উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

গত দুই মাস আগে লিভারে সমস্যা ধরা পড়ে কুড়িগ্রামের উলিপুরের দাখিল শিক্ষার্থী আরাফাতের (১৭)। আজ বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে হাসপাতাল থেকে অসুস্থতা নিয়েই সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে যায়। পরীক্ষা শেষে অসুস্থ হয়ে পড়ায় ফের হাসপাতালে আনা হয়। সেখানে তার মৃত্যু হয়।
উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বড়াইবাড়ি এলাকার আনিছুর রহমানের ছেলে আরাফাত হোসেন। চলতি দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে সে। আরাফাত যাদুপোদ্দার ইসলামিয়া দাখিল মাদ্রাসার মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরাফাতের নানা আরমান মিয়া বলেন, ‘আরাফাতের দুই মাস আগে লিভারে সমস্যা ধরা পড়ে। তার চিকিৎসা চলছিল। তবে সে সুস্থই ছিল। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে কুড়িগ্রামে রেফার্ড করেন। এ সময় আরাফাত কিছুটা সুস্থবোধ করলে পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়। আমরা তাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাই। পরীক্ষা শেষে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পুনরায় তাকে হাসপাতালে নিয়ে এলে প্রচণ্ড বমি শুরু হয় এবং একপর্যায়ে তার মৃত্যু হয়।’
আরাফাতের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম চলছে। আরাফাতের মা আঞ্জুআরা বেগম ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন। ছেলেকে ফিরে পাওয়ার আকুতি ছিল তার। এ সময় শত শত গ্রামবাসী আরাফাতকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন।
উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মাও. শফিকুর রহমান বলেন, ‘আরাফাত অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে স্বজনদের সহযোগিতায় ফিরে যায়। তার মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। স্থগিত হওয়া আর একটি মাত্র পরীক্ষা বাকি ছিল আরাফাতের। তা আর দেওয়া হলো না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেরুল ইসলাম বলেন, ‘আরাফাতের স্বজনরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করি। কিন্তু তার স্বজনরা দাখিল পরীক্ষা দিতে নিয়ে যায়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে পুনরায় তাকে হাসপাতালে আনা হয়। এ সময় তার প্রচণ্ড বমি শুরু হয়। জন্ডিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার লিভার নষ্ট হয়ে গিয়েছিল।’

গত দুই মাস আগে লিভারে সমস্যা ধরা পড়ে কুড়িগ্রামের উলিপুরের দাখিল শিক্ষার্থী আরাফাতের (১৭)। আজ বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে হাসপাতাল থেকে অসুস্থতা নিয়েই সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে যায়। পরীক্ষা শেষে অসুস্থ হয়ে পড়ায় ফের হাসপাতালে আনা হয়। সেখানে তার মৃত্যু হয়।
উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বড়াইবাড়ি এলাকার আনিছুর রহমানের ছেলে আরাফাত হোসেন। চলতি দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে সে। আরাফাত যাদুপোদ্দার ইসলামিয়া দাখিল মাদ্রাসার মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরাফাতের নানা আরমান মিয়া বলেন, ‘আরাফাতের দুই মাস আগে লিভারে সমস্যা ধরা পড়ে। তার চিকিৎসা চলছিল। তবে সে সুস্থই ছিল। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে কুড়িগ্রামে রেফার্ড করেন। এ সময় আরাফাত কিছুটা সুস্থবোধ করলে পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়। আমরা তাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাই। পরীক্ষা শেষে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পুনরায় তাকে হাসপাতালে নিয়ে এলে প্রচণ্ড বমি শুরু হয় এবং একপর্যায়ে তার মৃত্যু হয়।’
আরাফাতের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম চলছে। আরাফাতের মা আঞ্জুআরা বেগম ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন। ছেলেকে ফিরে পাওয়ার আকুতি ছিল তার। এ সময় শত শত গ্রামবাসী আরাফাতকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন।
উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মাও. শফিকুর রহমান বলেন, ‘আরাফাত অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে স্বজনদের সহযোগিতায় ফিরে যায়। তার মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। স্থগিত হওয়া আর একটি মাত্র পরীক্ষা বাকি ছিল আরাফাতের। তা আর দেওয়া হলো না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেরুল ইসলাম বলেন, ‘আরাফাতের স্বজনরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করি। কিন্তু তার স্বজনরা দাখিল পরীক্ষা দিতে নিয়ে যায়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে পুনরায় তাকে হাসপাতালে আনা হয়। এ সময় তার প্রচণ্ড বমি শুরু হয়। জন্ডিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার লিভার নষ্ট হয়ে গিয়েছিল।’

মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে শাহ শের আলী গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১ ঘণ্টা আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে