পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনের শাস্তি ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় তাঁর বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি মির্জাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দুই শতাধিক বিক্ষুব্ধ জনতা ওই প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। মিছিল শেষে মির্জাপুর আলিম মাদ্রাসার সামনে পাকা সড়কের ওপর এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তারা বলেন, ‘একজন চরিত্রহীন ব্যক্তি কখনো শিক্ষক হিসেবে থাকতে পারে না। যার মধ্যে কোনো আদর্শ নেই, তার কাছে থেকে কোনো শিক্ষার্থী আদর্শ শিক্ষা গ্রহণ করতে পারে না। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ দাবি করছি।’
ঘটনার ব্যাপারে ভুক্তভোগী শিক্ষিকা বলেন, ‘আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করে আমাদের সামাজিকভাবে হেয় করা হয়েছে। সমাজে আমাদের মানহানি ঘটিয়েছে। এতে চরমভাবে আমাদের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।’
এ ব্যাপারে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করেও তাঁকে পাওয়া যায়নি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রায়হান উদ্দিন আকন্দ বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানতে পেরেছি। আগামীকাল শনিবার স্কুলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখব।’
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে বলেছি।’

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনের শাস্তি ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় তাঁর বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি মির্জাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দুই শতাধিক বিক্ষুব্ধ জনতা ওই প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। মিছিল শেষে মির্জাপুর আলিম মাদ্রাসার সামনে পাকা সড়কের ওপর এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তারা বলেন, ‘একজন চরিত্রহীন ব্যক্তি কখনো শিক্ষক হিসেবে থাকতে পারে না। যার মধ্যে কোনো আদর্শ নেই, তার কাছে থেকে কোনো শিক্ষার্থী আদর্শ শিক্ষা গ্রহণ করতে পারে না। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ দাবি করছি।’
ঘটনার ব্যাপারে ভুক্তভোগী শিক্ষিকা বলেন, ‘আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করে আমাদের সামাজিকভাবে হেয় করা হয়েছে। সমাজে আমাদের মানহানি ঘটিয়েছে। এতে চরমভাবে আমাদের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।’
এ ব্যাপারে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করেও তাঁকে পাওয়া যায়নি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রায়হান উদ্দিন আকন্দ বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানতে পেরেছি। আগামীকাল শনিবার স্কুলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখব।’
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে বলেছি।’

পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
৩ ঘণ্টা আগে