Ajker Patrika

হাসপাতাল চত্বরে চিকিৎসককে যুবদল নেতার মারধর

জীবননগর ও চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৫৪
হাসপাতাল চত্বরে জাহাঙ্গীর আলম বিশ্বাসকে মারধর করা হয়। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত
হাসপাতাল চত্বরে জাহাঙ্গীর আলম বিশ্বাসকে মারধর করা হয়। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সিসিটিভি ফুটেজ ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চেম্বার শেষে হাসপাতাল কোয়ার্টারে ফিরছিলেন জাহাঙ্গীর আলম। রাত ১১টা ৩৭ মিনিটে হাসপাতাল চত্বরে জাহাঙ্গীর আলম বিশ্বাসকে মারধর শুরু করেন জীবননগর পৌর যুবদলের সদস্য ইকতার রহমান। কিছুদিন আগেও ইকতার এই হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে আরেক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাশেদুজ্জামানকে লাঞ্ছিত করেন। তবে ভয়ে তিনি ঘটনার প্রতিবাদ করতে সাহস পাননি।

স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এলাকায় বিভিন্ন সময় চাঁদাবাজি করছে বিএনপির লোকজন। ইকতার রহমানও এসব চাঁদাবাজির সঙ্গে জড়িত।

আজ রোববার সকালে জাহাঙ্গীর বিশ্বাসকে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার চেম্বার থেকে কোয়ার্টারে ফেরার সময় হঠাৎ আমার ওপর ইকতার হামলা করে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ছাড়া বিএনপির নেতাদের জানানো হয়েছে। তারা কী ব্যবস্থা নেয় সেটা দেখার অপেক্ষায় আছি, না হলে রাতে মামলা করব।’

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান বলেন, ‘হামলার বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছেন। বিষয়টি দেখা হচ্ছে। তবে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’

এ বিষয়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘হামলার বিষয়টি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমাকে জানিয়েছেন। আমি বিষয়টি নিয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছে। আর এ ঘটনায় জীবননগর থানায় অভিযোগ করতে বলা হয়েছে।’

অভিযুক্ত পৌর যুবদল সদস্য ইকতার রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। স্থানীয় লোকজন ছিলেন। একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিবিসি বাংলার সমালোচনার পর দুঃখপ্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ছুটি না দেওয়ায় চার সহকর্মীকে ছুরিকাঘাত করে সদর্পে হাঁটা দিলেন সরকারি কর্মকর্তা

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

হাসিনার বক্তব্যে ‘ভারতের দায় নেই’, বাংলাদেশের দূতকে পাল্টা তলব

বেনজীর আহমেদের বক্তব্যে সব পুলিশ সদস্য ক্ষুব্ধ: পুলিশ অ্যাসোসিয়েশন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত