খুলনা প্রতিনিধি

খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি রনবীর বাড়ৈ সজলকে (৩৫) বিক্ষুব্ধ জনতা মারধর করেছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১টার দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ছাড়া আদালত থেকে তাঁকে প্রিজন ভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ করা হয় বলেও জানা গেছে।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে বাগেরহাটের মোংলার খাসেরডাংগা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁর বিরুদ্ধে খুলনা মহানগর ও জেলার পাঁচ থানায় হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
আদালত ও স্থানীয় সূত্র জানায়, রনবীর বাড়ৈ সজলকে আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে মারধর করে। পরে এজলাস থেকে বের করে পুলিশ ভ্যানে তোলার সময় তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এ সময় তাঁর বিচার দাবিতে বিক্ষুব্ধ জনতা মিছিলও করেন। তখন তড়িঘড়ি করে পুলিশ ভ্যানে তুলে সজলকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম জানান, গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা নগরের সহসভাপতি রনবীর বাড়ৈ সজলের বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা, খালিশপুর ও খুলনা সদর থানায় পাঁচটি মামলা এবং জেলার বটিয়াঘাটা থানায় একটি হত্যা ও রূপসা থানায় একটি মারামারি মামলা রয়েছে।

খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, ২০২৩ সালের ২২ অক্টোবর খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গত ৩০ আগস্ট খালিশপুর থানায় মামলা হয়। যুবদল খুলনা মহানগর শাখারা যুগ্ম-সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা শেখ নুরুল ইসলাম মামলাটি করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুর ১২টার দিকে রনবীর বাড়ৈ সজলকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন জামিন এবং রিমান্ডের আবেদন কোনো পক্ষই করেনি।
এসআই সিরাজুল ইসলাম আরও বলেন, ‘রনবীরকে আদালতে তোলার সময় সামান্য বিশৃঙ্খলা হয়। পরে আমরা নিরাপদে তাঁকে কারাগারে পাঠিয়েছি।’

খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি রনবীর বাড়ৈ সজলকে (৩৫) বিক্ষুব্ধ জনতা মারধর করেছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১টার দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ছাড়া আদালত থেকে তাঁকে প্রিজন ভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ করা হয় বলেও জানা গেছে।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে বাগেরহাটের মোংলার খাসেরডাংগা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁর বিরুদ্ধে খুলনা মহানগর ও জেলার পাঁচ থানায় হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
আদালত ও স্থানীয় সূত্র জানায়, রনবীর বাড়ৈ সজলকে আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে মারধর করে। পরে এজলাস থেকে বের করে পুলিশ ভ্যানে তোলার সময় তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এ সময় তাঁর বিচার দাবিতে বিক্ষুব্ধ জনতা মিছিলও করেন। তখন তড়িঘড়ি করে পুলিশ ভ্যানে তুলে সজলকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম জানান, গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা নগরের সহসভাপতি রনবীর বাড়ৈ সজলের বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা, খালিশপুর ও খুলনা সদর থানায় পাঁচটি মামলা এবং জেলার বটিয়াঘাটা থানায় একটি হত্যা ও রূপসা থানায় একটি মারামারি মামলা রয়েছে।

খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, ২০২৩ সালের ২২ অক্টোবর খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গত ৩০ আগস্ট খালিশপুর থানায় মামলা হয়। যুবদল খুলনা মহানগর শাখারা যুগ্ম-সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা শেখ নুরুল ইসলাম মামলাটি করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুর ১২টার দিকে রনবীর বাড়ৈ সজলকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন জামিন এবং রিমান্ডের আবেদন কোনো পক্ষই করেনি।
এসআই সিরাজুল ইসলাম আরও বলেন, ‘রনবীরকে আদালতে তোলার সময় সামান্য বিশৃঙ্খলা হয়। পরে আমরা নিরাপদে তাঁকে কারাগারে পাঠিয়েছি।’

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৪ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৫ ঘণ্টা আগে