ইবি প্রতিনিধি

হরতালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুলিশ প্রহরায় ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিভিন্ন বিভাগের এ ক্লাস–পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল সোয়া ৮টায় পুলিশি নিরাপত্তা বলয়ের মধ্যে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে শিক্ষক-শিক্ষার্থীদের বাস ছেড়ে আসে। আবার বেলা ৪টায় ক্লাস-পরীক্ষা শেষে একই কায়দায় ক্যাম্পাস থেকে বাসগুলো ছেড়ে যায়।
এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের প্রধান ফটক ও প্রশাসন ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদেরও দেখা যায়।
এর আগে গতকাল শনিবার বিরোধী দলগুলোর হরতালের কর্মসূচি ঘোষণার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ। রাতে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি চলবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
এ দিকে বিশ্ববিদ্যালয়ে বিরোধী ছাত্র সংগঠনগুলো হরতাল সমর্থিত কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে, ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার অতিক্রম করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের সর্বোচ্চ সহায়তা করবে।’

হরতালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুলিশ প্রহরায় ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিভিন্ন বিভাগের এ ক্লাস–পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল সোয়া ৮টায় পুলিশি নিরাপত্তা বলয়ের মধ্যে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে শিক্ষক-শিক্ষার্থীদের বাস ছেড়ে আসে। আবার বেলা ৪টায় ক্লাস-পরীক্ষা শেষে একই কায়দায় ক্যাম্পাস থেকে বাসগুলো ছেড়ে যায়।
এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের প্রধান ফটক ও প্রশাসন ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদেরও দেখা যায়।
এর আগে গতকাল শনিবার বিরোধী দলগুলোর হরতালের কর্মসূচি ঘোষণার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ। রাতে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি চলবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
এ দিকে বিশ্ববিদ্যালয়ে বিরোধী ছাত্র সংগঠনগুলো হরতাল সমর্থিত কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে, ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার অতিক্রম করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের সর্বোচ্চ সহায়তা করবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে