উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন হয়।
পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন এতে সঞ্চালনা করেন। মানববন্ধনে বক্তব্য দেন, নিহত আশরাফুল ইসলামের বাবা আয়নাল হক, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, সিনিয়র সহসভাপতি আব্দুল রশিদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম হাবীব নয়ন, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্যসচিব তৌফিকুর রহমান তৌফিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল প্রমুখ।

নিহত আশরাফুল ইসলামের বাবা মানববন্ধনে বলেন, ‘সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যা করে তার দুইটি অবুঝ সন্তানকে এতিম করে দিয়েছে। থানা চত্বরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, অথচ পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে।’ তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে জড়িতদের ফাঁসি দাবি করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উলিপুর থানার গোল ঘরে প্রেমের ঘটনার বিষয় নিয়ে বৈঠক চলছিল। বৈঠকে প্রতিপক্ষের মারধরের পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের মৃত্যু হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের বাবা আয়নাল হক শনিবার (২৮ ডিসেম্বর) ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি সুলতান আহম্মেদ (৪০) নামের একজনকে র্যাবের সহায়তায় ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে আসা হচ্ছে।

কুড়িগ্রামের উলিপুরে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন হয়।
পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন এতে সঞ্চালনা করেন। মানববন্ধনে বক্তব্য দেন, নিহত আশরাফুল ইসলামের বাবা আয়নাল হক, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, সিনিয়র সহসভাপতি আব্দুল রশিদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম হাবীব নয়ন, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্যসচিব তৌফিকুর রহমান তৌফিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল প্রমুখ।

নিহত আশরাফুল ইসলামের বাবা মানববন্ধনে বলেন, ‘সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যা করে তার দুইটি অবুঝ সন্তানকে এতিম করে দিয়েছে। থানা চত্বরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, অথচ পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে।’ তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে জড়িতদের ফাঁসি দাবি করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উলিপুর থানার গোল ঘরে প্রেমের ঘটনার বিষয় নিয়ে বৈঠক চলছিল। বৈঠকে প্রতিপক্ষের মারধরের পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের মৃত্যু হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের বাবা আয়নাল হক শনিবার (২৮ ডিসেম্বর) ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি সুলতান আহম্মেদ (৪০) নামের একজনকে র্যাবের সহায়তায় ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে আসা হচ্ছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
৭ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
৯ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বিচক্ষণ। তারাই ইতিহাস গড়েছে। নির্বাচনের কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পুরো জাতি এক কাতারে দাঁড়াবে—জুলাই সনদের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে।’
৪১ মিনিট আগে