মাগুরা প্রতিনিধি

মাগুরায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিহতের ঘটনায় বিচারের দাবিতে বাম দলগুলোর কেন্দ্র সূচিত সমাবেশ পুলিশ বাধা দিয়েছে। মাগুরা চৌরঙ্গী মোড় এলাকায় এ সমাবেশের ডাক দেন বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জেলা শাখার নেতারা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সমাবেশ করতে চাইলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদ্যরা তাঁদের ব্যানার কেড়ে নেন বলে জানান বাম দলের নেতারা।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু বলেন, ‘আমরা গতকাল মঙ্গলবার ঘোষণা করেছিলাম এই কর্মসূচির। শান্তিপূর্ণ পরিবেশে আজ চৌরঙ্গী মোড়ে সড়কের এক পাশে দাঁড়াতে গেলে পুলিশ আমাদের সঙ্গে মারমুখী আচরণ করে। আমাদের ব্যানার তারা কেড়ে নিয়ে যায়। পরে ব্যানার ফিরিয়ে দেওয়ার দাবি জানালে পুলিশ আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয় এবং সমাবেশ করতে বাধা দেয়। শান্তিপূর্ণ সমাবেশ করতে না দেওয়া ও ব্যানার কেড়ে নেওয়ার তীব্র প্রতিবাদ জানাই।
সমাবেশ করতে না দেওয়ায় নিন্দা জানান উপস্থিত জাসদ মাগুরা জেলার সভাপতি এ টি এম মহব্বত আলী, বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট লীগ মাগুরা জেলার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সভাপতি বীরেন বিশ্বাস ও সদস্য সামছুন নাহার জোছনা।
এ বিষয়ে মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, তারা এখানে জড়ো হচ্ছিল বিশৃঙ্খলা করা জন্য। তা ছাড়া তারা কোনো সমাবেশের অনুমতি আমাদের থেকে নেয়নি। এ জন্য তাদের সমাবেশ করতে দেওয়া হয়নি। অনুমতি ছাড়া সমাবেশ করা যায় না।

মাগুরায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিহতের ঘটনায় বিচারের দাবিতে বাম দলগুলোর কেন্দ্র সূচিত সমাবেশ পুলিশ বাধা দিয়েছে। মাগুরা চৌরঙ্গী মোড় এলাকায় এ সমাবেশের ডাক দেন বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জেলা শাখার নেতারা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সমাবেশ করতে চাইলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদ্যরা তাঁদের ব্যানার কেড়ে নেন বলে জানান বাম দলের নেতারা।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু বলেন, ‘আমরা গতকাল মঙ্গলবার ঘোষণা করেছিলাম এই কর্মসূচির। শান্তিপূর্ণ পরিবেশে আজ চৌরঙ্গী মোড়ে সড়কের এক পাশে দাঁড়াতে গেলে পুলিশ আমাদের সঙ্গে মারমুখী আচরণ করে। আমাদের ব্যানার তারা কেড়ে নিয়ে যায়। পরে ব্যানার ফিরিয়ে দেওয়ার দাবি জানালে পুলিশ আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয় এবং সমাবেশ করতে বাধা দেয়। শান্তিপূর্ণ সমাবেশ করতে না দেওয়া ও ব্যানার কেড়ে নেওয়ার তীব্র প্রতিবাদ জানাই।
সমাবেশ করতে না দেওয়ায় নিন্দা জানান উপস্থিত জাসদ মাগুরা জেলার সভাপতি এ টি এম মহব্বত আলী, বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট লীগ মাগুরা জেলার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সভাপতি বীরেন বিশ্বাস ও সদস্য সামছুন নাহার জোছনা।
এ বিষয়ে মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, তারা এখানে জড়ো হচ্ছিল বিশৃঙ্খলা করা জন্য। তা ছাড়া তারা কোনো সমাবেশের অনুমতি আমাদের থেকে নেয়নি। এ জন্য তাদের সমাবেশ করতে দেওয়া হয়নি। অনুমতি ছাড়া সমাবেশ করা যায় না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে