Ajker Patrika

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি
আব্দুস সালাম। ছবি: সংগৃহীত
আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে শহরের মুখার্জিপাড়ার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আদালতে মামলা রয়েছে। আজ ভোরে বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানায় জিজ্ঞাসাবাদ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৭ অক্টোবর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুস সালাম। ৫ আগস্টের পর সরকারের সিদ্ধান্তে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে তিনি অপসারিত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত