
যশোরের মনিরামপুরে গ্রাম পর্যায়ে করোনা টিকার প্রথম ডোজ প্রদানের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের কিসমত চাকলা গ্রামে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবুল হোসেন। ইউনিয়নের লক্ষ্মীকান্তপুর এবং হাজরাকাঠি কেন্দ্রে এ টিকা দেওয়া হচ্ছে।
জানা গেছে, প্রথম দিনে উপজেলার ৫১টি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কেন্দ্রে ৩০০ জন এ টিকা নেন। সপ্তাহে দুদিন ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে। টিকার নিবন্ধন না থাকলেও যে কেউ এ টিকা নিতে পারবেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাধারণ মানুষের কষ্ট কমাতে গ্রাম পর্যায়ে টিকা দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উপজেলায় মোট ৪০৮টি টিকাদান (ইপিআই) কেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে ৩০০ জন করে মোট ১ লাখ ২২ হাজার ৪০০ জন করোনা টিকার প্রথম ডোজ পাবেন। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার এ টিকা দেওয়া হবে। একেকদিন ৫১টি কেন্দ্রে ১৫ হাজার ৩০০ জন টিকা নিতে পারবেন। পুরো জানুয়ারি মাস জুড়ে এ টিকা প্রদান করা হবে।
যাদের টিকার নিবন্ধন করা নেই তাঁরাও কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে থাকলে টিকা নিতে পারবেন। যাদের কোনো কাগজপত্র নেই তাঁরা ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিয়ে আসলে টিকা নিতে পারবেন।
এ বিষয়ে জলকর রোহিতা গ্রামের আবু বকর ছিদ্দিক বলেন, গ্রাম পর্যায়ে করোনা টিকার কার্যক্রমে খুশি টিকা গ্রহীতারা। আমার বাড়ির পাশে আজ টিকা দেওয়া হয়েছে। ভোগান্তি ছাড়াই সবাই টিকা নিতে পেড়েছেন।
খেদাপাড়া ইউনিয়নে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী মহিতোষ কুমার বলেন, আজকে ইউনিয়নের তিনটি ইপিআই কেন্দ্রে ৯০০ জনকে আমরা তিনজন স্বাস্থ্যকর্মী মিলে করোনার টিকার প্রথম ডোজ দিয়েছি। যাদের টিকার রেজিস্ট্রেশন ছিল না তাঁদের নাম-ঠিকানা লিখে নিয়ে টিকা দেওয়া হয়েছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে গ্রামপর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু করা হয়েছে। পুরো জানুয়ারি মাস জুড়ে সপ্তাহে দুদিন করে এ টিকা দেওয়া হবে।

যশোরের মনিরামপুরে গ্রাম পর্যায়ে করোনা টিকার প্রথম ডোজ প্রদানের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের কিসমত চাকলা গ্রামে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবুল হোসেন। ইউনিয়নের লক্ষ্মীকান্তপুর এবং হাজরাকাঠি কেন্দ্রে এ টিকা দেওয়া হচ্ছে।
জানা গেছে, প্রথম দিনে উপজেলার ৫১টি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কেন্দ্রে ৩০০ জন এ টিকা নেন। সপ্তাহে দুদিন ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে। টিকার নিবন্ধন না থাকলেও যে কেউ এ টিকা নিতে পারবেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাধারণ মানুষের কষ্ট কমাতে গ্রাম পর্যায়ে টিকা দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উপজেলায় মোট ৪০৮টি টিকাদান (ইপিআই) কেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে ৩০০ জন করে মোট ১ লাখ ২২ হাজার ৪০০ জন করোনা টিকার প্রথম ডোজ পাবেন। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার এ টিকা দেওয়া হবে। একেকদিন ৫১টি কেন্দ্রে ১৫ হাজার ৩০০ জন টিকা নিতে পারবেন। পুরো জানুয়ারি মাস জুড়ে এ টিকা প্রদান করা হবে।
যাদের টিকার নিবন্ধন করা নেই তাঁরাও কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে থাকলে টিকা নিতে পারবেন। যাদের কোনো কাগজপত্র নেই তাঁরা ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিয়ে আসলে টিকা নিতে পারবেন।
এ বিষয়ে জলকর রোহিতা গ্রামের আবু বকর ছিদ্দিক বলেন, গ্রাম পর্যায়ে করোনা টিকার কার্যক্রমে খুশি টিকা গ্রহীতারা। আমার বাড়ির পাশে আজ টিকা দেওয়া হয়েছে। ভোগান্তি ছাড়াই সবাই টিকা নিতে পেড়েছেন।
খেদাপাড়া ইউনিয়নে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী মহিতোষ কুমার বলেন, আজকে ইউনিয়নের তিনটি ইপিআই কেন্দ্রে ৯০০ জনকে আমরা তিনজন স্বাস্থ্যকর্মী মিলে করোনার টিকার প্রথম ডোজ দিয়েছি। যাদের টিকার রেজিস্ট্রেশন ছিল না তাঁদের নাম-ঠিকানা লিখে নিয়ে টিকা দেওয়া হয়েছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে গ্রামপর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু করা হয়েছে। পুরো জানুয়ারি মাস জুড়ে সপ্তাহে দুদিন করে এ টিকা দেওয়া হবে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে