চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে হোসনে আরা (২৭) নামের এক নারীকে হত্যার দায়ে তাঁর দেবরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে আট বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুস সালাম।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন চিলমারীর পুটিমারী হাটিথানা মণ্ডলপাড়া এলাকার ইয়াকুব আলী মণ্ডলের ছেলে মিজানুর রহমান লিটন (২৬)। হত্যার দায়ে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
এ ছাড়া হত্যার আলামত বিনষ্ট করার অপরাধে তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৬ সালের ২ মে ব্রহ্মপুত্র নদের ব্যাঙমারার চর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে আসামি অজ্ঞাত দেখিয়ে একটি হত্যা মামলা করে।
পরে পুলিশ অনুসন্ধান করে এ হত্যার মূল পরিকল্পনাকারী মিজানুর রহমান লিটনকে শনাক্ত করে। পরে জানা যায় লিটন ঘটনাস্থলে ওই নারীকে নিয়ে গিয়ে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে হত্যার পর আলামত বিনষ্ট করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। লিটন তাঁর বড় ভাই রতন মণ্ডলের স্ত্রী হোসনে আরার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটান।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নাজমুল ইসলাম এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স অ্যাডভোকেট এ টি এম এরশাদুল হক চৌধুরী।

কুড়িগ্রামের চিলমারীতে হোসনে আরা (২৭) নামের এক নারীকে হত্যার দায়ে তাঁর দেবরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে আট বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুস সালাম।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন চিলমারীর পুটিমারী হাটিথানা মণ্ডলপাড়া এলাকার ইয়াকুব আলী মণ্ডলের ছেলে মিজানুর রহমান লিটন (২৬)। হত্যার দায়ে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
এ ছাড়া হত্যার আলামত বিনষ্ট করার অপরাধে তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৬ সালের ২ মে ব্রহ্মপুত্র নদের ব্যাঙমারার চর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে আসামি অজ্ঞাত দেখিয়ে একটি হত্যা মামলা করে।
পরে পুলিশ অনুসন্ধান করে এ হত্যার মূল পরিকল্পনাকারী মিজানুর রহমান লিটনকে শনাক্ত করে। পরে জানা যায় লিটন ঘটনাস্থলে ওই নারীকে নিয়ে গিয়ে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে হত্যার পর আলামত বিনষ্ট করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। লিটন তাঁর বড় ভাই রতন মণ্ডলের স্ত্রী হোসনে আরার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটান।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নাজমুল ইসলাম এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স অ্যাডভোকেট এ টি এম এরশাদুল হক চৌধুরী।

অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
১২ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
৩০ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
৪১ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব....
১ ঘণ্টা আগে