বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

বেশ ঘটা করে বিয়ে হলো যশোরের বাঘারপাড়ার সদুল্লাহপুর গ্রামের তামান্না খাতুন ও ঝিনাইদহের পূর্বচর্বনী গ্রামের শামীমুর রহমান সৌরভের। তাঁরা দুজনই বাকপ্রতিবন্ধী। গতকাল বৃহস্পতিবার বিকেলে ধুমধাম করে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
জানা যায়, কনে তামান্না খাতুন (২১) জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। বাবা ভারসাম্যহীন হওয়ায় জন্মের কিছুদিন পর থেকেই মা-সহ মামা এনামুল হোসেনের বাড়িতে থাকেন তিনি। সেই বেড়ে ওঠা। গ্রামের স্কুল থেকে পঞ্চম শ্রেণি পাস করার পর খুলনায় পড়াশোনা করার জন্য পাঠান মামা। সেখানে গোয়ালমারী প্রতিবন্ধী স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন তামান্না। এরই মধ্যে ফেসবুকে তামান্নার সঙ্গে পরিচয় হয় ঝিনাইদহের পূর্বচর্বনী গ্রামের শামীমুর রহমান সৌরভের। সৌরভও বাক্প্রতিবন্ধী। ধীরে ধীরে তাঁদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দুই পরিবারের সম্মতিতে মধুর পরিণতি পেল সেই প্রণয়। ধুমধাম করে আয়োজন করা হয় বিয়ে। বিয়ে দেখতে ভিড় করেন এলাকাবাসী।
শামীমুর রহমান সৌরভ জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। তিনি ঝিনাইদহের পূর্ব চর্বনী গ্রামের রেজাউল করিমের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সৌরভ বড়। কর্মসূত্রে তিনি ঢাকায় থাকেন। কেয়া কোম্পানিতে চাকরি করেন।
কনের মা পারভীন খাতুন বলেন, আমার একটাই মেয়ে। জন্ম থেকেই সে বাকপ্রতিবন্ধী। খুলনায় গোয়ালমারী প্রতিবন্ধী স্কুল থেকে মাধ্যমিক পাস করেছে। ফেসবুকের মাধ্যমে আমার মেয়ের সঙ্গে সৌরভের পরিচয় হয়। সৌরভ তার বাড়িতে আমার মেয়ের ছবি দেখালে সৌরভের বাবা আমার মেয়েকে তাঁর পুত্রবধূ করার প্রস্তাব দেন। ছেলেটাও বাকপ্রতিবন্ধী।
তামান্নার মামা এনামুল হোসেন জানান, তাঁর বোন পারভীন খাতুনকে নড়াইলের কেয়ামত হোসেনের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। ভাগনি তামান্নার জন্মের পর কেয়ামত হোসেন মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকেই বোন ও ভাগনি তাঁর বাড়িতেই থাকে। পাঁচ বছর হলো তামান্নার বাবা মারা গেছেন।
এনামুল হোসেন বলেন, তামান্না আমাদের খুব আদরের। কখনো ভাবিনি যে এমন মিলের একটা মানুষ তার ভাগ্যে থাকবে। তা ছাড়া ছেলেটা শিক্ষিত। তাই তার এই সম্পর্ককে সম্মান জানিয়ে গ্রামের অনেক মানুষকে দাওয়াত করে বিয়েটা ধুমধাম করে দিয়েছি।
বর শামীমুর রহমান সৌরভের বাবা রেজাউল করিম জানান, তাঁর দুই ছেলের মধ্যে শামীমুর রহমান সৌরভ বড়। তিনি জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। ছেলের সঙ্গে মেয়ের এই দিকটায় মিল হওয়ায় তিনিও খুশি। দুজনেই দুজনের ভাষা সহজেই বুঝতে পারে। তাঁরা এ বিয়েতে অনেক খুশি।
বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা বলেন, এরকম বিয়ে সহজে চোখে পড়ে না। স্বামী-স্ত্রী দুজনেই প্রতিবন্ধী হলেও তাঁদের মিল হলো দুজনই বাকপ্রতিবন্ধী। দোয়া করি তারা যেন সুখে থাকে।

বেশ ঘটা করে বিয়ে হলো যশোরের বাঘারপাড়ার সদুল্লাহপুর গ্রামের তামান্না খাতুন ও ঝিনাইদহের পূর্বচর্বনী গ্রামের শামীমুর রহমান সৌরভের। তাঁরা দুজনই বাকপ্রতিবন্ধী। গতকাল বৃহস্পতিবার বিকেলে ধুমধাম করে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
জানা যায়, কনে তামান্না খাতুন (২১) জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। বাবা ভারসাম্যহীন হওয়ায় জন্মের কিছুদিন পর থেকেই মা-সহ মামা এনামুল হোসেনের বাড়িতে থাকেন তিনি। সেই বেড়ে ওঠা। গ্রামের স্কুল থেকে পঞ্চম শ্রেণি পাস করার পর খুলনায় পড়াশোনা করার জন্য পাঠান মামা। সেখানে গোয়ালমারী প্রতিবন্ধী স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন তামান্না। এরই মধ্যে ফেসবুকে তামান্নার সঙ্গে পরিচয় হয় ঝিনাইদহের পূর্বচর্বনী গ্রামের শামীমুর রহমান সৌরভের। সৌরভও বাক্প্রতিবন্ধী। ধীরে ধীরে তাঁদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দুই পরিবারের সম্মতিতে মধুর পরিণতি পেল সেই প্রণয়। ধুমধাম করে আয়োজন করা হয় বিয়ে। বিয়ে দেখতে ভিড় করেন এলাকাবাসী।
শামীমুর রহমান সৌরভ জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। তিনি ঝিনাইদহের পূর্ব চর্বনী গ্রামের রেজাউল করিমের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সৌরভ বড়। কর্মসূত্রে তিনি ঢাকায় থাকেন। কেয়া কোম্পানিতে চাকরি করেন।
কনের মা পারভীন খাতুন বলেন, আমার একটাই মেয়ে। জন্ম থেকেই সে বাকপ্রতিবন্ধী। খুলনায় গোয়ালমারী প্রতিবন্ধী স্কুল থেকে মাধ্যমিক পাস করেছে। ফেসবুকের মাধ্যমে আমার মেয়ের সঙ্গে সৌরভের পরিচয় হয়। সৌরভ তার বাড়িতে আমার মেয়ের ছবি দেখালে সৌরভের বাবা আমার মেয়েকে তাঁর পুত্রবধূ করার প্রস্তাব দেন। ছেলেটাও বাকপ্রতিবন্ধী।
তামান্নার মামা এনামুল হোসেন জানান, তাঁর বোন পারভীন খাতুনকে নড়াইলের কেয়ামত হোসেনের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। ভাগনি তামান্নার জন্মের পর কেয়ামত হোসেন মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকেই বোন ও ভাগনি তাঁর বাড়িতেই থাকে। পাঁচ বছর হলো তামান্নার বাবা মারা গেছেন।
এনামুল হোসেন বলেন, তামান্না আমাদের খুব আদরের। কখনো ভাবিনি যে এমন মিলের একটা মানুষ তার ভাগ্যে থাকবে। তা ছাড়া ছেলেটা শিক্ষিত। তাই তার এই সম্পর্ককে সম্মান জানিয়ে গ্রামের অনেক মানুষকে দাওয়াত করে বিয়েটা ধুমধাম করে দিয়েছি।
বর শামীমুর রহমান সৌরভের বাবা রেজাউল করিম জানান, তাঁর দুই ছেলের মধ্যে শামীমুর রহমান সৌরভ বড়। তিনি জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। ছেলের সঙ্গে মেয়ের এই দিকটায় মিল হওয়ায় তিনিও খুশি। দুজনেই দুজনের ভাষা সহজেই বুঝতে পারে। তাঁরা এ বিয়েতে অনেক খুশি।
বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা বলেন, এরকম বিয়ে সহজে চোখে পড়ে না। স্বামী-স্ত্রী দুজনেই প্রতিবন্ধী হলেও তাঁদের মিল হলো দুজনই বাকপ্রতিবন্ধী। দোয়া করি তারা যেন সুখে থাকে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে