খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীর প্রভাবশালী বিশ্বাস পরিবারের সদস্য সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস দল থেকে ত্যাগ করেছেন। এর আগে গত শনিবার তাঁর ভাতিজা সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সাবেক ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন।
আজ বুধবার গণমাধ্যমে এক বিবৃতিতে বুলু বিশ্বাস বলেন, ‘আমি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, পিতা মরহুম আব্দুর রহমান টুকু বিশ্বাস। আমাদের পরিবার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আমাদের পরিবারের ইতিহাস ও ঐতিহ্যের বাইরে আমি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছি। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। আমার জানা মতে এই সময় আমি কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীর সঙ্গে খারাপ আচরণ করিনি। তারপরও আমরা মানুষ হিসেবে কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে নই। আমার আচরণে কেউ যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
বিবৃতিতে বুলু বিশ্বাস আরও উল্লেখ করেন, ‘আমি দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ও আন্দোলনরত মেধাবী শিক্ষার্থীদের ওপর সম্মান প্রদর্শন করে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করছি। এ ছাড়া দলের সঙ্গে সকল প্রকার রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আমি খুলনার একজন সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই। তবে বিগত দিনের ন্যায় আপনাদের বিপদ-আপদে সুখ-দুঃখে পাশে থাকব ইনশা আল্লাহ।’
এর আগে গত শনিবার খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য পদসহ যাবতীয় রাজনীতি থেকে অবসরে যান কেসিসির ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আনিসুর রহমান বিশ্বাস। সেদিন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান তিনি। অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি। বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত, শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে মহান আল্লাহর ইচ্ছায় অবসরকালীন জীবনে সকলের দোয়া চেয়েছেন আনিস বিশ্বাস।
এর আগে আনিসুর রহমান বিশ্বাস ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সহসভাপতি ছিলেন। পরে দল বদল করে তিনি আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগে যোগদানের পর তিনি নির্বাচনে পরাজিত হন। বুলু বিশ্বাস খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। বিসিবি পরিচালক শেখ সোহেলের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তিনি খুলনা পানি উন্নয়ন বোর্ডের মোটা অঙ্কের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। বুলু বিশ্বাসের বিরুদ্ধে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ খুলনায় দাফন করতে বাধা দেওয়ারও অভিযোগ রয়েছে।

খুলনা মহানগরীর প্রভাবশালী বিশ্বাস পরিবারের সদস্য সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস দল থেকে ত্যাগ করেছেন। এর আগে গত শনিবার তাঁর ভাতিজা সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সাবেক ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন।
আজ বুধবার গণমাধ্যমে এক বিবৃতিতে বুলু বিশ্বাস বলেন, ‘আমি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, পিতা মরহুম আব্দুর রহমান টুকু বিশ্বাস। আমাদের পরিবার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আমাদের পরিবারের ইতিহাস ও ঐতিহ্যের বাইরে আমি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছি। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। আমার জানা মতে এই সময় আমি কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীর সঙ্গে খারাপ আচরণ করিনি। তারপরও আমরা মানুষ হিসেবে কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে নই। আমার আচরণে কেউ যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
বিবৃতিতে বুলু বিশ্বাস আরও উল্লেখ করেন, ‘আমি দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ও আন্দোলনরত মেধাবী শিক্ষার্থীদের ওপর সম্মান প্রদর্শন করে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করছি। এ ছাড়া দলের সঙ্গে সকল প্রকার রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আমি খুলনার একজন সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই। তবে বিগত দিনের ন্যায় আপনাদের বিপদ-আপদে সুখ-দুঃখে পাশে থাকব ইনশা আল্লাহ।’
এর আগে গত শনিবার খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য পদসহ যাবতীয় রাজনীতি থেকে অবসরে যান কেসিসির ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আনিসুর রহমান বিশ্বাস। সেদিন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান তিনি। অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি। বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত, শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে মহান আল্লাহর ইচ্ছায় অবসরকালীন জীবনে সকলের দোয়া চেয়েছেন আনিস বিশ্বাস।
এর আগে আনিসুর রহমান বিশ্বাস ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সহসভাপতি ছিলেন। পরে দল বদল করে তিনি আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগে যোগদানের পর তিনি নির্বাচনে পরাজিত হন। বুলু বিশ্বাস খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। বিসিবি পরিচালক শেখ সোহেলের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তিনি খুলনা পানি উন্নয়ন বোর্ডের মোটা অঙ্কের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। বুলু বিশ্বাসের বিরুদ্ধে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ খুলনায় দাফন করতে বাধা দেওয়ারও অভিযোগ রয়েছে।

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
৩ মিনিট আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক তরুণীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছেন পুলিশ।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
৪০ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে