Ajker Patrika

সাতক্ষীরায় ২৫ গ্রামের মানুষের ঈদ উদ্‌যাপন 

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১১: ৫২
সাতক্ষীরায় ২৫ গ্রামের মানুষের ঈদ উদ্‌যাপন 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ২৫ গ্রামে আজ শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে।

সাতক্ষীরা সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে আজ সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করেন তাঁরা।

এদিকে ঈদের নামাজে নারীরাও শরীক হন। ঈদের নামাজে ইমামতি করেন বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী।

এ ছাড়া একই সময়ে সদর উপজেলার ভাড়খালীতে আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান।

ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাদড়া, চাঁদপুর, ঘোনা, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মানুষ অংশ নেন।

ভাড়খালীতে ঈদের নামাজ শেষে মাওলানা আবু ছালেক বলেন, এবার সৌদী আরবের সঙ্গে মিল রেখে ২৫ গ্রামের মানুষ ঈদুল ফিতর উদ্‌যাপন করছে।

ঈদ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জানান, গত এক যুগ ধরে তাঁরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

কুমিল্লা-৪: শত চেষ্টার পরও ঋণখেলাপির জালেই আটকে গেলেন বিএনপির মঞ্জুরুল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত