী নন, তাঁর গ্রামের অনেকের এখন এমন সঙিন অবস্থা।
সরেজমিন জানা যায়, উজান থেকে নেমে আসা ঢলে পানির সঙ্গে তাল মিলিয়ে কুড়িগ্রামে হঠাৎ ধরলা নদী খরস্রোতা হয়ে ওঠে। গতকাল রাতে উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নে নদীর পাড়ের তীব্র ভাঙনে বসতভিটাসহ শতাধিক বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে কমিউনিটি ক্লিনিক, বন্যা আশ্রয়কেন্দ্র, মাধ্যমিক বিদ্যালয়, ভূমি অফিসসহ বসতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
ভাঙনের শিকার পরিবারগুলো বলছে, গতকাল রাতে ধরলার তীরবর্তী বেগমগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খুদিরকুটি ব্যাপারীপাড়া গ্রামে ভাঙন শুরু হয়। ভাঙনের তীব্রতায় মানুষ রাত জেগে বাড়িঘর সরিয়ে নিতে শুরু করেন। এরই মধ্যে করিম বাদশা, লুৎফর মুন্সি, দেওয়ান আলী, মোহাম্মদ আলী ও রোস্তমের বসতভিটা নদীতে বিলীন হয়। কোনো রকমে তাঁরা ঘরের চালসহ জিনিসপত্র সরিয়ে নিতে পেরেছেন। এ ছাড়াও এক রাতেই অন্তত শতাধিক বিঘা আবাদি জমি, শত শত গাছপালা নদীগর্ভে চলে গেছে। এখনো ভাঙন হুমকিতে শতাধিক পরিবার ও প্রতিষ্ঠান।
ভাঙনের শিকার দিনমজুর রোস্তম আজকের পত্রিকাকে বলেন, ‘কপাল ভালো ভাঙন টের পাইছি। না হইলে মানুষ সুদ্দায় নদীতে ভাসি গেইলাম হয়। কোনোমতে ঘরগুলা সরবার পাছি। কিন্তু এলা কোটাই যায়া কেমন করি থাকমো, সেই কিনারা পাইতেছি না।’
রাতের ভাঙনের পর সারা দিনে লোকালয়ের দিকে স্রোত অগ্রসর ছিল ধরলার। এর বাঁ তীরের নিকটবর্তী বসতভিটা ভাঙন হুমকিতে দাঁড়িয়ে আছে।
কথা হয় ভাঙনের শিকার আরেক দিনমজুর সামেদ আলীর সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চারটা ঘরের চাল সরে নিয়া স্কুল মাঠত থুচি। ভিটার অর্ধেক গেইছে। এখন বাকিকোনাও বুঝি যায়! একজনের কাছত ঘর তুলি থাকার জন্য জমি চাছি। না দিলে কোটেই থাকমো সে উপায় নাই।’
ধরলার ভাঙনে হুমকিতে আছে ওই ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় খুদির কুটি আব্দুল হামিদ উচ্চবিদ্যালয়। তৎসংলগ্ন বন্যা আশ্রয়কেন্দ্র, ভূমি অফিস ও ৪ নম্বর ওয়ার্ডের আক্কেল মামুদ কমিউনিটি ক্লিনিক। এ ছাড়া আবাদি জমিসহ বিভিন্ন বসতি ভাঙন হুমকিতে রয়েছে।
এ বিষয়ে বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ধরলার ভাঙনে এক রাতেই ইউনিয়নের বেশ কয়েকটি পরিবার ভিটামাটি হারিয়েছে। অনেক আবাদি জমি ও গাছপালা নদীগর্ভে চলে গেছে। আমার নিজের বাড়িও ভাঙন হুমকিতে রয়েছে। অনেকে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। ভাঙন থেকে রক্ষা পেতে অন্তত এক হাজার মিটার প্রতিরক্ষা কাজ করা প্রয়োজন। তা নাহলে কোনো কিছুই রক্ষা করা যাবে না।’
ভাঙনের খবরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ তাৎক্ষণিক দুই হাজার বস্তা জিও ব্যাগ ফেলার অনুমতি দিয়েছে জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘জেলা প্রশাসন ও পাউবো থেকে জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে জিও ব্যাগ ডাম্পিংয়ের ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘বেগমগঞ্জে ধরলার বাম তীরে প্রায় দেড় কিলোমিটার অংশজুড়ে ভাঙন হয়েছে। এত বড় অংশে জরুরি প্রতিরক্ষা কাজ করার বরাদ্দ নেই। ভাঙনের খবরে আমরা তাৎক্ষণিক দুই হাজার জিও ব্যাগ সরবরাহের উদ্যোগ নিয়েছি। স্কুল, কমিউনিটি ক্লিনিকসহ স্থাপনাগুলো রক্ষায় আমরা অগ্রাধিকার দিচ্ছি।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে