
যশোরের মনিরামপুরে এক পৌর কাউন্সিলরের অনিবন্ধিত মোটরসাইকেল ধরা নিয়ে ট্রাফিক পুলিশ ও জনতার মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ বুধবার দুপুরে মনিরামপুর বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এরপর থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা ট্রাফিক পুলিশের দাবি, বুধবার সকাল থেকে তাঁরা ১১ সদস্য ২-৩ দলে ভাগ হয়ে মনিরামপুর বাজারে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন। দুপুর ১টার দিকে নম্বর বিহীন একটি মোটরসাইকেল চালিয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে আসে এক যুবক। ওই যুবকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছিল না। গাড়িটি আটক করে থানায় নিলে আইয়ুব পাটোয়ারি নামে মনিরামপুর পৌরসভার এক কাউন্সিলর তাঁদের সঙ্গে এসে বাগ্বিতণ্ডায় জড়ান।
এ বিষয়ে কাউন্সিলর আইয়ুব পাটোয়ারি বলেন, ‘দুপুরে আমার ব্যবহৃত অ্যাপাচি মডেলের মোটরসাইকেল নিয়ে বিজয়রামপুরের বাড়ি থেকে বাজারে আসে আমার ভাইপো টগর। সে কেন্দ্রীয় মসজিদের সামনে আসলে পুলিশ মোটরসাইকেলটি আটক করে। এরপর টগর আমাকে মোবাইলে বিষয়টি জানায়। আমি মোবাইল পুলিশের কাছে দিতে বলি। তখন আমার পরিচয় পেয়ে পুলিশ সংযোগ কেটে দেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশের কাছে কারণ জানতে চাই।’
কাউন্সিলর আরও বলেন, ‘আমার গাড়ির কাগজপত্র না থাকায় পুলিশ মামলা গিছে। কিন্তু আমার গাড়ি তাঁরা আটক করে থানায় নিল কেন সেটা আমি পুলিশের কাছে জানতে চেয়েছি।’
স্থানীয়রা বলছেন, প্রায়ই মনিরামপুরে মোটরসাইকেল ধরতে আসে ট্রাফিক পুলিশ। গাড়ির কাগজপত্র চাওয়ার আগে তারা চাবি কেড়ে নেয়। কাগজপত্র দেখানোর সময় না দিয়ে অনেক সময় মামলা লিখে ফেলে। এতে অহেতুক মানুষ হয়রানির শিকার হন। এ ছাড়া ট্রাফিক পুলিশের সঙ্গে সাদা পোশাকের লোক থাকে। তারা লাঠি হাতে মোটরসাইকেল চালকদের সঙ্গে খারাপ আচরণ করে।
এদিকে বুধবার দুপুরে কেন্দ্রীয় মসজিদের সামনে ট্রাফিক পুলিশ ও জনতার উত্তেজনার পর ওই জায়গা ছেড়ে দেয় পুলিশ। পরে বিকেলে তাঁদের থানা মোড়ে অভিযান চালাতে দেখা যায়।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ‘বুধবার বিকেল পর্যন্ত আমরা মনিরামপুরে ৪২টি অবৈধ মোটরসাইকেল আটক করেছি। ৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়েছি।’
এসআই বলেন, আইয়ুব পাটোয়ারির মোটরসাইকেলের কাগজপত্র ছিল না। যে ছেলেটি মোটরসাইকেল চালাচ্ছিল তাঁর ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছিল না। কাগজপত্র না থাকায় মোটরসাইকেলটি আটক করে মনিরামপুর থানায় রাখা হয়েছে।
এসআই ইমরান আরও বলেন, ‘আইয়ুব পাটোয়ারির বাগ্বিতণ্ডার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর থানা থেকে অতিরিক্ত পুলিশ আমাদের সঙ্গে যোগ দিয়েছে। তাঁর মোটরসাইকেলের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি। মোটরসাইকেল ছাড়াতে হলে কাউন্সিলরকে আগে গাড়ির নিবন্ধন করতে হবে। সে কাগজপত্র আনার পর চালকের লাইসেন্স ও হেলমেট না থাকায় পৃথক আইনে মামলা দেওয়া হবে।’

যশোরের মনিরামপুরে এক পৌর কাউন্সিলরের অনিবন্ধিত মোটরসাইকেল ধরা নিয়ে ট্রাফিক পুলিশ ও জনতার মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ বুধবার দুপুরে মনিরামপুর বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এরপর থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা ট্রাফিক পুলিশের দাবি, বুধবার সকাল থেকে তাঁরা ১১ সদস্য ২-৩ দলে ভাগ হয়ে মনিরামপুর বাজারে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন। দুপুর ১টার দিকে নম্বর বিহীন একটি মোটরসাইকেল চালিয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে আসে এক যুবক। ওই যুবকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছিল না। গাড়িটি আটক করে থানায় নিলে আইয়ুব পাটোয়ারি নামে মনিরামপুর পৌরসভার এক কাউন্সিলর তাঁদের সঙ্গে এসে বাগ্বিতণ্ডায় জড়ান।
এ বিষয়ে কাউন্সিলর আইয়ুব পাটোয়ারি বলেন, ‘দুপুরে আমার ব্যবহৃত অ্যাপাচি মডেলের মোটরসাইকেল নিয়ে বিজয়রামপুরের বাড়ি থেকে বাজারে আসে আমার ভাইপো টগর। সে কেন্দ্রীয় মসজিদের সামনে আসলে পুলিশ মোটরসাইকেলটি আটক করে। এরপর টগর আমাকে মোবাইলে বিষয়টি জানায়। আমি মোবাইল পুলিশের কাছে দিতে বলি। তখন আমার পরিচয় পেয়ে পুলিশ সংযোগ কেটে দেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশের কাছে কারণ জানতে চাই।’
কাউন্সিলর আরও বলেন, ‘আমার গাড়ির কাগজপত্র না থাকায় পুলিশ মামলা গিছে। কিন্তু আমার গাড়ি তাঁরা আটক করে থানায় নিল কেন সেটা আমি পুলিশের কাছে জানতে চেয়েছি।’
স্থানীয়রা বলছেন, প্রায়ই মনিরামপুরে মোটরসাইকেল ধরতে আসে ট্রাফিক পুলিশ। গাড়ির কাগজপত্র চাওয়ার আগে তারা চাবি কেড়ে নেয়। কাগজপত্র দেখানোর সময় না দিয়ে অনেক সময় মামলা লিখে ফেলে। এতে অহেতুক মানুষ হয়রানির শিকার হন। এ ছাড়া ট্রাফিক পুলিশের সঙ্গে সাদা পোশাকের লোক থাকে। তারা লাঠি হাতে মোটরসাইকেল চালকদের সঙ্গে খারাপ আচরণ করে।
এদিকে বুধবার দুপুরে কেন্দ্রীয় মসজিদের সামনে ট্রাফিক পুলিশ ও জনতার উত্তেজনার পর ওই জায়গা ছেড়ে দেয় পুলিশ। পরে বিকেলে তাঁদের থানা মোড়ে অভিযান চালাতে দেখা যায়।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ‘বুধবার বিকেল পর্যন্ত আমরা মনিরামপুরে ৪২টি অবৈধ মোটরসাইকেল আটক করেছি। ৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়েছি।’
এসআই বলেন, আইয়ুব পাটোয়ারির মোটরসাইকেলের কাগজপত্র ছিল না। যে ছেলেটি মোটরসাইকেল চালাচ্ছিল তাঁর ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছিল না। কাগজপত্র না থাকায় মোটরসাইকেলটি আটক করে মনিরামপুর থানায় রাখা হয়েছে।
এসআই ইমরান আরও বলেন, ‘আইয়ুব পাটোয়ারির বাগ্বিতণ্ডার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর থানা থেকে অতিরিক্ত পুলিশ আমাদের সঙ্গে যোগ দিয়েছে। তাঁর মোটরসাইকেলের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি। মোটরসাইকেল ছাড়াতে হলে কাউন্সিলরকে আগে গাড়ির নিবন্ধন করতে হবে। সে কাগজপত্র আনার পর চালকের লাইসেন্স ও হেলমেট না থাকায় পৃথক আইনে মামলা দেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে