কুষ্টিয়া প্রতিনিধি

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় দুই ভাইকে কুপিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নয়ন শেখকে (২৬) একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, রোববার (১১ সেপ্টেম্বর) রাতে রাজশাহী জেলার বাঘা উপজেলার পলাশী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নয়ন শেখ কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ এলাকার নজরুল শেখের ছেলে।
আজ সোমবার দুপুরে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান এক সাংবাদিক সম্মেলন এসব তথ্য জানান।
ইলিয়াস খান জানান, ৭ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ২০১৬ সালের ২৫ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে নামাজ শেষে মসজিদ হতে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের মুজিবর রহমান মাস্টার ও তার ভাই মিজানুর রহমানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে নয়ন ও তাঁর সহযোগীরা। এই ঘটনার পরদিন ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ২০১৯ সালের ১ ডিসেম্বর কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামি নয়ন শেখসহ ৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, এবং ৭ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জন আসামিকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার আগে জামিনে মুক্তি পেয়ে নয়ন পালিয়ে যায়। পরে প্রযুক্তির সহযোগিতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়।
ইলিয়াস খান আরও জানান, নয়ন শেখের বয়স কম হলেও সে এলাকায় নয়ন বন্ড বা নয়ন ডাকাত নামে পরিচিত। হত্যাকাণ্ডের পর সে প্রথমে ঢাকায় পালিয়ে যায়। এর পর কোর্টে আত্মসমর্পণ করে এ
মামলায় দেড় বছর জেল খাটে। জেল থেকে জামিনে মুক্তি পেলেও পরবর্তীতে জামিন বাতিল হওয়ায় সে ভারতে পালিয়ে যায়। ভারতে থাকা অবস্থায় সে কুষ্টিয়া ও রাজশাহীর বালুর ইজারাদারদের নিকট হতে বিকাশের মাধ্যমে নিয়মিত চাঁদা আদায় করত। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নিজস্ব ট্রলার যোগে মাদক ব্যবসাসহ অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
নয়ন শেখের নামে কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও দৌলতপুর থানায় ১টি অস্ত্র মামলা,১টি ডাকাতি,২টি মারামারি ও ১টি ছিনতাই মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে যা বর্তমানে আদালতে বিচারাধীন।
গ্রেপ্তারের পর নয়নকে ভেড়ামারা থানা-পুলিশের সোপর্দ করলে পুলিশ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায়।

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় দুই ভাইকে কুপিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নয়ন শেখকে (২৬) একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, রোববার (১১ সেপ্টেম্বর) রাতে রাজশাহী জেলার বাঘা উপজেলার পলাশী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নয়ন শেখ কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ এলাকার নজরুল শেখের ছেলে।
আজ সোমবার দুপুরে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান এক সাংবাদিক সম্মেলন এসব তথ্য জানান।
ইলিয়াস খান জানান, ৭ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ২০১৬ সালের ২৫ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে নামাজ শেষে মসজিদ হতে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের মুজিবর রহমান মাস্টার ও তার ভাই মিজানুর রহমানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে নয়ন ও তাঁর সহযোগীরা। এই ঘটনার পরদিন ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ২০১৯ সালের ১ ডিসেম্বর কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামি নয়ন শেখসহ ৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, এবং ৭ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জন আসামিকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার আগে জামিনে মুক্তি পেয়ে নয়ন পালিয়ে যায়। পরে প্রযুক্তির সহযোগিতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়।
ইলিয়াস খান আরও জানান, নয়ন শেখের বয়স কম হলেও সে এলাকায় নয়ন বন্ড বা নয়ন ডাকাত নামে পরিচিত। হত্যাকাণ্ডের পর সে প্রথমে ঢাকায় পালিয়ে যায়। এর পর কোর্টে আত্মসমর্পণ করে এ
মামলায় দেড় বছর জেল খাটে। জেল থেকে জামিনে মুক্তি পেলেও পরবর্তীতে জামিন বাতিল হওয়ায় সে ভারতে পালিয়ে যায়। ভারতে থাকা অবস্থায় সে কুষ্টিয়া ও রাজশাহীর বালুর ইজারাদারদের নিকট হতে বিকাশের মাধ্যমে নিয়মিত চাঁদা আদায় করত। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নিজস্ব ট্রলার যোগে মাদক ব্যবসাসহ অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
নয়ন শেখের নামে কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও দৌলতপুর থানায় ১টি অস্ত্র মামলা,১টি ডাকাতি,২টি মারামারি ও ১টি ছিনতাই মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে যা বর্তমানে আদালতে বিচারাধীন।
গ্রেপ্তারের পর নয়নকে ভেড়ামারা থানা-পুলিশের সোপর্দ করলে পুলিশ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায়।

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
১৪ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
২৮ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
৩৪ মিনিট আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৪৪ মিনিট আগে