কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জরাজীর্ণ ভবন, ওষুধ স্বল্পতা, লোকবল সংকটসহ নানা সমস্যা নিয়ে পরিচালিত হচ্ছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলো। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষজন। কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার মান বাড়ানোর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক, ওষুধ বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, কুলিয়ারচর উপজেলাতে ২১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ১৭টি ক্লিনিক থেকে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। জরাজীর্ণ ভবনের মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩ টি, মধ্য ঝুঁকিপূর্ণ ৫টি ও নিম্ন ঝুঁকিপূর্ণ ২টি ক্লিনিকসহ মোট ১০টি ক্লিনিক রয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবা প্রদানকারী (সিএইচসিপি) নেই ৪টি ক্লিনিকে।
দরিদ্র ও প্রান্তিক জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করার কথা থাকলেও কুলিয়ারচরের মানুষজন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিনে উপজেলার কিছু ক্লিনিক ঘুরে দেখা গেছে, ক্লিনিকে নেই জরাজীর্ণ ভবন, সিএইচসিপি। এ ছাড়া কিছু ক্লিনিকে স্বাস্থ্যকর্মী নিয়মিত আসেন না। আবার কোনো কোনো ক্লিনিকে স্বাস্থ্যকর্মী এলেও তাড়াতাড়ি চলে যান। উছমানপুর, কাপাসাটিয়া, মহরউদ্দিন কমিউনিটি ক্লিনিকগুলো চালুর অপেক্ষায় থাকার কারণে এখানকার স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি ক্লিনিক থাকে আধা বন্ধ, আধা চালু। এ ক্লিনিকে সপ্তাহে ১ দিন স্বাস্থ্য কর্মকর্তা এসে চিকিৎসা সেবা দেন।
সিএইচসিপি আল মামুন শ্রাবণ বলেন, আমরা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যেও জনসাধারণকে চিকিৎসা সেবা দিয়ে আসছি। আমাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু আজকের পত্রিকাকে বলেন, দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সে সঙ্গে সিএইচসিপি না থাকার কারণে আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি ক্লিনিক ও কাপাসাটিয়া কমিউনিটি ক্লিনিকে বেশি সমস্যা হচ্ছে। আমরা এ সকল কমিউনিটি ক্লিনিকে ২৭ ধরনের ওষুধ সরবরাহ করে থাকি। ওই সকল ওষুধ দিয়ে জনসাধারণের সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ভ্যাকসিনের সেবাও দেওয়া হচ্ছে।

জরাজীর্ণ ভবন, ওষুধ স্বল্পতা, লোকবল সংকটসহ নানা সমস্যা নিয়ে পরিচালিত হচ্ছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলো। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষজন। কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার মান বাড়ানোর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক, ওষুধ বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, কুলিয়ারচর উপজেলাতে ২১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ১৭টি ক্লিনিক থেকে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। জরাজীর্ণ ভবনের মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩ টি, মধ্য ঝুঁকিপূর্ণ ৫টি ও নিম্ন ঝুঁকিপূর্ণ ২টি ক্লিনিকসহ মোট ১০টি ক্লিনিক রয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবা প্রদানকারী (সিএইচসিপি) নেই ৪টি ক্লিনিকে।
দরিদ্র ও প্রান্তিক জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করার কথা থাকলেও কুলিয়ারচরের মানুষজন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিনে উপজেলার কিছু ক্লিনিক ঘুরে দেখা গেছে, ক্লিনিকে নেই জরাজীর্ণ ভবন, সিএইচসিপি। এ ছাড়া কিছু ক্লিনিকে স্বাস্থ্যকর্মী নিয়মিত আসেন না। আবার কোনো কোনো ক্লিনিকে স্বাস্থ্যকর্মী এলেও তাড়াতাড়ি চলে যান। উছমানপুর, কাপাসাটিয়া, মহরউদ্দিন কমিউনিটি ক্লিনিকগুলো চালুর অপেক্ষায় থাকার কারণে এখানকার স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি ক্লিনিক থাকে আধা বন্ধ, আধা চালু। এ ক্লিনিকে সপ্তাহে ১ দিন স্বাস্থ্য কর্মকর্তা এসে চিকিৎসা সেবা দেন।
সিএইচসিপি আল মামুন শ্রাবণ বলেন, আমরা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যেও জনসাধারণকে চিকিৎসা সেবা দিয়ে আসছি। আমাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু আজকের পত্রিকাকে বলেন, দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সে সঙ্গে সিএইচসিপি না থাকার কারণে আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি ক্লিনিক ও কাপাসাটিয়া কমিউনিটি ক্লিনিকে বেশি সমস্যা হচ্ছে। আমরা এ সকল কমিউনিটি ক্লিনিকে ২৭ ধরনের ওষুধ সরবরাহ করে থাকি। ওই সকল ওষুধ দিয়ে জনসাধারণের সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ভ্যাকসিনের সেবাও দেওয়া হচ্ছে।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৬ ঘণ্টা আগে