প্রতিনিধি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): ভূরুঙ্গামারীর একটি ইউনিয়ন পরিষদ পাঁচ দিন ধরে তালাবদ্ধ। সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের সমর্থকেরা এভাবে তালা ঝুলিয়ে অবস্থান নেওয়ার কারণে পরিষদের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা।
আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুর রহমানের সমর্থকেরা ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ করে অবস্থান নিয়েছেন।
জানা যায়, চলতি বছর ১৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমানকে এলাকায় গণ উপদ্রব সৃষ্টি এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকার কারণে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বরখাস্তকৃত চেয়ারম্যান হাইকোর্টে রিট করলে আদালত বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। নিয়মানুযায়ী হাইকোর্টের আদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পৌঁছলে মন্ত্রণালয় জেলা প্রশাসককে যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা বাস্তবয়ান করবেন ইউএনও। এর মধ্যে চেয়ারম্যানের কর্মী-সমর্থকেরা রায় বাস্তবায়নের জন্য ইউএনওর বাসভবন ঘেরাসহ ঝাড়ু–মিছিল করে। এরপর ৩০/৩৫ জনের একটি দল গত রোববার (৬ জুন) ইউনিয়ন পরিষদের সব কক্ষে তালা লাগিয়ে অবস্থান নেয়। এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে কিছু লোক ইউনিয়ন সেবা কেন্দ্র থেকে কম্পিউটার, ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে যায়।
তথ্যসেবা কেন্দ্রে সেবা নিতে আসা বুলবুলি ও আইয়ুব আলী বলেন, সন্তানের জন্ম নিবন্ধন সনদ নিতে এসেছি, পরিষদ তালাবদ্ধ দেখে ফিরে যাচ্ছি। জুয়েল হাওলাদার নামের অপর একজন জানান, তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে পরিচালিত ব্যাংক এশিয়ার মাধ্যমে ইনস্যুরেন্সের টাকা জমা দেওয়ার জন্য পাঁচ দিন ধরে তথ্যসেবা কেন্দ্রে ঘুরছেন।
এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের ভাড়াটিয়া লোকজন পরিষদে তালা দিয়ে সেখানে অবস্থান নেওয়ায় ইউপি সচিব ও সদস্যরা পরিষদে যেতে পারছে না।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, ইউএনওকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, স্থানীয় প্রশাসনকে তালা খুলে দেওয়ার জন্য বলা হয়েছে। পুলিশি সহযোগিতা লাগলে দেওয়া হবে।
তালা খোলার ব্যাপারে প্যানেল চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইউএনও দীপক কুমার দেব শর্মা।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): ভূরুঙ্গামারীর একটি ইউনিয়ন পরিষদ পাঁচ দিন ধরে তালাবদ্ধ। সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের সমর্থকেরা এভাবে তালা ঝুলিয়ে অবস্থান নেওয়ার কারণে পরিষদের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা।
আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুর রহমানের সমর্থকেরা ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ করে অবস্থান নিয়েছেন।
জানা যায়, চলতি বছর ১৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমানকে এলাকায় গণ উপদ্রব সৃষ্টি এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকার কারণে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বরখাস্তকৃত চেয়ারম্যান হাইকোর্টে রিট করলে আদালত বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। নিয়মানুযায়ী হাইকোর্টের আদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পৌঁছলে মন্ত্রণালয় জেলা প্রশাসককে যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা বাস্তবয়ান করবেন ইউএনও। এর মধ্যে চেয়ারম্যানের কর্মী-সমর্থকেরা রায় বাস্তবায়নের জন্য ইউএনওর বাসভবন ঘেরাসহ ঝাড়ু–মিছিল করে। এরপর ৩০/৩৫ জনের একটি দল গত রোববার (৬ জুন) ইউনিয়ন পরিষদের সব কক্ষে তালা লাগিয়ে অবস্থান নেয়। এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে কিছু লোক ইউনিয়ন সেবা কেন্দ্র থেকে কম্পিউটার, ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে যায়।
তথ্যসেবা কেন্দ্রে সেবা নিতে আসা বুলবুলি ও আইয়ুব আলী বলেন, সন্তানের জন্ম নিবন্ধন সনদ নিতে এসেছি, পরিষদ তালাবদ্ধ দেখে ফিরে যাচ্ছি। জুয়েল হাওলাদার নামের অপর একজন জানান, তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে পরিচালিত ব্যাংক এশিয়ার মাধ্যমে ইনস্যুরেন্সের টাকা জমা দেওয়ার জন্য পাঁচ দিন ধরে তথ্যসেবা কেন্দ্রে ঘুরছেন।
এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের ভাড়াটিয়া লোকজন পরিষদে তালা দিয়ে সেখানে অবস্থান নেওয়ায় ইউপি সচিব ও সদস্যরা পরিষদে যেতে পারছে না।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, ইউএনওকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, স্থানীয় প্রশাসনকে তালা খুলে দেওয়ার জন্য বলা হয়েছে। পুলিশি সহযোগিতা লাগলে দেওয়া হবে।
তালা খোলার ব্যাপারে প্যানেল চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইউএনও দীপক কুমার দেব শর্মা।

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১৯ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
২৪ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
২৬ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২৯ মিনিট আগে