Ajker Patrika

ভারতে পাচার হওয়া ২৫ শিশু দেশে ফিরল

বেনাপোল (যশোর) প্রতিনিধি
ভারতে পাচার হওয়া ২৫ শিশু দেশে ফিরল

ভারতে পাচার হওয়া ২৫ শিশুকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আজ বুধবার ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া যৌথ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করে। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ফেরত আসা শিশুদের আইনি সহায়তা দিতে গ্রহণ করেছে বাংলাদেশের ৩টি মানবাধিকার সংস্থা। 

বেনাপোল ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা ২৫ শিশুকে মানবাধিকার কর্মীরা গ্রহণ করেছেন।’

জানা যায়, প্রশাসন ও মানবাধিকার সংস্থাগুলোর নানান সচেতনতামূলক পদক্ষেপের পরেও কোনোভাবে থামছে না মানবপাচার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় সীমান্ত পথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাচারকারীরা প্রায়ই নারী–শিশুদের নিচ্ছে ভারতে। তিন বছর আগে বিভিন্ন সীমান্ত পথে পাচারের শিকার এমন ২৫ শিশু উদ্ধারের পর ফেরত এসেছে স্বদেশ। ভালো কোনো কাজ না দিয়ে বিভিন্ন ঝুঁকিমুলক কাজে তাদের ব্যবহার করেছিল পাচারকারীরা।

পুলিশ পাচারকারীদের আস্তানা থেকে কাউকে, আবার কেউ পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নিয়েছিল। পরে পুলিশ শিশুদের অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় মানবাধিকার সদস্যরা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে এসব শিশুরা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা শিশুদের আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে এনজিও প্রতিনিধিরা। এদের বয়স ৯ থেকে ১৭ বছরের মধ্যে। 

শিশুরা জানায়, কাউকে অপহরণ, কাউকে কাজের কথা বলে ভারতে পাচার করেছিল। এত দিন পর তাদের দেশে এসে ভালো লাগছে।

এ বিষয়ে মানবাধিকার সংস্থা রাইট যশোরের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ফেরত আসা শিশুদের আইনি সহায়তা করা হবে। ফেরত আসা শিশুদের মধ্যে জাস্টিস অ্যান্ড কেয়ার ৭ জন, রাইটস যশোর ১১ জন ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ৭ জনকে হেফাজতে নিয়েছে। শিশুদের বাড়ি যশোর, খুলনা, নড়াইল, মানিকগঞ্জ ও গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায়।

আমেরিকান সেন্টার ফর ইন্টার ন্যাশনাল লেবার সলিডারিটি সেন্টারের মানবাধিকার কর্মকর্তা নুরজাহাহান রিনা আজকের পত্রিকাকে বলেন, ‘পাচার প্রতিরোধ করতে দেশে কর্ম সংস্থান বৃদ্ধি ও সবাইকে সচেতন হতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত