চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় ২০ ঘণ্টার ব্যবধানে দুটি করিমন (শ্যালো ইঞ্জিনচালিত যান) উল্টে বিশারত আলী (৫০) ও হারুন অর রশীদ (৪২) নামের দুই চালক নিহত হয়েছেন। আজ শনিবার ও গতকাল শুক্রবার উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিশারত আলী চুয়াডাঙ্গার দর্শনা মডেল থানার হরিশচন্দ্রপুর গ্রামের সিয়াম আলী এবং হারুন অর রশীদ চৌগাছার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামের মৃত আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে।
দুর্ঘটনা দুটির বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, ‘উভয় ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার ভোরে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার হরিশচন্দ্রপুর থেকে চৌগাছায় ধানের খড় কিনতে একটি করিমনে তিন যাত্রী নিয়ে যাচ্ছিলেন চালক বিশারত আলী। সকাল সাড়ে ৭টার দিকে মহেশপুর-চৌগাছা সড়কের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ফাঁসতলা নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে গাড়িতে ব্রেক চেপে ধরেন চালক। এতে করিমনটি সড়কের পাশে উল্টে গেলে চালক বিশারত ও যাত্রী আশিদুল ইসলাম (১৯) করিমনের নিচে পড়ে গুরুতর আহত হন। অন্য দুই যাত্রী ছিটকে ফসলের খেতে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিশারতকে মৃত ঘোষণা করেন। আশিদুলকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকেরা।
অন্যদিকে গতকাল শুক্রবার হারুন নিজের করিমনে গম বোঝাই করে গ্রাম থেকে ঝিনাইদহের কালীগঞ্জ যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা-আড়পাড়া ভায়া কাষ্টভাঙ্গা সড়কের আড়পাড়া ব্রিজের কাছে পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি উল্টে যায়। এতে চালক হারুন গাড়িটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

যশোরের চৌগাছায় ২০ ঘণ্টার ব্যবধানে দুটি করিমন (শ্যালো ইঞ্জিনচালিত যান) উল্টে বিশারত আলী (৫০) ও হারুন অর রশীদ (৪২) নামের দুই চালক নিহত হয়েছেন। আজ শনিবার ও গতকাল শুক্রবার উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিশারত আলী চুয়াডাঙ্গার দর্শনা মডেল থানার হরিশচন্দ্রপুর গ্রামের সিয়াম আলী এবং হারুন অর রশীদ চৌগাছার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামের মৃত আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে।
দুর্ঘটনা দুটির বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, ‘উভয় ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার ভোরে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার হরিশচন্দ্রপুর থেকে চৌগাছায় ধানের খড় কিনতে একটি করিমনে তিন যাত্রী নিয়ে যাচ্ছিলেন চালক বিশারত আলী। সকাল সাড়ে ৭টার দিকে মহেশপুর-চৌগাছা সড়কের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ফাঁসতলা নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে গাড়িতে ব্রেক চেপে ধরেন চালক। এতে করিমনটি সড়কের পাশে উল্টে গেলে চালক বিশারত ও যাত্রী আশিদুল ইসলাম (১৯) করিমনের নিচে পড়ে গুরুতর আহত হন। অন্য দুই যাত্রী ছিটকে ফসলের খেতে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিশারতকে মৃত ঘোষণা করেন। আশিদুলকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকেরা।
অন্যদিকে গতকাল শুক্রবার হারুন নিজের করিমনে গম বোঝাই করে গ্রাম থেকে ঝিনাইদহের কালীগঞ্জ যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা-আড়পাড়া ভায়া কাষ্টভাঙ্গা সড়কের আড়পাড়া ব্রিজের কাছে পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি উল্টে যায়। এতে চালক হারুন গাড়িটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৯ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে