
উত্তাল বঙ্গোপসাগরে পাঁচটি ফিশিং বোট ডুবে চার জেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে সাগরের আশারচর এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ১৫ জেলে দুবলার মাঝেরকেল্লা সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে।
মৃতরা হলেন পাথরঘাটার চরলাঠিমারা গ্রামের আ. রাজ্জাক মিয়ার মালিকানাধীন এফবি আল্লারদান বোটের জেলে সরোয়ার (৩০), মনির (২৮), ইব্রাহিম (৩৫) ও দক্ষিণ চরদুয়ানী গ্রামের ফিশিং বোটের মালিক রুহুল খান (৫০)।
এ বিষয়ে বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরের দুবলারচর, আশারচর, নারিকেলবাড়িয়া, মাঝেরকেল্লা এলাকায় সাগরে পাঁচটি ফিশিং বোট ডুবে যায়। ডুবে যাওয়া বোটের জেলেরা অন্য ফিশিং বোটের সহায়তায় বেঁচে এলেও চারজন মারা গেছেন।
জেলেপল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলাদ চন্দ্র রায় বলেন, মৃত বোটমালিক রুহুল খানের লাশ তাঁর স্বজনেরা গতকাল বাড়িতে নিয়ে গেছে। এ ছাড়া সাগরের নারিকেলবাড়িয়া ও দুবলারচরের দক্ষিণে গভীর সাগরে আরও দুটি ফিশিং বোট ডুবে গেছে। প্রবল ঢেউয়ে সাগরে মাছ ধরতে না পারায় অনেকে ফিশিং বোট দুবলার মেহেরআলী, ভাঙ্গাখাল, ভেদাখালী, নারিকেলবাড়িয়াসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।
দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বলেন, গত মঙ্গলবার বিকেলে দুবলার মাঝেরকেল্লা এলাকায় সাগরে ডুবে যায় পিরোজপুরের ভান্ডারিয়ার হেতালিয়া গ্রামের হারুন মিয়ার ফিশিং বোট শাহজালাল-২। এতে সর্বস্ব হারানো ১৫ জন জেলেকে উদ্ধার করে মাঝেরকেল্লা সাইক্লোন শেল্টারে ফিশারম্যান গ্রুপের হেফাজতে রাখা হয়েছে। জেলেদের প্রয়োজনীয় খাবারসামগ্রী সরবরাহ এবং জেলেদের নিজ নিজ বাড়িতে নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, গতকাল সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ১৫ জেলে মাঝেরকেল্লা সাইক্লোন শেল্টারে দুবলা ফিশারম্যান গ্রুপের হেফাজতে আছেন। তাঁরা সবাই সুস্থ রয়েছেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৫ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৫ মিনিট আগে