ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

পরীক্ষাকেন্দ্রের কক্ষগুলোতে রোল নম্বর খোঁজার জন্য যখন সবাই ব্যস্ত, তখন নিজের কক্ষের সামনে নীরবে দাঁড়িয়ে কাঁদছিলেন এইচএসসি পরীক্ষার্থী মেরাজ হক। বাবার লাশ রেখে অশ্রুসিক্ত চোখে পরীক্ষা দিলেন তিনি। আজ বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাইফুর রহমান সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রের ৩ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেন তিনি।
গতকাল বুধবার মধ্যরাতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন মেরাজ হকের বাবা শরিফুল হক মিল্টন (৪৭)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের হকটারী এলাকার বাসিন্দা। বাবার দোয়া নিয়ে পরীক্ষা দেওয়ার কথা ছিল মেরাজের। কিন্তু বাবার লাশ রেখে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার কঠিন কাজটি করতে হয় তাঁকে।
পরীক্ষার হলে কিছুক্ষণ পরপর ফুঁপিয়ে কাঁদছেন তিনি। সংবাদটি ছড়িয়ে পড়লে সবাই ব্যথিত হয়ে পড়েন। এ সময় সান্ত্বনা দেন তাঁর সহপাঠীরা। মেরাজ ফুলবাড়ী ডিগ্রি কলেজের কারিগরি শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
সহপাঠী রবিউল ইসলাম বলেন, মেরাজ হক পরীক্ষা দিতে গিয়ে বাবার শোকে পুরো সময়ই কেঁদেছেন। এক হাতে চোখের পানি মুছে আরেক হাতে খাতায় লিখেছেন।
মেরাজের স্বজন পলাশ হোসেন বলেন, ‘বাবাকে হারানোর পর ভেঙে পড়েন মেরাজ। অনেকটা জোর করে তাঁকে পরীক্ষা হলে আনতে হয়েছে। তবে কান্না থামেনি। আমরা সান্ত্বনা দিয়ে পরীক্ষার হলে নিয়ে এসেছি।’ আজ বেলা আড়াইটায় তাঁর বাবার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান তিনি।
সাইফুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষাকেন্দ্রের সচিব মো. রফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষার্থী মেরাজ হকের বাবার মৃত্যুর খবরে আমরাও ব্যথিত হয়েছি। এরপরও প্রকৃতির নিয়ম মেনে সমবেদনা ও সান্ত্বনা জানিয়ে পরীক্ষায় অংশগ্রহণে তাকে উৎসাহ প্রদান করা হয়েছে। তবে তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়নি। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষায় অংশ নিয়েছে।’

পরীক্ষাকেন্দ্রের কক্ষগুলোতে রোল নম্বর খোঁজার জন্য যখন সবাই ব্যস্ত, তখন নিজের কক্ষের সামনে নীরবে দাঁড়িয়ে কাঁদছিলেন এইচএসসি পরীক্ষার্থী মেরাজ হক। বাবার লাশ রেখে অশ্রুসিক্ত চোখে পরীক্ষা দিলেন তিনি। আজ বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাইফুর রহমান সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রের ৩ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেন তিনি।
গতকাল বুধবার মধ্যরাতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন মেরাজ হকের বাবা শরিফুল হক মিল্টন (৪৭)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের হকটারী এলাকার বাসিন্দা। বাবার দোয়া নিয়ে পরীক্ষা দেওয়ার কথা ছিল মেরাজের। কিন্তু বাবার লাশ রেখে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার কঠিন কাজটি করতে হয় তাঁকে।
পরীক্ষার হলে কিছুক্ষণ পরপর ফুঁপিয়ে কাঁদছেন তিনি। সংবাদটি ছড়িয়ে পড়লে সবাই ব্যথিত হয়ে পড়েন। এ সময় সান্ত্বনা দেন তাঁর সহপাঠীরা। মেরাজ ফুলবাড়ী ডিগ্রি কলেজের কারিগরি শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
সহপাঠী রবিউল ইসলাম বলেন, মেরাজ হক পরীক্ষা দিতে গিয়ে বাবার শোকে পুরো সময়ই কেঁদেছেন। এক হাতে চোখের পানি মুছে আরেক হাতে খাতায় লিখেছেন।
মেরাজের স্বজন পলাশ হোসেন বলেন, ‘বাবাকে হারানোর পর ভেঙে পড়েন মেরাজ। অনেকটা জোর করে তাঁকে পরীক্ষা হলে আনতে হয়েছে। তবে কান্না থামেনি। আমরা সান্ত্বনা দিয়ে পরীক্ষার হলে নিয়ে এসেছি।’ আজ বেলা আড়াইটায় তাঁর বাবার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান তিনি।
সাইফুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষাকেন্দ্রের সচিব মো. রফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষার্থী মেরাজ হকের বাবার মৃত্যুর খবরে আমরাও ব্যথিত হয়েছি। এরপরও প্রকৃতির নিয়ম মেনে সমবেদনা ও সান্ত্বনা জানিয়ে পরীক্ষায় অংশগ্রহণে তাকে উৎসাহ প্রদান করা হয়েছে। তবে তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়নি। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষায় অংশ নিয়েছে।’

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে