কিশোরগঞ্জ প্রতিনিধি

তিন বছর আগে পিংকির (১৮) বাবা মো. মানিক মিয়া মারা যান। বাবা মারা যাওয়ার পর মায়ের অন্যত্র বিয়ে হয়। তখন তাঁর একমাত্র ভাই ১১ বছরের রাব্বি সংসারের হাল ধরে। ঢাকায় বাদাম বিক্রি করত রাব্বি। তাতে কোনোরকমে চলে যেত ভাইবোনের। কিন্তু গতকাল সোমবার কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন রাব্বির প্রাণ কেড়ে নেয়। বাবার পর ভাইকে হারানো পিংকির এখন কী হবে?
এই প্রশ্নের জবাব পিংকিরও জানা নেই। বেঁচে থাকার কোনো অবলম্বন খুঁজে পাচ্ছেন না তিনি। তাই তিনি সরকারের সহায়তা কামনা করেছেন। পিংকিদের বাড়ি ভৈরবের শ্রীনগর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে।
পিংকি বলেন, ‘আমরা গরিব মানুষ। বাবাকে হারানোর পর আমার ছোট্ট ভাইটাই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম। এই বয়সেই তাকে সংসারের বোঝা কাঁধে নিতে হয়েছিল। কিন্তু তাকেও এভাবে জীবন দিতে হলো!’ কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়েন পিংকি।
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ ১৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। ভয়াবহ এমন দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতদের পরিবারের সদস্যরা। একই দাবি করেছেন রাব্বির বোন পিংকিও।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী। একই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ট্রেন দুর্ঘটনার বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। তদন্ত কমিটি গঠিত হলে জানানো হবে।

তিন বছর আগে পিংকির (১৮) বাবা মো. মানিক মিয়া মারা যান। বাবা মারা যাওয়ার পর মায়ের অন্যত্র বিয়ে হয়। তখন তাঁর একমাত্র ভাই ১১ বছরের রাব্বি সংসারের হাল ধরে। ঢাকায় বাদাম বিক্রি করত রাব্বি। তাতে কোনোরকমে চলে যেত ভাইবোনের। কিন্তু গতকাল সোমবার কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন রাব্বির প্রাণ কেড়ে নেয়। বাবার পর ভাইকে হারানো পিংকির এখন কী হবে?
এই প্রশ্নের জবাব পিংকিরও জানা নেই। বেঁচে থাকার কোনো অবলম্বন খুঁজে পাচ্ছেন না তিনি। তাই তিনি সরকারের সহায়তা কামনা করেছেন। পিংকিদের বাড়ি ভৈরবের শ্রীনগর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে।
পিংকি বলেন, ‘আমরা গরিব মানুষ। বাবাকে হারানোর পর আমার ছোট্ট ভাইটাই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম। এই বয়সেই তাকে সংসারের বোঝা কাঁধে নিতে হয়েছিল। কিন্তু তাকেও এভাবে জীবন দিতে হলো!’ কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়েন পিংকি।
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ ১৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। ভয়াবহ এমন দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতদের পরিবারের সদস্যরা। একই দাবি করেছেন রাব্বির বোন পিংকিও।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী। একই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ট্রেন দুর্ঘটনার বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। তদন্ত কমিটি গঠিত হলে জানানো হবে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৭ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১৪ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৬ মিনিট আগে