যশোর প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল লুটের অভিযোগে উপজেলা বিএনপির সহসভাপতি রুহুল কুদ্দুসের প্রাথমিক সদস্যসহ সব পদ স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার রাতে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে আজ বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন রুহুল কুদ্দুস। সংবাদ সম্মেলনে তিনি কান্নায় ভেঙে পড়েন। রুহুল কুদ্দুসের দাবি, চাল লুটের ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাঁকে ফাঁসানো হয়েছে। তদন্ত ছাড়াই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, গতকাল সকালে শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতার ১৫৫ বস্তা চাল বাগআঁচড়া খাদ্যগুদাম থেকে কয়েকটি ট্রলিতে করে ডিলার শাহজাহান কবিরের দোকানে পাঠানো হচ্ছিল। পথিমধ্যে বাগআঁচড়া বকুলতলা পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান রহুল কুদ্দুসের ভাই ইবাদুল ইসলাম কালু ও তাঁর লোকজন ট্রলি দাঁড় করিয়ে চালককে জিম্মি করে ১৫৫ বস্তা চাল নিজের গুদামে নামিয়ে নেন।
বিষয়টি প্রশাসন ও দলীয় নেতাদের কাছে খবর যাওয়ার পর দুপুরের দিকে চালের ট্রলি ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় গতকাল রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি রুহুল কুদ্দুসের প্রাথমিক সদস্যসহ সব প্রকার পদ স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়।
রুহুল কুদ্দুস সংবাদ সম্মেলনে বলেন, ‘ঘটনাস্থল বাগআঁচড়া বকুলতলা মোড়ে ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। চাল লুটের বিষয়টি সঠিক নয়। ওই ঘটনার পরপরই কায়বা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার শাহজাহান কবির আমার কাছে মোবাইল ফোনে কল করে বিষয়টি অবহিত করেন। তাৎক্ষণিকভাবে আমার ভাই ইবাদুল ইসলামকে কল করে ডিলার শাহজাহান কবিরের অভিযোগের বিষয়ে জানতে চাই। তিনি দাবি করেন, শাহজাহান কবিরের কাছে তাঁর নগদ টাকা পাওনা রয়েছে। এ জন্য চাল আটকে রেখেছেন।’
বিএনপির পদ হারানো এই নেতা আরও বলেন, ‘সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জানতে পেরে ট্রলিগুলো আমার ভাই ছেড়ে দেয়। ঘটনাটি নিছক আমার ভাই ও ডিলার শাহজাহান কবিরের ব্যক্তিগত বিষয়; যা আমি মোটেও জ্ঞাত ছিলাম না। ওই ঘটনাকে কেন্দ্র করে আমার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস ও সুনাম ক্ষুণ্ন করার জন্য মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করেছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত করলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিলার শাহজাহান কবির, ডিলারের প্রতিনিধি তৌহিদুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসন থেকে আমাদের কাছে চাল লুটের অভিযোগ আসে। তাৎক্ষণিক তদন্ত করলে প্রাথমিক সত্যতা পেয়ে তাঁর পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে শোকজ করা হয়। শোকজের জবাব সন্তোষজনক না হলে দলের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরের শার্শা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল লুটের অভিযোগে উপজেলা বিএনপির সহসভাপতি রুহুল কুদ্দুসের প্রাথমিক সদস্যসহ সব পদ স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার রাতে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে আজ বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন রুহুল কুদ্দুস। সংবাদ সম্মেলনে তিনি কান্নায় ভেঙে পড়েন। রুহুল কুদ্দুসের দাবি, চাল লুটের ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাঁকে ফাঁসানো হয়েছে। তদন্ত ছাড়াই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, গতকাল সকালে শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতার ১৫৫ বস্তা চাল বাগআঁচড়া খাদ্যগুদাম থেকে কয়েকটি ট্রলিতে করে ডিলার শাহজাহান কবিরের দোকানে পাঠানো হচ্ছিল। পথিমধ্যে বাগআঁচড়া বকুলতলা পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান রহুল কুদ্দুসের ভাই ইবাদুল ইসলাম কালু ও তাঁর লোকজন ট্রলি দাঁড় করিয়ে চালককে জিম্মি করে ১৫৫ বস্তা চাল নিজের গুদামে নামিয়ে নেন।
বিষয়টি প্রশাসন ও দলীয় নেতাদের কাছে খবর যাওয়ার পর দুপুরের দিকে চালের ট্রলি ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় গতকাল রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি রুহুল কুদ্দুসের প্রাথমিক সদস্যসহ সব প্রকার পদ স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়।
রুহুল কুদ্দুস সংবাদ সম্মেলনে বলেন, ‘ঘটনাস্থল বাগআঁচড়া বকুলতলা মোড়ে ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। চাল লুটের বিষয়টি সঠিক নয়। ওই ঘটনার পরপরই কায়বা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার শাহজাহান কবির আমার কাছে মোবাইল ফোনে কল করে বিষয়টি অবহিত করেন। তাৎক্ষণিকভাবে আমার ভাই ইবাদুল ইসলামকে কল করে ডিলার শাহজাহান কবিরের অভিযোগের বিষয়ে জানতে চাই। তিনি দাবি করেন, শাহজাহান কবিরের কাছে তাঁর নগদ টাকা পাওনা রয়েছে। এ জন্য চাল আটকে রেখেছেন।’
বিএনপির পদ হারানো এই নেতা আরও বলেন, ‘সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জানতে পেরে ট্রলিগুলো আমার ভাই ছেড়ে দেয়। ঘটনাটি নিছক আমার ভাই ও ডিলার শাহজাহান কবিরের ব্যক্তিগত বিষয়; যা আমি মোটেও জ্ঞাত ছিলাম না। ওই ঘটনাকে কেন্দ্র করে আমার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস ও সুনাম ক্ষুণ্ন করার জন্য মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করেছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত করলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিলার শাহজাহান কবির, ডিলারের প্রতিনিধি তৌহিদুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসন থেকে আমাদের কাছে চাল লুটের অভিযোগ আসে। তাৎক্ষণিক তদন্ত করলে প্রাথমিক সত্যতা পেয়ে তাঁর পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে শোকজ করা হয়। শোকজের জবাব সন্তোষজনক না হলে দলের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
২ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
২৮ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে