সেলিম হায়দার, তালা, প্রতিনিধি

দীর্ঘ ৪১ বছর পর নিখোঁজ একলিমা বেগম (৬৫) ফিরেছেন পরিবারের কাছে। গত ৪১ বছর ধরে পাকিস্তানের শিয়ালকোটের দিলওয়ালিতে একটি পরিবারের সঙ্গে বসবাস করেছেন। সেখানে গিয়ে আরেকটি বিয়েও করেন তিনি। গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। সেদিন সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান একলিমা। পরে দুপুরের দিকে সাতক্ষীরার তালা উপজেলার গঙ্গারামপুরে নিজ গ্রামে পৌঁছান তিনি। তাঁর সঙ্গে এসেছেন তাঁর দ্বিতীয় স্বামীর বড় ছেলে আশরাফ হোসেন।
একলিমা বেগম গঙ্গারামপুর গ্রামের মৃত ইসমাইল শেখের মেয়ে ও তিন সন্তানের জননী। দেশে থাকাকালীন স্বামীর মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। পরে ১৯৮১ সালে হারিয়ে যান একলিমা। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তাঁর। অবশেষে চার মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর সন্ধান মেলে।
একলিমার ভাতিজা জাকির শেখ বলেন, ‘কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে একলিমা ফুপুর খোঁজ পাই। ফুপুর সঙ্গে কথা বলে জানতে পারি, তিনি পাকিস্তানের একটি শেল্টার হোমে ছিলেন। সেখানে মুহাম্মদ সিদ্দিক নামে একজনের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং পরে তাঁরা বিয়ে করেন। মুহাম্মদ সিদ্দিক কয়েক বছর আগে মারা গেছেন। সেখানে তাঁদের দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে। তিনি প্রথম থেকেই বাড়ি আসার আগ্রহ প্রকাশ করলে তাঁদের কাছে ইনভাইটেশন লেটার পাঠানো হয়। পরে পাকিস্তানে থাকা তাঁর ছেলেদের সহযোগিতায় ভিসার কাজ সম্পন্ন হয়। এরপর তিনি বৃহস্পতিবার বাড়ি ফিরে আসেন। ফুফুকে কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত।’
খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু জানান, ‘ফেসবুকের মাধ্যমে নিখোঁজ একলিমার সন্ধান মেলে পাকিস্তানে। এরপর তাঁর ভাই ও ভাইপোরা যোগাযোগ করেন তাঁকে দেশে আনার জন্য। বৃহস্পতিবার বিকেলে তিনি তাঁর নিজ বাড়ি ইউনিয়নের গঙ্গারামপুরে এসেছেন। এত দিন পর তাঁকে কাছে পেয়ে আনন্দিত স্বজনেরা।’
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আজকের পত্রিকায় একলিমাকে নিয়ে ‘নিখোঁজের ৪১ বছর পর সন্ধান মিলল পাকিস্তানে’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।

দীর্ঘ ৪১ বছর পর নিখোঁজ একলিমা বেগম (৬৫) ফিরেছেন পরিবারের কাছে। গত ৪১ বছর ধরে পাকিস্তানের শিয়ালকোটের দিলওয়ালিতে একটি পরিবারের সঙ্গে বসবাস করেছেন। সেখানে গিয়ে আরেকটি বিয়েও করেন তিনি। গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। সেদিন সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান একলিমা। পরে দুপুরের দিকে সাতক্ষীরার তালা উপজেলার গঙ্গারামপুরে নিজ গ্রামে পৌঁছান তিনি। তাঁর সঙ্গে এসেছেন তাঁর দ্বিতীয় স্বামীর বড় ছেলে আশরাফ হোসেন।
একলিমা বেগম গঙ্গারামপুর গ্রামের মৃত ইসমাইল শেখের মেয়ে ও তিন সন্তানের জননী। দেশে থাকাকালীন স্বামীর মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। পরে ১৯৮১ সালে হারিয়ে যান একলিমা। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তাঁর। অবশেষে চার মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর সন্ধান মেলে।
একলিমার ভাতিজা জাকির শেখ বলেন, ‘কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে একলিমা ফুপুর খোঁজ পাই। ফুপুর সঙ্গে কথা বলে জানতে পারি, তিনি পাকিস্তানের একটি শেল্টার হোমে ছিলেন। সেখানে মুহাম্মদ সিদ্দিক নামে একজনের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং পরে তাঁরা বিয়ে করেন। মুহাম্মদ সিদ্দিক কয়েক বছর আগে মারা গেছেন। সেখানে তাঁদের দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে। তিনি প্রথম থেকেই বাড়ি আসার আগ্রহ প্রকাশ করলে তাঁদের কাছে ইনভাইটেশন লেটার পাঠানো হয়। পরে পাকিস্তানে থাকা তাঁর ছেলেদের সহযোগিতায় ভিসার কাজ সম্পন্ন হয়। এরপর তিনি বৃহস্পতিবার বাড়ি ফিরে আসেন। ফুফুকে কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত।’
খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু জানান, ‘ফেসবুকের মাধ্যমে নিখোঁজ একলিমার সন্ধান মেলে পাকিস্তানে। এরপর তাঁর ভাই ও ভাইপোরা যোগাযোগ করেন তাঁকে দেশে আনার জন্য। বৃহস্পতিবার বিকেলে তিনি তাঁর নিজ বাড়ি ইউনিয়নের গঙ্গারামপুরে এসেছেন। এত দিন পর তাঁকে কাছে পেয়ে আনন্দিত স্বজনেরা।’
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আজকের পত্রিকায় একলিমাকে নিয়ে ‘নিখোঁজের ৪১ বছর পর সন্ধান মিলল পাকিস্তানে’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
৩৫ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৮ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে