রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

আজ ১ নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন দিবস। ২০১৮ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। এরপর থেকে র্যাবের আয়োজনে দিবসটি পালন হয়ে আসছে। দস্যুমুক্ত দিবসের তৃতীয় বর্ষপূর্তিতে আজ সোমবার বাগেরহাটের রামপালে সুন্দরবনের আত্মসমর্পণকৃত সাবেক দস্যুদের পুনর্বাসন সহায়তা প্রদান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ সোমবার সকাল ১১টায় রামপাল উপজেলা পরিষদ চত্বরে র্যাব ফোর্সেস’র ব্যবস্থাপনা এই পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন-খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার; পুলিশের মহাপরিচালক ড. বেনজির আহমেদ; র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন; র্যাব-৬ ও র্যাব-০৮ এর অধিনায়ক; বাগেরহাট জেলাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া আরও উপস্থিত থাকবেন-পুনর্বাসন সহায়তাপ্রাপ্ত ৩ শত ২৬ জন সাবেক দস্যু। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সকল আত্মসমর্পণকৃত সাবেক দস্যুদের হাতে তুলে দেবেন পুনর্বাসন সহায়তা সামগ্রী। পুনর্বাসন সহায়তা হিসেবে তাঁদের দেওয়া হবে বসতঘর, দোকান ঘর, নৌকা-ট্রলার ও গবাদিপশু। পুনর্বাসন সহায়তার বসত ও দোকান ঘর সাবেক দস্যুদের পছন্দনীয় জায়গায় এরই মধ্যে র্যাবের ব্যবস্থাপনা নির্মাণ সম্পন্ন হয়েছে। তাঁদের হাতে তুলে দেওয়া হবে ঘর ও দোকানের চাবি। এরই মধ্যে ঘর পাচ্ছেন ১০২ জন, দোকান ৯০ জন ও ২০ জন পাচ্ছেন নৌকা-ট্রলার। আর বাকিরা পাচ্ছেন গবাদিপশু গরুসহ নানান সহায়তা।
এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন বলেন, আজ দস্যুমুক্ত সুন্দরবন দিবসের তৃতীয় বর্ষপূতি অনুষ্ঠান সফল করতে রামপালে রয়েছে নানা আয়োজন। উপজেলা পরিষদ চত্বরের অনুষ্ঠানস্থলে র্যাবের ব্যাপক কার্যক্রম চলবে। সেখানে তদারকি করছেন র্যাবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

আজ ১ নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন দিবস। ২০১৮ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। এরপর থেকে র্যাবের আয়োজনে দিবসটি পালন হয়ে আসছে। দস্যুমুক্ত দিবসের তৃতীয় বর্ষপূর্তিতে আজ সোমবার বাগেরহাটের রামপালে সুন্দরবনের আত্মসমর্পণকৃত সাবেক দস্যুদের পুনর্বাসন সহায়তা প্রদান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ সোমবার সকাল ১১টায় রামপাল উপজেলা পরিষদ চত্বরে র্যাব ফোর্সেস’র ব্যবস্থাপনা এই পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন-খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার; পুলিশের মহাপরিচালক ড. বেনজির আহমেদ; র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন; র্যাব-৬ ও র্যাব-০৮ এর অধিনায়ক; বাগেরহাট জেলাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া আরও উপস্থিত থাকবেন-পুনর্বাসন সহায়তাপ্রাপ্ত ৩ শত ২৬ জন সাবেক দস্যু। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সকল আত্মসমর্পণকৃত সাবেক দস্যুদের হাতে তুলে দেবেন পুনর্বাসন সহায়তা সামগ্রী। পুনর্বাসন সহায়তা হিসেবে তাঁদের দেওয়া হবে বসতঘর, দোকান ঘর, নৌকা-ট্রলার ও গবাদিপশু। পুনর্বাসন সহায়তার বসত ও দোকান ঘর সাবেক দস্যুদের পছন্দনীয় জায়গায় এরই মধ্যে র্যাবের ব্যবস্থাপনা নির্মাণ সম্পন্ন হয়েছে। তাঁদের হাতে তুলে দেওয়া হবে ঘর ও দোকানের চাবি। এরই মধ্যে ঘর পাচ্ছেন ১০২ জন, দোকান ৯০ জন ও ২০ জন পাচ্ছেন নৌকা-ট্রলার। আর বাকিরা পাচ্ছেন গবাদিপশু গরুসহ নানান সহায়তা।
এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন বলেন, আজ দস্যুমুক্ত সুন্দরবন দিবসের তৃতীয় বর্ষপূতি অনুষ্ঠান সফল করতে রামপালে রয়েছে নানা আয়োজন। উপজেলা পরিষদ চত্বরের অনুষ্ঠানস্থলে র্যাবের ব্যাপক কার্যক্রম চলবে। সেখানে তদারকি করছেন র্যাবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে