প্রতিনিধি, ভৈরব

মশার কামড়ে অতিষ্ঠ ভৈরব পৌর এলাকার মানুষজন। মশা নিধনের কোন পদক্ষেপ না থাকায় ক্রমশ বেড়েই চলেছে মশার উপদ্রব। এতে ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন পৌরবাসী।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, মশার উপদ্রবের জন্য মূলত দায়ী পৌরসভার ভেতরে ময়লা-আবর্জনার স্তূপ। মশার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বাসা-বাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, অফিসসহ বিভিন্ন স্থানে মশার আক্রমণ থেকে রক্ষা পাচ্ছেন না কেউ।
ভৈরব পৌরসভার ১২টি ওয়ার্ডের জন্য অন্তত ১২টি মশক নিধন মেশিন দরকার। কিন্তু সেখানে মশা নিধনের জন্য দু’টি ফগার মেশিন। পৌরসভার নালা নর্দমায় অপরিষ্কার পানি জমে থাকা, নিয়মিত পরিষ্কার না করা এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে মশা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন পৌরবাসী। এছাড়া পৌরসভার প্রায় সব এলাকায় মশার বিস্তার চরম আকার ধারণ করেছে বলে মনে করেন তারা।
পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়ার মাহমুদুল হাসান রিগান জানান, মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। পৌর কর্তৃপক্ষ সড়কের পাশে ময়লা আবর্জনা ফেলার কারণে ও নালা-নর্দমাগুলোতে মশক নিধন স্প্রে না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। নিয়মিত মশা নিধনকারী ওষুধ প্রয়োগ করা হলে হয়তো পৌরবাসী এ দুর্ভোগ পোহাতে হতো না।
কয়েকজন শিক্ষার্থী জানান, এতো মশা যে কয়েল দিলেও কাজ হয় না। মশার গুণগুণ শব্দে এবং কামড়ে ভীষণ বিরক্ত লাগে। পড়াশুনাও ঠিকমতে করতে পারছি না। মশার বংশ বিস্তার রোধে ওষুধ ছিটানোর কথা থাকলেও পৌর কর্তৃপক্ষের ওষুধ ছিটানোর কোন খবর নেই।
পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দ্বীন ইসলাম বলেন, মশক নিধন ছিটানোর জন্য পৌরসভায় থেকে আমরা দুটি নতুন ফগার মেশিন অতিশীঘ্রই কেনা হবে। চারটি ফগার মেশিন দিয়ে মশা নিধনের ওষুধ ছিটানো হবে বলে আশ্বাস দেন তিনি।
এ বিষয়ে নবনির্বাচিত পৌর মেয়র ইফতেখার হোসেন বেণু জানান, পৌরবাসীকে মশার কামর থেকে রক্ষা করাই হবে আমার প্রথম কাজ। পৌরসভার সব জায়গায় মশা নিধন করতে ওষুধ ছিটানো হবে। উন্নতমানের ওষুধ ক্রয় করতে নির্দিষ্ট বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। অচিরেই কার্যক্রম শুরু করা হবে।

মশার কামড়ে অতিষ্ঠ ভৈরব পৌর এলাকার মানুষজন। মশা নিধনের কোন পদক্ষেপ না থাকায় ক্রমশ বেড়েই চলেছে মশার উপদ্রব। এতে ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন পৌরবাসী।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, মশার উপদ্রবের জন্য মূলত দায়ী পৌরসভার ভেতরে ময়লা-আবর্জনার স্তূপ। মশার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বাসা-বাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, অফিসসহ বিভিন্ন স্থানে মশার আক্রমণ থেকে রক্ষা পাচ্ছেন না কেউ।
ভৈরব পৌরসভার ১২টি ওয়ার্ডের জন্য অন্তত ১২টি মশক নিধন মেশিন দরকার। কিন্তু সেখানে মশা নিধনের জন্য দু’টি ফগার মেশিন। পৌরসভার নালা নর্দমায় অপরিষ্কার পানি জমে থাকা, নিয়মিত পরিষ্কার না করা এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে মশা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন পৌরবাসী। এছাড়া পৌরসভার প্রায় সব এলাকায় মশার বিস্তার চরম আকার ধারণ করেছে বলে মনে করেন তারা।
পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়ার মাহমুদুল হাসান রিগান জানান, মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। পৌর কর্তৃপক্ষ সড়কের পাশে ময়লা আবর্জনা ফেলার কারণে ও নালা-নর্দমাগুলোতে মশক নিধন স্প্রে না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। নিয়মিত মশা নিধনকারী ওষুধ প্রয়োগ করা হলে হয়তো পৌরবাসী এ দুর্ভোগ পোহাতে হতো না।
কয়েকজন শিক্ষার্থী জানান, এতো মশা যে কয়েল দিলেও কাজ হয় না। মশার গুণগুণ শব্দে এবং কামড়ে ভীষণ বিরক্ত লাগে। পড়াশুনাও ঠিকমতে করতে পারছি না। মশার বংশ বিস্তার রোধে ওষুধ ছিটানোর কথা থাকলেও পৌর কর্তৃপক্ষের ওষুধ ছিটানোর কোন খবর নেই।
পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দ্বীন ইসলাম বলেন, মশক নিধন ছিটানোর জন্য পৌরসভায় থেকে আমরা দুটি নতুন ফগার মেশিন অতিশীঘ্রই কেনা হবে। চারটি ফগার মেশিন দিয়ে মশা নিধনের ওষুধ ছিটানো হবে বলে আশ্বাস দেন তিনি।
এ বিষয়ে নবনির্বাচিত পৌর মেয়র ইফতেখার হোসেন বেণু জানান, পৌরবাসীকে মশার কামর থেকে রক্ষা করাই হবে আমার প্রথম কাজ। পৌরসভার সব জায়গায় মশা নিধন করতে ওষুধ ছিটানো হবে। উন্নতমানের ওষুধ ক্রয় করতে নির্দিষ্ট বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। অচিরেই কার্যক্রম শুরু করা হবে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে