পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

গোলাপি রঙের শতাধিক পদ্ম ফুটেছে। শিশির ভেজা ফুটন্ত পদ্মফুলগুলো যেন সজিব, প্রাণবন্ত। ভেজা, স্নিগ্ধ এসব পদ্মগুলো গ্রামীণ জনপদের শীতের আবহকে কয়েকগুণ বাড়িয়ে তুলছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হিজলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত তাহের উদ্দিন মাস্টারের বাড়ির পাশে এক নালায় গোলাপি বর্ণের এসব পদ্মফুল ফুটেছে। গত কয়েক বছর ধরে ক্রমান্বয়ে বাড়ছে ফুলের সংখ্যা। নালার পাশ দিয়ে একটি গ্রামীণ রাস্তা বয়ে গেছে। ওই রাস্তাটি পাকুন্দিয়া-মির্জাপুর সড়কের ডানপাশে মরুরা ইকু সেন্টার থেকে শুরু হয়ে হিজলিয়া আবদুল মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে মির্জাপুর-তারাকান্দি সড়কে গিয়ে মিলিত হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাফেরা করে থাকেন। এ সড়ক দিয়ে যাতায়াতকারী লোকজনের নজর কাড়ছে নালায় ফোঁটা পদ্মফুল। কেউ কেউ দাঁড়িয়ে মুঠোফোনে ছবি তুলে রাখছেন। কেউবা আবার সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন।
মুহিবুল্লাহ নাম এক পথচারী বলেন, প্রতিদিন এই পথ দিয়ে চলাফেরা করি। যখনই এই জায়গাটিতে আসি ক্ষণিকের জন্য হলেও দাঁড়িয়ে থাকি। নালায় ফোঁটা পদ্মফুলগুলোর সৌন্দর্য উপভোগ করি। প্রাকৃতিক সৌন্দর্যের এই মুহূর্তটা বেশ উপভোগ করি। গোলাপি বর্ণের এই ফুল যে কারও নজর কাড়বে। স্মৃতি ধরে রাখার জন্য মুঠোফোনে ছবি তুলে রেখেছি।
নালার মালিক তাহের উদ্দিন মাস্টার বলেন, এ নালায় আমি দেশীয় মাছ চাষ করতাম। গত ২-৩ বছর ধরে গোলাপি রঙের পদ্ম ফুল ফুটছে। ফুলগুলোর বেশ সৌন্দর্য ছড়ায়। নিজের কাছেও বেশ ভালো লাগে। তাই এগুলো তোলা হয় না। দিনদিন পদ্ম ফুলের সংখ্যা বাড়ছে। সড়ক দিয়ে যাতায়াতকারি লোকজন এ ফুলের সৌন্দর্য দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উপভোগ করছেন। কেউবা আবার সেলফি কিংবা ছবি তুলছেন। বিষয়টি আমার কাছে বেশ ভালো লাগে।

গোলাপি রঙের শতাধিক পদ্ম ফুটেছে। শিশির ভেজা ফুটন্ত পদ্মফুলগুলো যেন সজিব, প্রাণবন্ত। ভেজা, স্নিগ্ধ এসব পদ্মগুলো গ্রামীণ জনপদের শীতের আবহকে কয়েকগুণ বাড়িয়ে তুলছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হিজলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত তাহের উদ্দিন মাস্টারের বাড়ির পাশে এক নালায় গোলাপি বর্ণের এসব পদ্মফুল ফুটেছে। গত কয়েক বছর ধরে ক্রমান্বয়ে বাড়ছে ফুলের সংখ্যা। নালার পাশ দিয়ে একটি গ্রামীণ রাস্তা বয়ে গেছে। ওই রাস্তাটি পাকুন্দিয়া-মির্জাপুর সড়কের ডানপাশে মরুরা ইকু সেন্টার থেকে শুরু হয়ে হিজলিয়া আবদুল মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে মির্জাপুর-তারাকান্দি সড়কে গিয়ে মিলিত হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাফেরা করে থাকেন। এ সড়ক দিয়ে যাতায়াতকারী লোকজনের নজর কাড়ছে নালায় ফোঁটা পদ্মফুল। কেউ কেউ দাঁড়িয়ে মুঠোফোনে ছবি তুলে রাখছেন। কেউবা আবার সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন।
মুহিবুল্লাহ নাম এক পথচারী বলেন, প্রতিদিন এই পথ দিয়ে চলাফেরা করি। যখনই এই জায়গাটিতে আসি ক্ষণিকের জন্য হলেও দাঁড়িয়ে থাকি। নালায় ফোঁটা পদ্মফুলগুলোর সৌন্দর্য উপভোগ করি। প্রাকৃতিক সৌন্দর্যের এই মুহূর্তটা বেশ উপভোগ করি। গোলাপি বর্ণের এই ফুল যে কারও নজর কাড়বে। স্মৃতি ধরে রাখার জন্য মুঠোফোনে ছবি তুলে রেখেছি।
নালার মালিক তাহের উদ্দিন মাস্টার বলেন, এ নালায় আমি দেশীয় মাছ চাষ করতাম। গত ২-৩ বছর ধরে গোলাপি রঙের পদ্ম ফুল ফুটছে। ফুলগুলোর বেশ সৌন্দর্য ছড়ায়। নিজের কাছেও বেশ ভালো লাগে। তাই এগুলো তোলা হয় না। দিনদিন পদ্ম ফুলের সংখ্যা বাড়ছে। সড়ক দিয়ে যাতায়াতকারি লোকজন এ ফুলের সৌন্দর্য দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উপভোগ করছেন। কেউবা আবার সেলফি কিংবা ছবি তুলছেন। বিষয়টি আমার কাছে বেশ ভালো লাগে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৮ ঘণ্টা আগে