তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আজ শুক্রবার পর্যন্ত অব্যাহত রয়েছে বৃষ্টি। এতে সবজিখেতে জমেছে পানি, আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকেরা। ফসলের ক্ষতির শঙ্কায় কপালে চিন্তার ভাঁজ।
সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দি এলাকায় দেখা যায়, কৃষকেরা ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, বেগুন ও মুলার চাষ করছেন। অধিকাংশ কাঁচা ফসলের জমিতে পানি জমে আছে। কৃষকেরা মাঠে ফসলের জমিতে পানি সরানোর চেষ্টা করছেন। কেউ কেউ আলু রোপণের জন্য জমি প্রস্তুত করে রেখেছেন। অন্যদিকে বিভিন্ন সবজির বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন। সেগুলোও নষ্ট হওয়ার উপক্রম।
মহান্দি গ্রামের কৃষক অসীম কুমার বলেন, ‘পাঁচ বিঘা জমিতে বেগুন চাষ করেছি। এভাবে যদি দুই দিন বৃষ্টি হয়, তাহলে অধিকাংশ বেগুনগাছ মারা যাবে। অসময়ে বৃষ্টির কারণে বেগুনগাছে পোকার আক্রমণ হয়। গাছ, ফুল ও ফলে পচন ধরে। এক বিঘা জমিতে বেগুন চাষ করতে পাঁচ লাখ টাকা খরচ হয়। যদি ফসল ভালো হয় ও ভালো দাম পাওয়া যায়, তাহলে বিঘাপ্রতি ১০ লাখ টাকা আয় হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে আমিসহ সব বেগুনচাষি ব্যাপক ক্ষতির মুখে পড়ব।’
আরেক কৃষক ইমান আলী শেখ বলেন, ‘প্রায় দুই বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছি। যদি এভাবে বৃষ্টি হয়, তাহলে একটি কপিও আর বিক্রি করা যাবে না। বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে চাষাবাদ করেছি। সবেমাত্র ফসল বিক্রি শুরু হয়েছে। এখন যদি এই ফসল নষ্ট হয়ে যায়, তাহলে পথে বসে যাব।’
কৃষক মোকছেদ আলী খাঁ বলেন, ‘অনেকেই ধান কাটা শুরু করেছেন। কিছুদিন আগে কারেন্ট পোকা ধানের ব্যাপক ক্ষতি করেছে। এখন ধান কাটার সময়। এখন যদি বৃষ্টি বেশি হয় তাহলে কৃষকের অধিকাংশ ধান নষ্ট হয়ে যাবে। ফলে আমাদের মতো ক্ষুদ্র কৃষকেরা পথে বসে যাব।’
উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, উপজেলায় প্রায় ছয় হাজার হেক্টর জমিতে কাঁচা ফলের চাষাবাদ হয়েছে। এখনো ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। তবে বৃষ্টি বেশি হলে ক্ষতির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

সাতক্ষীরার তালায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আজ শুক্রবার পর্যন্ত অব্যাহত রয়েছে বৃষ্টি। এতে সবজিখেতে জমেছে পানি, আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকেরা। ফসলের ক্ষতির শঙ্কায় কপালে চিন্তার ভাঁজ।
সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দি এলাকায় দেখা যায়, কৃষকেরা ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, বেগুন ও মুলার চাষ করছেন। অধিকাংশ কাঁচা ফসলের জমিতে পানি জমে আছে। কৃষকেরা মাঠে ফসলের জমিতে পানি সরানোর চেষ্টা করছেন। কেউ কেউ আলু রোপণের জন্য জমি প্রস্তুত করে রেখেছেন। অন্যদিকে বিভিন্ন সবজির বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন। সেগুলোও নষ্ট হওয়ার উপক্রম।
মহান্দি গ্রামের কৃষক অসীম কুমার বলেন, ‘পাঁচ বিঘা জমিতে বেগুন চাষ করেছি। এভাবে যদি দুই দিন বৃষ্টি হয়, তাহলে অধিকাংশ বেগুনগাছ মারা যাবে। অসময়ে বৃষ্টির কারণে বেগুনগাছে পোকার আক্রমণ হয়। গাছ, ফুল ও ফলে পচন ধরে। এক বিঘা জমিতে বেগুন চাষ করতে পাঁচ লাখ টাকা খরচ হয়। যদি ফসল ভালো হয় ও ভালো দাম পাওয়া যায়, তাহলে বিঘাপ্রতি ১০ লাখ টাকা আয় হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে আমিসহ সব বেগুনচাষি ব্যাপক ক্ষতির মুখে পড়ব।’
আরেক কৃষক ইমান আলী শেখ বলেন, ‘প্রায় দুই বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছি। যদি এভাবে বৃষ্টি হয়, তাহলে একটি কপিও আর বিক্রি করা যাবে না। বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে চাষাবাদ করেছি। সবেমাত্র ফসল বিক্রি শুরু হয়েছে। এখন যদি এই ফসল নষ্ট হয়ে যায়, তাহলে পথে বসে যাব।’
কৃষক মোকছেদ আলী খাঁ বলেন, ‘অনেকেই ধান কাটা শুরু করেছেন। কিছুদিন আগে কারেন্ট পোকা ধানের ব্যাপক ক্ষতি করেছে। এখন ধান কাটার সময়। এখন যদি বৃষ্টি বেশি হয় তাহলে কৃষকের অধিকাংশ ধান নষ্ট হয়ে যাবে। ফলে আমাদের মতো ক্ষুদ্র কৃষকেরা পথে বসে যাব।’
উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, উপজেলায় প্রায় ছয় হাজার হেক্টর জমিতে কাঁচা ফলের চাষাবাদ হয়েছে। এখনো ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। তবে বৃষ্টি বেশি হলে ক্ষতির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে