বেনাপোল (যশোর) প্রতিনিধি

করোনার ধকল শেষে নিষেধাজ্ঞা শিথিলের পর ফের স্বাভাবিক হতে শুরু করেছে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত। ভারতে যেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসের ছাড়পত্র লাগছে না। ১৪ দিনের কোয়ারেনটাইনেও থাকতে হচ্ছে না। শুধু করোনা নেগেটিভ সনদ থাকলেই ভারতে যাওয়া যাচ্ছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। যাতায়াতকারী এসব যাত্রীর মধ্যে অধিকাংশই চিকিৎসাসেবা নিতে যাচ্ছেন। এ ছাড়াও রয়েছে ব্যবসায়ী ও শিক্ষার্থী। তবে এখনো স্থলপথে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ রয়েছে।
জানা গেছে, প্রতিবছর প্রায় ১৮ লাখ যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন। এতে সরকারের ভ্রমণ খাতে প্রায় ১০০ কোটি টাকা আয় হয়। গত বছর মার্চে করোনা শুরুর পর পরিস্থিতি সামাল দিতে সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে বিভিন্ন শর্ত জারি করে। ফলে যাত্রী যাতায়াত প্রায় শূন্যের কোঠায় দাঁড়ায়। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে না পেরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন যাত্রীরা। তবে বর্তমানে করোনা সংক্রমণ কমে আসায় নিষেধাজ্ঞা শিথিলে ফের ভারত-বাংলাদেশ যাত্রী যাতায়াত বাড়ছে।
ভারতফেরত যাত্রী আমেনা বেগম জানান, আগে ভোগান্তির শেষ ছিল না। এখন ১৪ দিনের কোয়ারেনটাইনে থাকতে হয় না ও ছাড়পত্র কিছুই লাগে না। কেবল করোনা নেগেটিভ সনদ হলেই ভারত যাওয়া যাচ্ছে।
আমিনুল নামের আরেক যাত্রী বলেন, ভারতে যাওয়ার সময় একবার আর ফেরার সময় আরেকবার মোট দুবার করোনা পরীক্ষা করাতে ৩ হাজার টাকা খরচ হয়। টিকার দুই ডোজ গ্রহণকারীদের জন্য করোনা পরীক্ষা ছাড়া যাতায়াতের সুযোগ দেওয়া হলে অনেকে উপকৃত হবে।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি মোহাম্মদ রাজু জানান, যাঁরা ভারতে যাচ্ছেন বা ফিরছেন অধিকাংশই চিকিৎসাসেবা নিতে যাচ্ছেন। দ্রুত যাত্রীরা যেন তাঁদের ইমিগ্রেশন কার্যক্রম শেষ করতে পারেন, এ লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করছে ইমিগ্রেশন পুলিশ।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ৈ জানান, বর্তমানে প্রতিদিন প্রায় দেড় হাজার যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে জরুরি প্রয়োজনে যাতায়াত করছেন। ছয় মাস আগে যাত্রীর সংখ্যা ছিল দিনে ৪০ থেকে ৫০ জন। যাত্রীসেবায় ইমিগ্রেশনের পাশাপাশি কাজ করছে বন্দর।

করোনার ধকল শেষে নিষেধাজ্ঞা শিথিলের পর ফের স্বাভাবিক হতে শুরু করেছে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত। ভারতে যেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসের ছাড়পত্র লাগছে না। ১৪ দিনের কোয়ারেনটাইনেও থাকতে হচ্ছে না। শুধু করোনা নেগেটিভ সনদ থাকলেই ভারতে যাওয়া যাচ্ছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। যাতায়াতকারী এসব যাত্রীর মধ্যে অধিকাংশই চিকিৎসাসেবা নিতে যাচ্ছেন। এ ছাড়াও রয়েছে ব্যবসায়ী ও শিক্ষার্থী। তবে এখনো স্থলপথে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ রয়েছে।
জানা গেছে, প্রতিবছর প্রায় ১৮ লাখ যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন। এতে সরকারের ভ্রমণ খাতে প্রায় ১০০ কোটি টাকা আয় হয়। গত বছর মার্চে করোনা শুরুর পর পরিস্থিতি সামাল দিতে সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে বিভিন্ন শর্ত জারি করে। ফলে যাত্রী যাতায়াত প্রায় শূন্যের কোঠায় দাঁড়ায়। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে না পেরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন যাত্রীরা। তবে বর্তমানে করোনা সংক্রমণ কমে আসায় নিষেধাজ্ঞা শিথিলে ফের ভারত-বাংলাদেশ যাত্রী যাতায়াত বাড়ছে।
ভারতফেরত যাত্রী আমেনা বেগম জানান, আগে ভোগান্তির শেষ ছিল না। এখন ১৪ দিনের কোয়ারেনটাইনে থাকতে হয় না ও ছাড়পত্র কিছুই লাগে না। কেবল করোনা নেগেটিভ সনদ হলেই ভারত যাওয়া যাচ্ছে।
আমিনুল নামের আরেক যাত্রী বলেন, ভারতে যাওয়ার সময় একবার আর ফেরার সময় আরেকবার মোট দুবার করোনা পরীক্ষা করাতে ৩ হাজার টাকা খরচ হয়। টিকার দুই ডোজ গ্রহণকারীদের জন্য করোনা পরীক্ষা ছাড়া যাতায়াতের সুযোগ দেওয়া হলে অনেকে উপকৃত হবে।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি মোহাম্মদ রাজু জানান, যাঁরা ভারতে যাচ্ছেন বা ফিরছেন অধিকাংশই চিকিৎসাসেবা নিতে যাচ্ছেন। দ্রুত যাত্রীরা যেন তাঁদের ইমিগ্রেশন কার্যক্রম শেষ করতে পারেন, এ লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করছে ইমিগ্রেশন পুলিশ।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ৈ জানান, বর্তমানে প্রতিদিন প্রায় দেড় হাজার যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে জরুরি প্রয়োজনে যাতায়াত করছেন। ছয় মাস আগে যাত্রীর সংখ্যা ছিল দিনে ৪০ থেকে ৫০ জন। যাত্রীসেবায় ইমিগ্রেশনের পাশাপাশি কাজ করছে বন্দর।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৪ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৩ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪১ মিনিট আগে