কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলীতে তরুণীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার রাতে গ্রেপ্তারের পর আজ সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠায় পুলিশ।
কারাগারে পাঠানো আসামি দুজন হলেন বাজিতপুর উপজেলার সরারচর এলাকার মো. ফাহিম এবং রিসোর্টের ম্যানেজার নিকলী উপজেলার কামারহাটি এলাকার আরিফ হোসেন (৩৪)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার তরুণীর সঙ্গে অভিযুক্ত ফাহিমের চার মাস আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৭ জুলাই ওই তরুণীকে ধর্ষণ করেন ফাহিম। কিন্তু বিয়ের আশ্বাস দিলে ওই তরুণী বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের জানাননি। এদিকে গত রোববার সকালে ফাহিম ওই তরুণীকে বিয়ে করার কথা বলে নিকলীর একটি রিসোর্টে নিয়ে যান।
রিসোর্টের ম্যানেজার আরিফ হোসেনের সহায়তায় সেখানে স্ত্রী পরিচয়ে ওঠেন ফাহিম। এ সময় ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে কাজী এনে বিয়ের আশ্বাস দেন ফাহিম। পরে ওই তরুণীকে আবারও ধর্ষণ করেন তিনি।
এদিকে বিষয়টি কৌশলে বিষয়টি তরুণী তাঁর মাকে জানান। তরুণীর মা থানায় জানালে পুলিশ গিয়ে রিসোর্ট থেকে তরুণীকে উদ্ধার করে। পরে অভিযুক্ত ফাহিম ও রিসোর্টের ম্যানেজার আরিফকে আটক করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কিশোরগঞ্জের নিকলীতে তরুণীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার রাতে গ্রেপ্তারের পর আজ সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠায় পুলিশ।
কারাগারে পাঠানো আসামি দুজন হলেন বাজিতপুর উপজেলার সরারচর এলাকার মো. ফাহিম এবং রিসোর্টের ম্যানেজার নিকলী উপজেলার কামারহাটি এলাকার আরিফ হোসেন (৩৪)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার তরুণীর সঙ্গে অভিযুক্ত ফাহিমের চার মাস আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৭ জুলাই ওই তরুণীকে ধর্ষণ করেন ফাহিম। কিন্তু বিয়ের আশ্বাস দিলে ওই তরুণী বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের জানাননি। এদিকে গত রোববার সকালে ফাহিম ওই তরুণীকে বিয়ে করার কথা বলে নিকলীর একটি রিসোর্টে নিয়ে যান।
রিসোর্টের ম্যানেজার আরিফ হোসেনের সহায়তায় সেখানে স্ত্রী পরিচয়ে ওঠেন ফাহিম। এ সময় ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে কাজী এনে বিয়ের আশ্বাস দেন ফাহিম। পরে ওই তরুণীকে আবারও ধর্ষণ করেন তিনি।
এদিকে বিষয়টি কৌশলে বিষয়টি তরুণী তাঁর মাকে জানান। তরুণীর মা থানায় জানালে পুলিশ গিয়ে রিসোর্ট থেকে তরুণীকে উদ্ধার করে। পরে অভিযুক্ত ফাহিম ও রিসোর্টের ম্যানেজার আরিফকে আটক করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৩ মিনিট আগে
শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
৬ মিনিট আগে
নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে