কিশোরগঞ্জ প্রতিনিধি

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘ভূমি মেলা ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৪১ জন ভূমিমালিকের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুকিত সরকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মোহাম্মদ আমিমুল এহসান খানসহ জেলার ১৩ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট মহাসড়ক উন্নয়ন প্রকল্প ও ছয়না-যশোদল-চৌদ্দশত বাজার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা জমি, অবকাঠামো, গাছপালা ও ব্যবসায়িক ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে এসব চেক বিতরণ করা হয়েছে। একরামপুর রেলগেট থেকে সতাল প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এলাকার ক্ষতিগ্রস্তদের মধ্যে এ পরিমাণ অর্থ দেওয়া হয়। এর আগে আরও ৩৫ জনকে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছিল।
চেক বিতরণের আগে ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বর্তমান সরকার ডিজিটাল ব্যবস্থাপনা চালু করেছে। ভূমিমালিকেরা যেন সঠিক ও সময়মতো ক্ষতিপূরণ পান, সে বিষয়েও প্রশাসন সচেষ্ট।

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘ভূমি মেলা ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৪১ জন ভূমিমালিকের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুকিত সরকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মোহাম্মদ আমিমুল এহসান খানসহ জেলার ১৩ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট মহাসড়ক উন্নয়ন প্রকল্প ও ছয়না-যশোদল-চৌদ্দশত বাজার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা জমি, অবকাঠামো, গাছপালা ও ব্যবসায়িক ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে এসব চেক বিতরণ করা হয়েছে। একরামপুর রেলগেট থেকে সতাল প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এলাকার ক্ষতিগ্রস্তদের মধ্যে এ পরিমাণ অর্থ দেওয়া হয়। এর আগে আরও ৩৫ জনকে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছিল।
চেক বিতরণের আগে ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বর্তমান সরকার ডিজিটাল ব্যবস্থাপনা চালু করেছে। ভূমিমালিকেরা যেন সঠিক ও সময়মতো ক্ষতিপূরণ পান, সে বিষয়েও প্রশাসন সচেষ্ট।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৩৮ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে