বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে পাচার হওয়া ২৫ শিশুকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আজ বুধবার ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া যৌথ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করে। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ফেরত আসা শিশুদের আইনি সহায়তা দিতে গ্রহণ করেছে বাংলাদেশের ৩টি মানবাধিকার সংস্থা।
বেনাপোল ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা ২৫ শিশুকে মানবাধিকার কর্মীরা গ্রহণ করেছেন।’
জানা যায়, প্রশাসন ও মানবাধিকার সংস্থাগুলোর নানান সচেতনতামূলক পদক্ষেপের পরেও কোনোভাবে থামছে না মানবপাচার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় সীমান্ত পথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাচারকারীরা প্রায়ই নারী–শিশুদের নিচ্ছে ভারতে। তিন বছর আগে বিভিন্ন সীমান্ত পথে পাচারের শিকার এমন ২৫ শিশু উদ্ধারের পর ফেরত এসেছে স্বদেশ। ভালো কোনো কাজ না দিয়ে বিভিন্ন ঝুঁকিমুলক কাজে তাদের ব্যবহার করেছিল পাচারকারীরা।
পুলিশ পাচারকারীদের আস্তানা থেকে কাউকে, আবার কেউ পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নিয়েছিল। পরে পুলিশ শিশুদের অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় মানবাধিকার সদস্যরা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে এসব শিশুরা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা শিশুদের আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে এনজিও প্রতিনিধিরা। এদের বয়স ৯ থেকে ১৭ বছরের মধ্যে।
শিশুরা জানায়, কাউকে অপহরণ, কাউকে কাজের কথা বলে ভারতে পাচার করেছিল। এত দিন পর তাদের দেশে এসে ভালো লাগছে।
এ বিষয়ে মানবাধিকার সংস্থা রাইট যশোরের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ফেরত আসা শিশুদের আইনি সহায়তা করা হবে। ফেরত আসা শিশুদের মধ্যে জাস্টিস অ্যান্ড কেয়ার ৭ জন, রাইটস যশোর ১১ জন ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ৭ জনকে হেফাজতে নিয়েছে। শিশুদের বাড়ি যশোর, খুলনা, নড়াইল, মানিকগঞ্জ ও গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায়।
আমেরিকান সেন্টার ফর ইন্টার ন্যাশনাল লেবার সলিডারিটি সেন্টারের মানবাধিকার কর্মকর্তা নুরজাহাহান রিনা আজকের পত্রিকাকে বলেন, ‘পাচার প্রতিরোধ করতে দেশে কর্ম সংস্থান বৃদ্ধি ও সবাইকে সচেতন হতে হবে।’

ভারতে পাচার হওয়া ২৫ শিশুকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আজ বুধবার ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া যৌথ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করে। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ফেরত আসা শিশুদের আইনি সহায়তা দিতে গ্রহণ করেছে বাংলাদেশের ৩টি মানবাধিকার সংস্থা।
বেনাপোল ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা ২৫ শিশুকে মানবাধিকার কর্মীরা গ্রহণ করেছেন।’
জানা যায়, প্রশাসন ও মানবাধিকার সংস্থাগুলোর নানান সচেতনতামূলক পদক্ষেপের পরেও কোনোভাবে থামছে না মানবপাচার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় সীমান্ত পথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাচারকারীরা প্রায়ই নারী–শিশুদের নিচ্ছে ভারতে। তিন বছর আগে বিভিন্ন সীমান্ত পথে পাচারের শিকার এমন ২৫ শিশু উদ্ধারের পর ফেরত এসেছে স্বদেশ। ভালো কোনো কাজ না দিয়ে বিভিন্ন ঝুঁকিমুলক কাজে তাদের ব্যবহার করেছিল পাচারকারীরা।
পুলিশ পাচারকারীদের আস্তানা থেকে কাউকে, আবার কেউ পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নিয়েছিল। পরে পুলিশ শিশুদের অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় মানবাধিকার সদস্যরা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে এসব শিশুরা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা শিশুদের আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে এনজিও প্রতিনিধিরা। এদের বয়স ৯ থেকে ১৭ বছরের মধ্যে।
শিশুরা জানায়, কাউকে অপহরণ, কাউকে কাজের কথা বলে ভারতে পাচার করেছিল। এত দিন পর তাদের দেশে এসে ভালো লাগছে।
এ বিষয়ে মানবাধিকার সংস্থা রাইট যশোরের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ফেরত আসা শিশুদের আইনি সহায়তা করা হবে। ফেরত আসা শিশুদের মধ্যে জাস্টিস অ্যান্ড কেয়ার ৭ জন, রাইটস যশোর ১১ জন ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ৭ জনকে হেফাজতে নিয়েছে। শিশুদের বাড়ি যশোর, খুলনা, নড়াইল, মানিকগঞ্জ ও গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায়।
আমেরিকান সেন্টার ফর ইন্টার ন্যাশনাল লেবার সলিডারিটি সেন্টারের মানবাধিকার কর্মকর্তা নুরজাহাহান রিনা আজকের পত্রিকাকে বলেন, ‘পাচার প্রতিরোধ করতে দেশে কর্ম সংস্থান বৃদ্ধি ও সবাইকে সচেতন হতে হবে।’

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
৩৪ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৭ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে