তেরখাদা (খুলনা) প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কুশলা গ্রামে পুকুরে ভাসমান অবস্থায় যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুই যমজ শিশু ইসরাত জাহান মনি ও নুসরাত জাহান মুক্তা (২ মাস ১২ দিন) বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনীর মাতারচর গ্রামের মাসুম বিল্লাহ্ ও কানিজ ফাতেমা কণা দম্পতির মেয়ে।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, তেরখাদার কুশলা গ্রামের খায়ের শেখের মেয়ে কানিজ ফাতেমা কণার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনীর মাতারচর গ্রামের মাসুম বিল্লাহর সঙ্গে চার বছর আগে বিয়ে হয়। প্রায় চার বছর পর তার দুই কন্যাসন্তানের জন্ম হয়। কানিজ ফাতেমা প্রায় তিন মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন এবং এখানেই শিশু দুটির জন্ম হয়। গতকাল রাত ৩টার দিকে দুই শিশুকে দুধ খাওয়ানোর পর ঘুমিয়ে পড়েন মা। ভোরে ঘুম ভাঙার পর শিশুদের আর খুঁজে পাচ্ছিলেন না তিনি। তাঁর ডাক-চিৎকারে ঘুম ভাঙে বাড়ির অন্যদের। সে সময়ে স্বামী মাসুম বিল্লাহ্ ছিলেন না শ্বশুরবাড়িতে। খবর পেয়ে মোল্লাহাট থেকে নিহত শিশুদের পিতা মাসুম বিল্লাহ্ও ঘটনাস্থলে পৌঁছান। অনেক খোঁজাখুঁজির পর শিশুদের লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
শিশুদ্বয়ের মা কানিজ ফাতেমা কণা বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম, গভীর রাতে উঠে বাচ্চাদের দুধ পান করাই। ভোরে উঠে দেখি আমার বাচ্চারা নেই। কান্নাকাটি করি। পরে লোকজন পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। শিশু দুটির বয়স দুই মাস, তারা হেঁটে হেঁটে কীভাবে পুকুরে যাবে, এটি হত্যাকাণ্ড।’
খবর পেয়ে আজ সকালে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (এ) এস এম রাজু আহমেদ, তেরখাদা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল আলমসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
ছাগলাদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. উজ্জ্বল শেখ বলেন, শিশুদ্বয়ের মা ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠে দেখে তার বাচ্চারা নেই, তখন দরজা খোলা দেখে তার বাচ্চা চুরি হয়ে গেছে ভেবে কান্নাকাটি করে। তখন স্থানীয় লোকজন তল্লাশি চালায় এবং মসজিদে বাচ্চা সন্ধানের জন্য মাইকিং করেন। পরে সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা বাচ্চা দুটিকে মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল আলম বলেন, শিশু দুটিকে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশুর পিতা মাসুম বিল্লাহ্ এবং শিশুদ্বয়ের নানা-নানিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কুশলা গ্রামে পুকুরে ভাসমান অবস্থায় যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুই যমজ শিশু ইসরাত জাহান মনি ও নুসরাত জাহান মুক্তা (২ মাস ১২ দিন) বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনীর মাতারচর গ্রামের মাসুম বিল্লাহ্ ও কানিজ ফাতেমা কণা দম্পতির মেয়ে।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, তেরখাদার কুশলা গ্রামের খায়ের শেখের মেয়ে কানিজ ফাতেমা কণার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনীর মাতারচর গ্রামের মাসুম বিল্লাহর সঙ্গে চার বছর আগে বিয়ে হয়। প্রায় চার বছর পর তার দুই কন্যাসন্তানের জন্ম হয়। কানিজ ফাতেমা প্রায় তিন মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন এবং এখানেই শিশু দুটির জন্ম হয়। গতকাল রাত ৩টার দিকে দুই শিশুকে দুধ খাওয়ানোর পর ঘুমিয়ে পড়েন মা। ভোরে ঘুম ভাঙার পর শিশুদের আর খুঁজে পাচ্ছিলেন না তিনি। তাঁর ডাক-চিৎকারে ঘুম ভাঙে বাড়ির অন্যদের। সে সময়ে স্বামী মাসুম বিল্লাহ্ ছিলেন না শ্বশুরবাড়িতে। খবর পেয়ে মোল্লাহাট থেকে নিহত শিশুদের পিতা মাসুম বিল্লাহ্ও ঘটনাস্থলে পৌঁছান। অনেক খোঁজাখুঁজির পর শিশুদের লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
শিশুদ্বয়ের মা কানিজ ফাতেমা কণা বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম, গভীর রাতে উঠে বাচ্চাদের দুধ পান করাই। ভোরে উঠে দেখি আমার বাচ্চারা নেই। কান্নাকাটি করি। পরে লোকজন পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। শিশু দুটির বয়স দুই মাস, তারা হেঁটে হেঁটে কীভাবে পুকুরে যাবে, এটি হত্যাকাণ্ড।’
খবর পেয়ে আজ সকালে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (এ) এস এম রাজু আহমেদ, তেরখাদা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল আলমসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
ছাগলাদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. উজ্জ্বল শেখ বলেন, শিশুদ্বয়ের মা ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠে দেখে তার বাচ্চারা নেই, তখন দরজা খোলা দেখে তার বাচ্চা চুরি হয়ে গেছে ভেবে কান্নাকাটি করে। তখন স্থানীয় লোকজন তল্লাশি চালায় এবং মসজিদে বাচ্চা সন্ধানের জন্য মাইকিং করেন। পরে সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা বাচ্চা দুটিকে মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল আলম বলেন, শিশু দুটিকে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশুর পিতা মাসুম বিল্লাহ্ এবং শিশুদ্বয়ের নানা-নানিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে