ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের শ্রেণিকক্ষ সংকট ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ের সামনে এ বিক্ষোভ হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে ২০২১-২২ শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালে প্রশাসন কর্তৃক সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। এ ছাড়া তাদের শ্রেণিকক্ষ সংকট দ্রুত সমাধান করার দাবি জানান তারা। এ সময় শিক্ষার্থীদের ‘ক্লাসরুম সংকট কেন, প্রশাসন জবাব চাই’ ‘আমার শিক্ষক লাঞ্ছিত কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে দেখা যায়।
এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পের অংশ রবীন্দ্র-নজরুল কলা ভবনে পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও প্রকল্প পরিচালক ড. নায়েব আলী প্রমুখ।
ওই সময় রবীন্দ্র-নজরুল কলা ভবনের কয়েকটি রুম দখল করে নেয় উন্নয়ন অধ্যয়ন বিভাগ। পরিদর্শন টিম বিভাগের সবাইকে এক ঘণ্টার মধ্যে রুম থেকে বের হয়ে যেতে নির্দেশ দেন। এ সময় পরীক্ষার হলে অবস্থানরত উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক হাফিজুর রহমানকেও লাঞ্ছিত করা হয় বলে জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অনন্যা শৈলী বলেন, ‘পরীক্ষা চলাকালে আমাদের শিক্ষককে অপমানিত করা হয়। এক ঘণ্টার মধ্যে সবাইকে বের হয়ে যেতে বলা হয় এবং হাফিজুর রহমান স্যারকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের প্রধান সমস্যা শ্রেণিকক্ষ সংকট। আমরা সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আগামীকাল দুপুরে সংশ্লিষ্ট অনুষদের ডিন, বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে মিটিং করে আলোচনা সাপেক্ষে সমস্যাটির সমাধান করব।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের শ্রেণিকক্ষ সংকট ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ের সামনে এ বিক্ষোভ হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে ২০২১-২২ শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালে প্রশাসন কর্তৃক সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। এ ছাড়া তাদের শ্রেণিকক্ষ সংকট দ্রুত সমাধান করার দাবি জানান তারা। এ সময় শিক্ষার্থীদের ‘ক্লাসরুম সংকট কেন, প্রশাসন জবাব চাই’ ‘আমার শিক্ষক লাঞ্ছিত কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে দেখা যায়।
এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পের অংশ রবীন্দ্র-নজরুল কলা ভবনে পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও প্রকল্প পরিচালক ড. নায়েব আলী প্রমুখ।
ওই সময় রবীন্দ্র-নজরুল কলা ভবনের কয়েকটি রুম দখল করে নেয় উন্নয়ন অধ্যয়ন বিভাগ। পরিদর্শন টিম বিভাগের সবাইকে এক ঘণ্টার মধ্যে রুম থেকে বের হয়ে যেতে নির্দেশ দেন। এ সময় পরীক্ষার হলে অবস্থানরত উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক হাফিজুর রহমানকেও লাঞ্ছিত করা হয় বলে জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অনন্যা শৈলী বলেন, ‘পরীক্ষা চলাকালে আমাদের শিক্ষককে অপমানিত করা হয়। এক ঘণ্টার মধ্যে সবাইকে বের হয়ে যেতে বলা হয় এবং হাফিজুর রহমান স্যারকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের প্রধান সমস্যা শ্রেণিকক্ষ সংকট। আমরা সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আগামীকাল দুপুরে সংশ্লিষ্ট অনুষদের ডিন, বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে মিটিং করে আলোচনা সাপেক্ষে সমস্যাটির সমাধান করব।’

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১৫ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৪৪ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে