কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে নিখোঁজের সাত দিন পর পুকুর থেকে প্রকৌশলী মাহমুদ উল ফেরদৌস মামুনের লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ কনস্টেবলসহ চারজনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের রিমান্ডের শুনানি হয়। পরে আদালতের বিচারক লিটন চন্দ্র রায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত সোমবার শহরে একটি এনজিও অফিসের পেছনের পুকুর থেকে ওই প্রকৌশলীর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। তিনি জেলার রাজারহাট উপজেলার গ্রামের ছবরুল হকের ছেলে। গত ৯ অক্টোবর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফারুক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, প্রকৌশলী মামুন (২৮) নিখোঁজের পর তার বাবা রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ গত ১৫ অক্টোবর রাতে তিন তরুণকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরের দিন পুকুর থেকে মামুনের লাশ উদ্ধার করা হয়। ওই দিনই পুলিশ কনস্টেবল নুর মোহাম্মদ আপেলকে (বিপি ১১২৫) নজরদারিতে রাখা হয়। পরে গতকাল মঙ্গলবার তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। অপর তিন আসামি হলেন সোহেল রানা (২২), মমিনুল ইসলাম (১৯) ও ফেরদৌস প্রান্ত (১৯)।
এ বিষয়ে বিষয়ে কথা বলতে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামানকে মোবাইল ফোনে কল দিয়ে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার তদন্তে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।’

কুড়িগ্রামে নিখোঁজের সাত দিন পর পুকুর থেকে প্রকৌশলী মাহমুদ উল ফেরদৌস মামুনের লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ কনস্টেবলসহ চারজনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের রিমান্ডের শুনানি হয়। পরে আদালতের বিচারক লিটন চন্দ্র রায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত সোমবার শহরে একটি এনজিও অফিসের পেছনের পুকুর থেকে ওই প্রকৌশলীর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। তিনি জেলার রাজারহাট উপজেলার গ্রামের ছবরুল হকের ছেলে। গত ৯ অক্টোবর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফারুক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, প্রকৌশলী মামুন (২৮) নিখোঁজের পর তার বাবা রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ গত ১৫ অক্টোবর রাতে তিন তরুণকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরের দিন পুকুর থেকে মামুনের লাশ উদ্ধার করা হয়। ওই দিনই পুলিশ কনস্টেবল নুর মোহাম্মদ আপেলকে (বিপি ১১২৫) নজরদারিতে রাখা হয়। পরে গতকাল মঙ্গলবার তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। অপর তিন আসামি হলেন সোহেল রানা (২২), মমিনুল ইসলাম (১৯) ও ফেরদৌস প্রান্ত (১৯)।
এ বিষয়ে বিষয়ে কথা বলতে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামানকে মোবাইল ফোনে কল দিয়ে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার তদন্তে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।’

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে