কিশোরগঞ্জ প্রতিনিধি

সাত বছর আগে বাহরাইনে পাড়ি জমান কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ আজিজুল হক। সেখানকার একটি ক্লিনিং কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগ দেন। ২২ দিনের মাথায় তাঁর আর খোঁজ মেলেনি। থানা-পুলিশ, প্রশাসনের কাছে ধরনা দিয়েও নিখোঁজ সন্তানের সন্ধান পায়নি পরিবার। আজিজুলের সন্ধান পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
আজ শুক্রবার সকালে জেলা শহরের নগুয়া এলাকার একটি বিদ্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে আজিজুলের পরিবার। আজিজুল উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।
আজিজুলের বাবা দুলাল মিয়া সংবাদ সম্মেলনে বলেন, একই এলাকার সুরুজ মিয়া আজিজুলকে বাহরাইন যেতে উদ্বুদ্ধ করে। পরে উপজেলার নয়াপাড়া গ্রামের আদম ব্যবসায়ী সোহরাব উদ্দিন (বর্তমানে মৃত) ও কামাল উদ্দিনের সঙ্গে ৪ লাখ ৫০ হাজার টাকা চুক্তির মাধ্যমে ২০১৬ সালের ১৬ জুলাই আজিজুল বাহরাইন পাড়ি জমায়। সেখানে সে গালফ সিটি ক্লিনিং কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগ দেয়।
দুলাল মিয়া বলেন, ‘বাহরাইন যাওয়ার পর প্রতিদিনই কথা হতো ছেলের সঙ্গে। কিন্তু ২২ দিন পর থেকে ছেলের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। তখন আদম ব্যবসায়ী সোহরাব উদ্দিন ও কামাল উদ্দিনের কাছে ছেলের খোঁজ জানতে গেলে তাঁরা ওই সময় বলেন, “তোমার ছেলে চুরি করে ধরা পড়ছে। এক বছর জেলে থাকবে। জেল থেকে বের হলে যোগাযোগ হবে।”’
আজিজুলের বাবা আরও বলেন, ‘আমাদের গ্রামের সুরুজ মিয়াও বাহরাইন যায়। দুই মাস আগে সুরুজ দেশে ফিরে। তাঁর কাছ থেকে ছেলের খোঁজ নিতে গেলে সে কিছুই বলে না। অথচ সুরুজ মিয়া আর আমার ছেলে একই কক্ষে থাকত। ছেলের খোঁজ পেতে প্রশাসনের কাছ থেকেও কোনো সহযোগিতা পাইনি। পুলিশ মামলা পর্যন্ত নেয়নি। আজিজুল যে কোম্পানিতে কাজ করত সে কোম্পানিতেও খোঁজ নিয়ে কিছু জানা যায়নি।’
আজিজুলের মা পারভীন আক্তার বলেন, ‘আমার ছেলে জীবিত না মৃত তাও বলতে পারছি না। নিখোঁজ সন্তানের খোঁজে দিশেহারা। সব জায়গায় ধরনা দিয়েও ছেলের কোনো খোঁজ পাইনি। আমি আমার ছেলের খোঁজ পেতে চাই।’
প্রতিবেশী রিপন মিয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘আজিজুল নিখোঁজ হওয়ার পর আমি ঢাকার বনানীতে অবস্থিত রিক্রুটিং ভিসা এজেন্সি অফিসে যাই। আদম ব্যবসায়ীরা তাদের মাধ্যমেই আজিজুলকে বাহরাইন পাঠায়। সেখানে গেলে এজেন্সির মালিক আমাকে বলেন, “প্রতি সপ্তাহে আমার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করবেন।” প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন যোগাযোগ করি, কিন্তু তারা আমাকে আজিজুলের কোনো খোঁজ দেয়নি। কিছুদিন পর ওই এজেন্সির ম্যানেজারকে কল দিলে আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে।’
আজিজুলের খোঁজ জানতে সুরুজ মিয়ার মোবাইল ফোনে কলে দেওয়া হলে তিনি বলেন, ‘আমরা এক কক্ষে থাকতাম না। আজিজুল ১ নম্বর বিল্ডিংয়ে থাকত আর আমি ৪ নম্বর বিল্ডিংয়ে থাকতাম। নিখোঁজের চার দিন পর আজিজুলের রুমমেটদের মাধ্যমে জানতে পারি তাঁকে পুলিশ ধরে নিয়ে গেছে। আজিজুল যে কোম্পানিতে কাজ করত তাঁর বাবা-মা ওই কোম্পানিতে খোঁজ নিক।’
আদম ব্যবসায়ী কামাল উদ্দিনকে কয়েকবার মোবাইল ফোনে কল দিয়েও তাঁকে পাওয়া যায়নি। এমনকি জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলী আকবরকে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, ‘সাত বছর আগের ঘটনা। তখন আমি এখানে ছিলাম না। বিষয়টি আমার জানা নেই।’

সাত বছর আগে বাহরাইনে পাড়ি জমান কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ আজিজুল হক। সেখানকার একটি ক্লিনিং কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগ দেন। ২২ দিনের মাথায় তাঁর আর খোঁজ মেলেনি। থানা-পুলিশ, প্রশাসনের কাছে ধরনা দিয়েও নিখোঁজ সন্তানের সন্ধান পায়নি পরিবার। আজিজুলের সন্ধান পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
আজ শুক্রবার সকালে জেলা শহরের নগুয়া এলাকার একটি বিদ্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে আজিজুলের পরিবার। আজিজুল উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।
আজিজুলের বাবা দুলাল মিয়া সংবাদ সম্মেলনে বলেন, একই এলাকার সুরুজ মিয়া আজিজুলকে বাহরাইন যেতে উদ্বুদ্ধ করে। পরে উপজেলার নয়াপাড়া গ্রামের আদম ব্যবসায়ী সোহরাব উদ্দিন (বর্তমানে মৃত) ও কামাল উদ্দিনের সঙ্গে ৪ লাখ ৫০ হাজার টাকা চুক্তির মাধ্যমে ২০১৬ সালের ১৬ জুলাই আজিজুল বাহরাইন পাড়ি জমায়। সেখানে সে গালফ সিটি ক্লিনিং কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগ দেয়।
দুলাল মিয়া বলেন, ‘বাহরাইন যাওয়ার পর প্রতিদিনই কথা হতো ছেলের সঙ্গে। কিন্তু ২২ দিন পর থেকে ছেলের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। তখন আদম ব্যবসায়ী সোহরাব উদ্দিন ও কামাল উদ্দিনের কাছে ছেলের খোঁজ জানতে গেলে তাঁরা ওই সময় বলেন, “তোমার ছেলে চুরি করে ধরা পড়ছে। এক বছর জেলে থাকবে। জেল থেকে বের হলে যোগাযোগ হবে।”’
আজিজুলের বাবা আরও বলেন, ‘আমাদের গ্রামের সুরুজ মিয়াও বাহরাইন যায়। দুই মাস আগে সুরুজ দেশে ফিরে। তাঁর কাছ থেকে ছেলের খোঁজ নিতে গেলে সে কিছুই বলে না। অথচ সুরুজ মিয়া আর আমার ছেলে একই কক্ষে থাকত। ছেলের খোঁজ পেতে প্রশাসনের কাছ থেকেও কোনো সহযোগিতা পাইনি। পুলিশ মামলা পর্যন্ত নেয়নি। আজিজুল যে কোম্পানিতে কাজ করত সে কোম্পানিতেও খোঁজ নিয়ে কিছু জানা যায়নি।’
আজিজুলের মা পারভীন আক্তার বলেন, ‘আমার ছেলে জীবিত না মৃত তাও বলতে পারছি না। নিখোঁজ সন্তানের খোঁজে দিশেহারা। সব জায়গায় ধরনা দিয়েও ছেলের কোনো খোঁজ পাইনি। আমি আমার ছেলের খোঁজ পেতে চাই।’
প্রতিবেশী রিপন মিয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘আজিজুল নিখোঁজ হওয়ার পর আমি ঢাকার বনানীতে অবস্থিত রিক্রুটিং ভিসা এজেন্সি অফিসে যাই। আদম ব্যবসায়ীরা তাদের মাধ্যমেই আজিজুলকে বাহরাইন পাঠায়। সেখানে গেলে এজেন্সির মালিক আমাকে বলেন, “প্রতি সপ্তাহে আমার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করবেন।” প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন যোগাযোগ করি, কিন্তু তারা আমাকে আজিজুলের কোনো খোঁজ দেয়নি। কিছুদিন পর ওই এজেন্সির ম্যানেজারকে কল দিলে আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে।’
আজিজুলের খোঁজ জানতে সুরুজ মিয়ার মোবাইল ফোনে কলে দেওয়া হলে তিনি বলেন, ‘আমরা এক কক্ষে থাকতাম না। আজিজুল ১ নম্বর বিল্ডিংয়ে থাকত আর আমি ৪ নম্বর বিল্ডিংয়ে থাকতাম। নিখোঁজের চার দিন পর আজিজুলের রুমমেটদের মাধ্যমে জানতে পারি তাঁকে পুলিশ ধরে নিয়ে গেছে। আজিজুল যে কোম্পানিতে কাজ করত তাঁর বাবা-মা ওই কোম্পানিতে খোঁজ নিক।’
আদম ব্যবসায়ী কামাল উদ্দিনকে কয়েকবার মোবাইল ফোনে কল দিয়েও তাঁকে পাওয়া যায়নি। এমনকি জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলী আকবরকে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, ‘সাত বছর আগের ঘটনা। তখন আমি এখানে ছিলাম না। বিষয়টি আমার জানা নেই।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
২ ঘণ্টা আগে