কিশোরগঞ্জ প্রতিনিধি

রাজধানীর দুটি থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমকে কিশোরগঞ্জের ৪টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক চারটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে পুলিশ।
চারটি মামলার মধ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানার দুটি এবং কুলিয়ারচর থানার দুটি মামলা রয়েছে। চারটি মামলায়ই মো. শরীফুল আলম এজাহারনামীয় আসামি। এর মধ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানার দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান। এ ছাড়া কুলিয়ারচর থানার দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্ত।
এ সময় আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, মো. শরীফুল আলমের আইনজীবী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, অ্যাডভোকেট মো. আব্দুল কুদ্দুছ, অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম ও অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন এবং বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আদালতে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর হওয়ার পর আজ মঙ্গলবার বেলা ১টার দিকে কিশোরগঞ্জ থেকে পুলিশ প্রহরায় মো. শরীফুল আলমকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে কিশোরগঞ্জের আদালতে আনা হয়।

রাজধানীর দুটি থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমকে কিশোরগঞ্জের ৪টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক চারটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে পুলিশ।
চারটি মামলার মধ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানার দুটি এবং কুলিয়ারচর থানার দুটি মামলা রয়েছে। চারটি মামলায়ই মো. শরীফুল আলম এজাহারনামীয় আসামি। এর মধ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানার দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান। এ ছাড়া কুলিয়ারচর থানার দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্ত।
এ সময় আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, মো. শরীফুল আলমের আইনজীবী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, অ্যাডভোকেট মো. আব্দুল কুদ্দুছ, অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম ও অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন এবং বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আদালতে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর হওয়ার পর আজ মঙ্গলবার বেলা ১টার দিকে কিশোরগঞ্জ থেকে পুলিশ প্রহরায় মো. শরীফুল আলমকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে কিশোরগঞ্জের আদালতে আনা হয়।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৫ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৭ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৩৩ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
৩৫ মিনিট আগে