Ajker Patrika

জমি অধিগ্রহণ না করে সেতু নির্মাণের অভিযোগ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৬: ০৯
জমি অধিগ্রহণ না করে সেতু নির্মাণের অভিযোগ

কুড়িগ্রামের চিলমারীতে অধিগ্রহণ না করেই ব্যক্তিমালিকানা জমির ওপর সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি) এই সেতু নির্মাণ করছে। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেও লাভ হয়নি জমির মালিকের। সেতু নির্মাণের কাজ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। 

জানা গেছে, ২০২৩ সালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাত্রখাতা গ্রামের সংযোগ সেতু নতুন করে নির্মাণ শুরু হয়। ৩ কোটি ৪০ লাখ ৩১ হাজার ২৯৬ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের কাজ পেয়েছে কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বসুন্ধরা এ মেসার্স খাইরুল এন্টারপ্রাইজ। 

ভুক্তভোগী জমির মালিক রেজাউল করিম অভিযোগ করে বলেন, ‘নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য বেশি হওয়ায় তার জমি পাত্রখাতা মৌজার জেলএল নম্বর ১৫, দাগ নম্বর-৩১৩৫-এ প্রায় ৯ শতাংশ জমি সেতুর মধ্যে পড়েছে এবং একটি অখণ্ড জমি সেতু দ্বারা খণ্ডিত হয়েছে। ইতিমধ্যে এই জমির মধ্যে সেতুর পিলারও স্থাপন করা হয়েছে। কয়েকবার কুড়িগ্রামে গিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি জমি অধিগ্রহণ করে ব্যবস্থা নেবেন বলেও জানান। কিন্তু সেতু নির্মাণ শুরু হলেও তাঁরা এখন পর্যন্ত জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ কোনোটিই করেননি।’ 

এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও চিলমারী উপজেলার সাবেক ইউএনও মো. মাহবুবুর রহমান জানান, সেতুটি সরকারি জায়গায় করা হচ্ছে। ওই জমির মালিকের জমি রাস্তায় কিছু অংশ পড়েছে, এ জন্য তাঁর জমি অধিগ্রহণ করার দরকার পড়ে না।’ এলজিইডির কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মাসুজ্জামান বলেন, ‘আমি নতুন এসেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত