কিশোরগঞ্জ প্রতিনিধি ও কুলিয়ারচর সংবাদদাতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ির পেছনে ঘাসখেত থেকে জাহাঙ্গীর নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুলিয়ারচর পৌর সদরের বড়খারচর মহল্লার বাচ্চু মিয়ার বাড়ির সামনে ঘাসখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. জাহাঙ্গীর (৪০) পৌর সদরের বড়খারচর মহল্লার দুখু মিয়ার ছেলে। তিনি গতকাল বুধবার (২ জুলাই) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। নিহত জাহাঙ্গীর পেশায় বাঁশ ব্যবসায়ী এবং দুই ছেলে ও তিন মেয়ের জনক।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বিকেলে বাড়ি থেকে বের হলে সন্ধ্যায় পরিবার থেকে ফোন দেয়। কিন্তু ফোনটি রিসিভ করেননি জাহাঙ্গীর। পরে রাতে বাড়িতে না ফেরায় স্বজনেরা চিন্তিত হয়ে পড়েন।
আজ দুপুরে বিষয়টি থানায় অবগত করে পরিবার। বিকেলে বড়খারচরের (কান্দা) পতিত জমিতে স্থানীয় ছেলেরা ফুটবল খেলার সময় বলটি ঘাসখেতে পড়লে বল আনতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে থানা-পুলিশে খবর দেন এবং ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিসে আসে পুলিশ।
প্রত্যক্ষদর্শী রবি বলেন, ‘বিকেলে আমরা বাড়ির পেছনে ফুটবল খেলছিলাম। হঠাৎ বল ঘাসখেতে গেলে খুঁজতে গিয়ে প্রথমে আমি লাশটি দেখলে পাই। পরে সহপাঠীদের ডাক দিলে তারাও খেলা থেকে ছুটে আসে। পরে জানতে পারি তিনি আমাদের এলাকার বড় ভাই।’
নিহত জাহাঙ্গীরের বাবা দুখু মিয়া বলেন, ‘গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পেছনে হাঁটতে বের হয় আমার ছেলে। সন্ধ্যার পর ফোন দিলে ফোন বাজতে থাকে, কিন্তু কেউ রিসিভ করেনি। রাতভর খুঁজেও কোনো সন্ধান মেলেনি।’
দুখু মিয়া আরও বলেন, ‘আমার ছেলের এমনিতে কোনো শত্রু নেই। সে খুবই শান্ত ও মিশুক প্রকৃতির মানুষ। আমার ছেলেকে কে বা কারা হত্যা করেছে, জানা নেই। আমি ছেলে হত্যার বিচার চাই।’
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ির পেছনে ঘাসখেত থেকে জাহাঙ্গীর নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুলিয়ারচর পৌর সদরের বড়খারচর মহল্লার বাচ্চু মিয়ার বাড়ির সামনে ঘাসখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. জাহাঙ্গীর (৪০) পৌর সদরের বড়খারচর মহল্লার দুখু মিয়ার ছেলে। তিনি গতকাল বুধবার (২ জুলাই) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। নিহত জাহাঙ্গীর পেশায় বাঁশ ব্যবসায়ী এবং দুই ছেলে ও তিন মেয়ের জনক।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বিকেলে বাড়ি থেকে বের হলে সন্ধ্যায় পরিবার থেকে ফোন দেয়। কিন্তু ফোনটি রিসিভ করেননি জাহাঙ্গীর। পরে রাতে বাড়িতে না ফেরায় স্বজনেরা চিন্তিত হয়ে পড়েন।
আজ দুপুরে বিষয়টি থানায় অবগত করে পরিবার। বিকেলে বড়খারচরের (কান্দা) পতিত জমিতে স্থানীয় ছেলেরা ফুটবল খেলার সময় বলটি ঘাসখেতে পড়লে বল আনতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে থানা-পুলিশে খবর দেন এবং ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিসে আসে পুলিশ।
প্রত্যক্ষদর্শী রবি বলেন, ‘বিকেলে আমরা বাড়ির পেছনে ফুটবল খেলছিলাম। হঠাৎ বল ঘাসখেতে গেলে খুঁজতে গিয়ে প্রথমে আমি লাশটি দেখলে পাই। পরে সহপাঠীদের ডাক দিলে তারাও খেলা থেকে ছুটে আসে। পরে জানতে পারি তিনি আমাদের এলাকার বড় ভাই।’
নিহত জাহাঙ্গীরের বাবা দুখু মিয়া বলেন, ‘গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পেছনে হাঁটতে বের হয় আমার ছেলে। সন্ধ্যার পর ফোন দিলে ফোন বাজতে থাকে, কিন্তু কেউ রিসিভ করেনি। রাতভর খুঁজেও কোনো সন্ধান মেলেনি।’
দুখু মিয়া আরও বলেন, ‘আমার ছেলের এমনিতে কোনো শত্রু নেই। সে খুবই শান্ত ও মিশুক প্রকৃতির মানুষ। আমার ছেলেকে কে বা কারা হত্যা করেছে, জানা নেই। আমি ছেলে হত্যার বিচার চাই।’
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
৫ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে