চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাখি ভ্যানের (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে নুরজাহান বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দর্শনা ফায়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিন নারীসহ মোট চারজন আহত হয়েছেন।
নিহত বৃদ্ধা চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গ্রামের মৃত দাউদ আলীর স্ত্রী।
আহতরা হলেন-একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মণ্ডলের ছেলে বাবলু (৪৫), মৃত শমসের মণ্ডলের স্ত্রী জামেলা খাতুন (৫৫), মৃত ইসমাইল হোসেনের স্ত্রী গঞ্জেরা বেগম (৫০) ও মৃত লাল মিয়ার স্ত্রী রিজিয়া বেগম (৬০)।
স্থানীয়রা জানান, আজ সকাল ৯টার দিকে দর্শনা ফায়ার স্টেশনের সামনে একটি মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলচালকের কোনো ক্ষয়ক্ষতি না হলেও ভ্যানচালকসহ পাঁচ যাত্রী আহত হন। পরে দর্শনা ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার স্টেশনের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁদের হাসপাতালে নেওয়ার পথে আহত নূরজাহান বেগম মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিন ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই এক নারী মারা গেছেন। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করানো হয়েছে। তবে, তাঁরা শঙ্কামুক্ত।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, সংঘর্ষের ঘটনায় এক নারী মারা গেছেন। তবে, এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাখি ভ্যানের (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে নুরজাহান বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দর্শনা ফায়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিন নারীসহ মোট চারজন আহত হয়েছেন।
নিহত বৃদ্ধা চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গ্রামের মৃত দাউদ আলীর স্ত্রী।
আহতরা হলেন-একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মণ্ডলের ছেলে বাবলু (৪৫), মৃত শমসের মণ্ডলের স্ত্রী জামেলা খাতুন (৫৫), মৃত ইসমাইল হোসেনের স্ত্রী গঞ্জেরা বেগম (৫০) ও মৃত লাল মিয়ার স্ত্রী রিজিয়া বেগম (৬০)।
স্থানীয়রা জানান, আজ সকাল ৯টার দিকে দর্শনা ফায়ার স্টেশনের সামনে একটি মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলচালকের কোনো ক্ষয়ক্ষতি না হলেও ভ্যানচালকসহ পাঁচ যাত্রী আহত হন। পরে দর্শনা ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার স্টেশনের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁদের হাসপাতালে নেওয়ার পথে আহত নূরজাহান বেগম মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিন ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই এক নারী মারা গেছেন। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করানো হয়েছে। তবে, তাঁরা শঙ্কামুক্ত।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, সংঘর্ষের ঘটনায় এক নারী মারা গেছেন। তবে, এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
২২ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
২৭ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৩৮ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে